মৃত্যু
কুড়িগ্রামে অটোরিকশার ধাক্কায় পিঠা বিক্রেতার মৃত্যু
কুড়িগ্রাম সদর উপজেলার কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের ত্রিমোহনী বাজার এলাকায় অটোরিকশার ধাক্কায় এক ভাপা পিঠা বিক্রেতার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে ত্রিমোহনী বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফজলু মিয়া (৪৫) সদরের বেলগাছা ইউনিয়নের মৃত মনসুর আলীর ছেলে।
আরও পড়ুন: দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, ফজলু মিয়া প্রতিদিনের মতো ত্রিমোহনী বাজারে ভাপা পিঠার দোকান দিয়ে পিঠা বিক্রি করছিল। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে যাত্রীবাহী একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ভাপা পিঠার দোকানের ওপর উঠে যায়। এতে ফজলু মিয়া গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে অটোরিকশাটি জব্দ করেন। অটোরিকশা চালককে আটক করা সম্ভব হয়নি বলে পুলিশ জানিয়েছে। এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মোহাম্মদ শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ফজলু মিয়ার পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পিকনিক বাসের ২ যাত্রী নিহত
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
১১৬০ দিন আগে
স্বামীর দেয়া আগুনে দগ্ধ সাদিয়ার মৃত্যু
কুমিল্লার দেবিদ্বারে যৌতুকের দাবিতে স্বামীর দেয়া আগুনে দগ্ধ গৃহবধূ সাদিয়া আট দিন চিকিৎসার পর মারা গেছেন। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউতে) তিনি মারা যান।
এ ঘটনায় বুধবার রাতে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মৃত গৃহবধূ সাদিয়া একই উপজেলার পদ্মকোট গ্রামের মো. অপুল সরকারের মেয়ে ও আসাদ সরকারের স্ত্রী।
গ্রেপ্তার অভিযুক্ত স্বামী আসাদ সরকার গুনাইঘর গ্রামের নুরু সরকারের ছেলে।
আরও পড়ুন: রামপুরায় গোডাউনে আগুন, দগ্ধ ৪ জনের মৃত্যু
দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, বিভিন্ন মাধ্যম থেকে শুনিছে সাদিয়া মারা গেছে। এই ঘটনা আগের মামলার সঙ্গে পরিবার আরেকটি হত্যা মামলা যোগ করতে পারবে।
ওসি বলেন, বুধবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী আসাদ সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তিনি এখন পর্যন্ত ঘটনার বিষয়ে মুখ খুলেনি। আমরা তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছি। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মৃত সাদিয়ার ভাই খাইরুল বলেন, ডাক্তারা আপ্রাণ চেষ্টা করেও আমার বোনকে বাঁচাতে পারেনি। সে মৃত্যুর আগের ভিডিও বার্তায় তার স্বামীকে অভিযুক্ত করেছে। ঘটনার একদিন পর হাসপাতাল থেকে গুরুতর আহত অবস্থায় সাদিয়া ভিডিও বার্তায় বলেছিল, ‘টাকা না দেয়ায় কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে দেয় আমার স্বামী। আমি আগুন নেভানোর চেষ্টা করলেও আমাকে বাধা দেয়া হয়।’
আরও পড়ুন: রামপুরায় গোডাউনে আগুন, দগ্ধ আরও ২ জনের মৃত্যু
খায়রুল বলেন, আশা করি গ্রেপ্তার আসামিকে কঠোর শাস্তি দেয়া হবে। বর্তমানে সাদিয়ার লাশ হাসপাতাল মর্গে রয়েছে।
প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল (শনিবার) উপজেলা সদরের বানিয়াপাড়ার ভাড়া বাসায় সাদিয়াকে আগুন দিয়ে পুড়িয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠে স্বামী আসাদের বিরুদ্ধে। এই ঘটনার দুদিন পর ২৫ এপ্রিল (সোমবার) সাদিয়ার বাবা বাদী হয়ে মামলা করেন। পরে বুধবার রাতে আসাদ সরকারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়ে দেয় পুলিশ।
১৩৬০ দিন আগে
ব্লাড ক্যান্সারে জবি শিক্ষার্থীর মৃত্যু
ব্লাড ক্যান্সারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
বধুবার দিবাগত রাত ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
মৃত রবিন কুমার হালদার গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তর ২য় সেমিস্টারের শিক্ষার্থী।
আরও পড়ুন: নাটোরে সড়ক দুর্ঘটনায় জাবির আহত শিক্ষার্থীর মৃত্যু
রবিনের সহপাঠী সাইফুল ইসলাম জানান, বুধবার রবিনের জ্বর ছিল অনেক। জ্বর না কমায় রাত ২টার দিকে ইনজেকশন দেয়া হয়েছিল। পরে রাত ৪টায় তিনি মারা যান।
এদিকে মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে সহপাঠী ও শিক্ষকদের মাঝে শোকের ছায়া নেমেছে এসেছে।
আরও পড়ুন: করোনা আক্রান্ত জাবি শিক্ষার্থীর মৃত্যু
১৭০৫ দিন আগে
সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
সিরাজগঞ্জ সদর উপজেলার রায়পুর রেলস্টেশনের অদূরে সরকারপাড়া রেলগেইট এলাকায় রবিবার সকালে ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন।
১৮৯৮ দিন আগে