ছুরিকাঘাতে যুবক খুন
সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক খুন, গ্রেপ্তার ৪
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মো. আব্দুল্লাহ খাঁন রায়হান নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় চার কিশোরকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ।
শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় দক্ষিণ কদমতলী এলাকার ডিঅ্যান্ডডি লেকপাড়ে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত রায়হান এসি সার্ভিসিংয়ের কাজ শিখছিলেন বলে জানিয়েছেন তার বাবা মো. সামিম খান।
ঘটনার পর রাতে ১৬ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন রায়হানের বাবা। মামলায় আটজনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত আরও আটজনকে আসামি করা হয়। গ্রেপ্তার চারজন হলেন—হৃদয়, সাব্বির, আতিক ও আল আমিন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে রায়হান ও তার বন্ধুরা লেকপাড়ে একটি ক্লাবে ফ্রি-ফায়ার গেম খেলার পর আড্ডা দিচ্ছিলেন। এ সময় অভিযুক্ত মেহেদী ও শুভসহ এক কিশোর তাদের সামনে দিয়ে যাওয়ার সময় রায়হানদের সঙ্গে পুরনো বিরোধের জেরে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে তারা আরও কয়েকজনকে ফোনে ডেকে আনে। রায়হান ও তার বন্ধুরা ঘটনাস্থল ছাড়ার চেষ্টা করলে হৃদয়সহ অন্যরা তাদের ক্লাবের সামনে ধরে মারধর শুরু করে। একপর্যায়ে হৃদয় রায়হানের বুকে ছুরিকাঘাত করে।
আরও পড়ুন: বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, অভিযুক্তের দাবি ষড়যন্ত্র
রায়হানকে প্রথমে সুফিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে খাঁনপুর ৩০০ শয্যা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, ‘ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।’
১৯৫ দিন আগে
খুলনায় ছুরিকাঘাতে যুবক খুন
খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত ১টার দিকে খালিশপুর এলাকার কাশিপুরে হত্যার এই ঘটনা ঘটে।
নিহত লিটন (২৬) খুলনার খালিশপুরের কাশিপুর বাইতিপাড়া এলাকার চা বিক্রেতা সোবহানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাত ১টার দিকে লিটনকে কয়েকজন ফোন করে ডেকে নেয়। এ সময় লিটন ও তার বন্ধু আমিন বাড়ির বাইরে আসলে তারা ধারালো অস্ত্র দিয়ে লিটন ও আমিনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাৎক্ষণিকভাবে লিটন ও আমিনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে লিটনের মৃত্যু হয়। আমিন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: সিলেটে যুবক খুন, গ্রেপ্তার ২
খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ জানান, রাতে লিটন নামে এক যুবক খুন হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এখনো কোনো মামলা হয়নি।
তিনি বলেন, ‘লিটনের দেহে ৮-১০ কোপের চিহ্ন দেখা গেছে। মামলার পর আইননানুগ ব্যবস্থা নেয়া হবে।’
আরও পড়ুন: আধিপত্য বিস্তার নিয়ে রাজশাহীতে যুবককে কুপিয়ে হত্যা
রাজশাহীতে মাদক বিক্রিতে বাধা দেয়ায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা
১৬৯২ দিন আগে