এনএলডি
নির্বাচনে কারচুপি মামলায় সু চির ৩ বছরের কারাদণ্ড
নির্বাচনে কারচুপির সঙ্গে জড়িত থাকার অভিযোগে শুক্রবার মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।
শুক্রবারের দেয়া এই রায়ের ফলে বিভিন্ন মামলায় সু চির কারাদণ্ডের মেয়াদ এখন বেড়ে ২০ বছরে দাঁড়াল।
সর্বশেষ এই দণ্ডের ফলে সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দলের ভবিষ্যত আরও ঝুঁকির মধ্যে পড়ে গেল। ২০২৩ সালে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দেয়া দেশটির জান্তা সরকার সু চির দলকে ইতোমধ্যে নিষিদ্ধের হুমকি দিয়ে রেখেছে।
সু চির দল ২০২০ সালের সাধারণ নির্বাচনে ব্যাপক ভোটে জয়লাভ লাভ করে। একই বছরের ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মাধ্যমে দেশটির ক্ষমতা গ্রহণ করে সেনাবাহিনী। তখন সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে, যদিও স্বতন্ত্র নির্বাচন পর্যবেক্ষকরা বড় ধরনের কোনো অনিয়মের প্রমাণ খুঁজে পায়নি।
নির্বাচনে কারচুপির মামলায় সু চির সাবেক সরকারের দুই সিনিয়র সদস্যকেও আসামি করা হয়েছিল। তাদেরও তিন বছরের কারাদণ্ড দেয়া হয়।
পড়ুন: মিয়ানমারকে সতর্ক করেছে সরকার: মর্টার শেল ছোড়া প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী
সহিংসতা বন্ধে মিয়ানমারের ওপর চাপ বাড়ানোর আহ্বান জাতিসংঘ মানবাধিকার প্রধানের
মিয়ানমারে রাজনৈতিক বন্দির মৃত্যুদণ্ড কার্যকরে বিশ্বব্যাপী নিন্দার ঝড়
১১৯০ দিন আগে
মিয়ানমারে সামরিক বাহিনীর গুলিতে একদিনে নিহত ৩৮: জাতিসংঘ
সামরিক বাহিনীর ক্ষমতা দখলের প্রতিবাদে মিয়ানমারে সাধারণ জনগণের বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর ছোড়া গুলিতে একদিনে ৩৮ জন মারা গেছেন বলে জাতিসংঘ জানিয়েছে।
১৭৩৭ দিন আগে
মিয়ানমারের সামরিক শাসনের প্রধান ঘটনাগুলো
মিয়ানমারের শীর্ষস্থানীয় নেত্রী স্টেট কাউন্সেলর অং সান সু চি এবং দেশটির রাষ্ট্রপতি ইউ উইন মিন্টকে সোমবার ভোরে আটক করেছে দেশটির সেনাবাহিনী। তারা জানিয়েছে এক বছরের জরুরি অবস্থা শেষ হওয়ার পর দেশে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তারা রাষ্ট্রীয় ক্ষমতা নতুন সরকারের হাতে ফিরিয়ে দেবে।
১৭৬৭ দিন আগে
সু চি, প্রেসিডেন্টকে আটকের ঘটনায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা
মিয়ানমারের নতুন সংসদের উদ্বোধনী অধিবেশন শুরুর প্রাক্কালে দেশটির স্টেট কাউন্সেলর অং সান সুচি, প্রেসিডেন্ট উইন মিন্ট এবং অন্যান্য রাজনৈতিক নেতাদের আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
১৭৬৮ দিন আগে
মিয়ানমারে নির্বাচন: ২য় মেয়াদে জয়ের আশা সু চির দলের
পাঁচ বছর আগে নতুনভাবে প্রতিষ্ঠিত হওয়া গণতন্ত্র ধরে রাখার প্রয়াসে মিয়ানমারে রবিবার সাধারণ নির্বাচন অনুষ্ঠি হতে যাচ্ছে।
১৮৫৫ দিন আগে