শিক্ষার্থীদের ওপর হামলা
বাকৃবি প্রশাসনকে এবার ৬ দফা দাবি বাস্তবায়নের আল্টিমেটাম শিক্ষার্থীদের
বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ছয় দফা দাবি পেশ করে তা দ্রুত বাস্তবায়নের আল্টিমেটাম দিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে পুরো বিশ্ববিদ্যালয় লকডাউন ও ব্ল্যাকআউট করার ঘোষণা দিয়েছেন তারা।
সোমবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের আমতলায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ছয় দফা দাবি ধরেন শিক্ষার্থীরা।
এর আগে, বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং হল ত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা। সকাল ৯টার দিকে বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে এসে বিশ্ববিদ্যালয়ের কে আর মার্কেটে জড়ো হন অনেক শিক্ষার্থী। এ সময় তারা ঘোষণা দেন, যে কোনো পরিস্থিতিতেই হলে অবস্থান করবেন।
শিক্ষার্থীদের ছয় দফা দাবি হলো— অবৈধভাবে হল খালি করার নির্দেশনা দুপুর ২টার মধ্যে প্রত্যাহার করে আদেশ তুলে নিতে হবে, হলগুলোতে চলমান সব ধরনের সুবিধা নিরবিচ্ছিন্ন রাখতে হবে, শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মদদে শিক্ষার্থীদের ওপর বহিরাগত দিয়ে হামলার দায়ে প্রক্টোরিয়াল বডিকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে, বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা ককটেল বিস্ফোরণ, লাইব্রেরি ও স্থাপনা ভাঙচুর এবং দেশীয় অস্ত্র দ্বারা শিক্ষার্থীদের উপর হামলা এবং নারী শিক্ষার্থীদের হেনস্তার ঘটনার জন্য উপাচার্যকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
এ ছাড়াও হামলার সঙ্গে জড়িত কৃষি অনুষদের শিক্ষক আসাদুজ্জামান সরকার, তোফাজ্জল , শরীফ আর রাফি, কামরুজ্জামান, পশুপালন অনুষদের শিক্ষক বজলুর রহমান মোল্যা, জেনেটিক্সের মুনির, ডেইরি বিজ্ঞান বিভাগের শিক্ষক আশিকুর রহমান এবং বহিরাগত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, গত ১ মাস ধরে চলমান একক কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলন করে আসা সেই ডিগ্রি অবিলম্বে প্রদান করতে হবে, তিনটি ভিন্ন ডিগ্রি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
শিক্ষার্থীরা জানান, এই ছয় দফা দাবি দ্রুত মেনে না নিলে পুরো বাকৃবি লকডাউন এবং ব্ল্যাকআউট করে দেওয়া হবে। তারা বলেন, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না।
আরও পড়ুন: বাকৃবিতে বহিরাগতদের হামলার ঘটনায় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নিন্দা
এর আগে গতকাল (রোববার) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে বাকৃবি শিক্ষার্থীদের উপর হামলা চালান বহিরাগতরা। এতে সাংবাদিক, নারী শিক্ষার্থীসহ অন্তত ১০ জন আহত হন। এই ঘটনার পর বাকৃবি শাখা ছাত্রদল, ছাত্রশিবির, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতারা নিন্দা ও প্রতিবাদ প্রকাশ করেন।
১১১ দিন আগে
চবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল।
রবিবার (৩১ আগস্ট) রাত ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ছাত্রদের উপর ‘হামলা কেন, ইন্টেরিম জবাব দে’, ‘ফ্যাসিবাদের দোসরেরা হুশিয়ার, সাবধান’—ইত্যাদি বিভিন্ন স্লোগান দেন।
এ সময় ছাত্রদল নেতারা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে। এর আগেও আমরা দেখেছি, জুলাই আন্দোলনের নেতা নুরুল হক নুরের উপর হামলা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। এসব ষড়যন্ত্র মোকাবিলায় সরকার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ। গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, কিন্তু কোনো ধরনের বিভেদ নেই।জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, ফ্যাসিবাদের দোসরেরা সারা দেশে মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে। তাদের হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদের কোনো ঠাঁই নেই। ছাত্রদল যে কোনো ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। যারা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছেন, তারা সাবধান হয়ে যান।’
