জ্যেষ্ঠ প্রতিবেদক
যুগান্তরের জ্যেষ্ঠ প্রতিবেদক হাবিবুর রহমান ৪২ বছর বয়সে মারা গেছেন
দৈনিক যুগান্তরের জ্যেষ্ঠ প্রতিবেদক হাবিবুর রহমান খান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৪২ বছর।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার বিকাল ৪টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি।
তাকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
হাবিব এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
আরও পড়ুন: কবি মোহাম্মদ রফিক আর নেই
মিরপুর শাইনপুকুর হাউজিং জামে মসজিদে জানাজা শেষে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।
হাবিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর সাংবাদিকতা জীবন শুরু করেন।
তিনি জাতীয় প্রেস ক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য ছিলেন।
তার মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি পৃথক শোক প্রকাশ করেন।
তারা হাবিবের বিদেহী আত্মর মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
আরও পড়ুন: অধ্যাপক পান্না কায়সার আর নেই
সাংবাদিক আজাদ তালুকদারের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
৮৩৬ দিন আগে
ইউএনবি’র জ্যেষ্ঠ প্রতিবেদক আবদুর রহমানের বাবার মৃত্যু
সংবাদ সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) জ্যেষ্ঠ প্রতিবেদক আব্দুর রহমান জাহাঙ্গীরের বাবা হাজী বদিউল আলম সোমবার নগরীর একটি হাসপাতালে মারা গেছেন।
১৮৫২ দিন আগে