রাজবাড়ীর গোয়ালন্দ
দৌলতদিয়ায় নদীতে পড়ে পরিবহন শ্রমিকের মৃত্যু
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে পড়ে মো. ফিরোজ শেখ নামে এক পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ মার্চ) সকাল সোয়া ৭টার দিকে দৌলতদিয়া লঞ্চঘাটের পন্টুন থেকে নদীতে পড়ে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু
ফিরোজ শেখ মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার আসগর আলীর ছেলে এবং পেশায় সেলফি পরিবহনের সহকারী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরিবহন শ্রমিক ফিরোজ শেখ পন্টুন থেকে হঠাৎ করেই নদীতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা নদী থেকে ফিরোজ শেখের লাশ উদ্ধার করে।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. সাবেকুল ইসলাম বলেন, শুক্রবার পদ্মা নদীতে এক ব্যক্তি পড়ে যাওয়ার সংবাদ পেয়ে ডুবুরি দল এসে তার লাশ উদ্ধার করে দৌলতদিয়া নৌপুলিশের নিকট হস্তান্তর করেন।
দৌলতদিয়া ঘাট নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. ফরিদ উদ্দিন বলেন, ‘আমরা খবর পাই লঞ্চঘাটে পন্টুন থেকে এক যুবক নদীতে পড়ে গেছে। সংবাদ পেয়ে দ্রুত ফায়ার স্টেশনকে খবর দেই।’
তিনি আরও বলেন, ফায়ার সার্ভিস তার লাশ উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া করছি।
তিনি বলেন, লাশের সুরতহাল রিপোর্ট শেষ হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: আহত পোশাক শ্রমিকের মৃত্যু
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে হোটেল শ্রমিকের মৃত্যু
৬১৬ দিন আগে
পদ্মায় জেলেদের জালে ধরা পড়েছে সাড়ে ২০ কেজি ওজনের কাতলা
এবার পদ্মা নদীর রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটের ভাটিতে জেলেদের জালে ২০ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বড় কাতলা মাছ ধরা পড়েছে।
১৭৯৯ দিন আগে
গোয়ালন্দে গাড়ির চাপায় ব্যবসায়ী নিহত
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মোগবুলের দোকান এলাকায় শুক্রবার বিকালে অজ্ঞাত গাড়ি চাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
১৮৪৮ দিন আগে
গোয়ালন্দে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মাদক মামলার ৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৮৪৮ দিন আগে