আরও পড়ুন: সংঘর্ষের ঘটনায় চবিতে ১৪৪ ধারা জারি
শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘আমরা দেখছি কিছু কিছু মহল যারা দেশের পরিস্থিতি ঘোলাটে করতে চাচ্ছে, তারা আজ বিভিন্ন স্থানে ছাত্রদের উপর হামলা করেছে। আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে একটি মহল। ইন্টেরিম সরকার ষড়যন্ত্র রুখতে ব্যর্থ। আমরা একটি সুষ্ঠু নির্বাচনের দাবি জানাই। একটি নির্বাচিত সরকারই দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবেন।’
বিক্ষোভ মিছিলে জবি ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
১১১ দিন আগে
শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল বরিশাল নার্সিং কলেজ
বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ৭২ ঘন্টা পার হলেও অভিযুক্ত শিক্ষকদের অপসারণ না করার প্রতিবাদে অভিযুক্ত শিক্ষকদের কুশ পুতুল দাহ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আমরণ অনশনের হুঁশিয়ারিও দেন তারা।
এর আগে রবিবার (১১ মে) কলেজের হলরুমে একটি সংবাদ সম্মেলনে আয়োজন করেন শিক্ষার্থীরা। সেখানে তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন এবং সোমবারের (১২ মে) মধ্যে দাবি পূরণ না হলে আমরণ অনশনের হুঁশিয়ারি দেন।
শিক্ষার্থীরা বলেন, গত ৩০ এপ্রিল থেকে ৩২টি সরকারি ও ১৫৪টি বেসরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগসহ চার দফা দাবিতে আন্দোলন শুরু করেন।
আরও পড়ুন: বরিশাল নার্সিং কলেজে শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন
কিন্তু ৬ মে কর্মসূচি পালনের সময় তারা শিক্ষকদের বাধা ও মারধরের শিকার হন বলে অভিযোগ করেন। শিক্ষার্থীরা জানান, তাদের দাবি না মানা পর্যন্ত এবং হামলার ঘটনার বিচার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এছাড়া হামলায় জড়িত শিক্ষকদের বিচারের আওতায় আনা না হলে আমরন অনশনের হুঁশিয়ারিও দেন তারা।
সংবাদ সম্মেলনের পর বেসিক বিএসসির সব শিক্ষার্থীর উপস্থিতিতে একাডেমিক ভবনের সামনে হামলায় জড়িত শিক্ষকদের প্রতিকৃতি সম্বলিত কুশ পুতুল দাহ করে প্রতিবাদ জানানো হয়।
এছাড়া, রাতে কলেজ ক্যাম্পাসে মশাল মিছিলের আয়োজন করা হবে বলে জানান শিক্ষার্থীরা। পাশাপাশি, আগামীকাল (১২ মে) আন্তর্জাতিক নার্সেস ডে পালন থেকে বিরত থাকার ঘোষণাও দেন তারা।
২২৪ দিন আগে
সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানের জামিন নামঞ্জুর
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জামিন না মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৩ সেপ্টেম্বর) দ্রুত বিচার আদালতে জামিন আবেদন করেন এম এ মান্নানের আইনজীবীরা। পরে ১০ মিনিট যুক্তি-তর্ক শেষে জামিন নামঞ্জুর করে আদেশ দেন দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্র।
আরও পড়ুন: ভারতে অনুপ্রবেশের চেষ্টা মামলায় জামিন পেলেও কারামুক্তি মিলছে না সাবেক বিচারপতি মানিকের
বাদীপক্ষের আইনজীবী মাশুক আলম বলেন, ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে মান্নানের হুকুমে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তার আইনজীবীরা জামিন চাইলে আমরা বিরোধিতা করি।
গত ২ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী আন্দোলনে আহত এক শিক্ষার্থীর ভাই হাফিজ আলী বাদী হয়ে সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানসহ ৯৯ জনকে আসামি করে মামলা করেন। এ মামলায় ১৯ সেপ্টেম্বর রাতে সুনামগঞ্জের শান্তিগঞ্জের বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: সিলেটে চার মামলায় জামিন পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর
কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত সুইডেন আসলাম
৪৫৩ দিন আগে
সাবেক নৌ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার উপজেলা চেয়ারম্যান
শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও ২৪ জন নেতা-কর্মীর নামসহ অজ্ঞাতনামা ৭০ জনকে আসামি করে বোচাগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
ওই মামলায় আওয়ামী লীগের উপজেলা পরিষদের চেয়ারম্যান আফছার আলীকে গ্রেপ্তার করে রিমান্ডের আবেদনসহ শনিবার (১৭ আগস্ট) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: চাঁদপুরে দীপু মনি ও তার ভাই টিপুসহ ১৭০০ জনের বিরুদ্ধে মামলা
জানা গেছে, গত ১৮ জুলাই বোচাগঞ্জে বের হওয়া বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের মিছিলে হামলা চালায় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এতে অনেকে আহতসহ ক্ষয়ক্ষতির শিকার হয়। এঘটনায় ওই এলাকার সাবেক এমপি ও আওয়ামী লীগের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আফছার আলী এবং ২৪ জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭০ জনকে আসামি করে বোচাগঞ্জ থানায় শনিবার মামলা দায়ের করেছেন উপজেলার সমন্বয়ক ফয়সাল মোস্তাক।
অন্যদিকে গত ৫ আগস্ট নিজ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় গত ১৬ আগস্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে বোচাগঞ্জ থানায় মামলা করতে গিয়েছিলেন আফছার আলী। খবর পেয়ে থানা ঘেরাও তাকে গ্রেপ্তারসহ চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের দাবিতে বিক্ষোভ করতে থাকে ছাত্র-জনতা। এসময় সেনা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হলে চেয়ারম্যানের পদত্যাগের ঘোষণা দেন তিনি। এতেও রেহাই মিলেনি তার।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক রাসেল বলেন, ‘শিক্ষার্থীর মামলায় উপজেলা চেয়ারম্যানকে গ্রেপ্তার করে রিমান্ডের আবেদনসহ শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার রিমান্ড আবেদনের শুনানি হতে পারে বলে আশা করছেন তারা।’
আরও পড়ুন: চট্টগ্রামে কলেজছাত্র হত্যায় হাসিনা-নওফেলসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা
নাটোরের সাবেক এমপি শিমুলসহ আ. লীগের ৬২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
৪৯০ দিন আগে
বরিশালে শ্রমিকদের মুক্তির দাবিতে ২১ রুটে বাস চলাচল বন্ধ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় হওয়া মামলায় দুই পরিবহন শ্রমিককে গ্রেপ্তারের প্রতিবাদে এবং তাদের মুক্তির দাবিতে দক্ষিণাঞ্চলের ২১ রুটে বাস চলাচল বন্ধের ডাক দেয়া হয়েছে।
১৭৬৫ দিন আগে
ববি শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের পাল্টাপাল্টি সড়ক অবরোধ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ওপর পরিবহন শ্রমিকদের হামলা এবং ঘটনার জেরে গ্রেপ্তারের প্রতিবাদে শনিবার উভয় পক্ষ পাল্টাপাল্টি সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে।
১৭৬৫ দিন আগে
ববি শিক্ষার্থীদের ওপর হামলা: বিচারের দাবিতে আন্দোলন আপাতত স্থগিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে চলমান আন্দোলন শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত আপাতত স্থগিত করেছেন বিক্ষুব্ধরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়ায় ঢাকা-কুয়াকাটা মহাসড়কে শুক্রবার সন্ধ্যা থেকে পুনরায় যান চলাচল শুরু হয়েছে।
১৭৬৫ দিন আগে
রাজশাহীতে মেডিকেল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২
রাজশাহীর বেসরকারি শাহমখদুম মেডিকেল কলেজ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শুক্রবার রাতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৮৪৯ দিন আগে