পরমাণু বিজ্ঞানী
পরমাণু বিজ্ঞানী শমশের আলীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার শোক
পরমাণু বিজ্ঞানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. এম শমশের আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।
এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উপদেষ্টা বলেন, বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে পরমাণু বিজ্ঞানী শমশের আলীর অসামান্য অবদান রয়েছে। তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তার মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি।
আরও পড়ুন: আব্দুস সবুরের মৃত্যুতে বাণিজ্য উপদেষ্টা ও সচিবের শোক
শনিবার (২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন শমশের আলী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
১২৩ দিন আগে
ইসরায়েলি হামলায় ইরানের দুই পরমাণু বিজ্ঞানী নিহত
ইসরায়েলি হামলায় ইরানের দুই পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। শুক্রবার (১৩ জুন) পারস্য উপসাগরীয় দেশটির পরমাণু সমৃদ্ধকরণ স্থাপনাসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, ইরানের পরমাণু জ্বালানি সংস্থার (এইওআই) সাবেক প্রধান ফিরেদুন আব্বাসি ও তেহরানের ইসলামি আজাদ বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ মেহদি তেরাঞ্চি এই হামলায় প্রাণ হারিয়েছেন।
দেশটির পরমাণু স্থাপনাগুলোর দেখভাল করে থাকে পরমাণু শক্তি সংস্থা (এইওআই)। আব্বাসিকে এর আগেও একবার হত্যার চেষ্টা করা হয়। ২০১০ সালের ওই হামলা থেকে বেঁচে গিয়েছিলেন তিনি। তবে ১৫ বছর পর এসে আরেক হামলায় প্রাণ হারাতে হলো এই বিজ্ঞানীকে।
শুক্রবার (১৩ জুন) ইরানের সংবাদমাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, দেশটির প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা নাতানজসহ বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটেছে।
এ হামলার চূড়ান্ত জবাব দেওয়া হবে বলে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার খবরে দাবি করা হয়েছে।
বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, নাতানজ পরমাণু স্থাপনার আংশিক ভূ-উপরিভাগে, কিছুটা ভূ-গভীর অবস্থিত। পারমাণবিক কর্মসূচির অংশ হিসেবে সেখানে ইউরেনিয়াম গ্যাস ঘূর্ণনের জন্য একাধিক সেন্ট্রিফিউজ হল রয়েছে।
আরও পড়ুন: ইসরায়েলি হামলায় আইআরজিসি প্রধান হোসেইন সালামি নিহত
ইরানীয় কমান্ডার ও ক্ষেপণাস্ত্র কারখানাকেও হামলার নিশানা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। এই হামলার নাম দেওয়া হয়েছে ‘রাইজিং লায়ন’ বা জেগে ওঠা সিংহ।
এদিকে পাল্টা হামলার আশঙ্কা থেকে ইসরায়েলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
একটি ধারণকৃত ভিডিওবার্তায় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘আমরা ইসরায়েলের ইতিহাসের এক চূড়ান্ত মুহূর্তে রয়েছি।’
পরমাণু বোমা, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও নাতানজ পরমাণু সমৃদ্ধকরণ স্থাপনায় কাজ করা বিজ্ঞানীদেরও হামলার নিশানা বানিয়েছে ইসরায়েল।
নাতানজ থেকে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, তেহরানে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে। দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি সতর্ক।
ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘দেশটির শীর্ষ নেতারা একটি নিরাপত্তা বৈঠকে মিলিত হয়েছেন।’
আরও পড়ুন: ইরানের পরমাণু স্থাপনাসহ বিভিন্ন স্থানে ইসরায়েলের হামলা
১৭৫ দিন আগে
পাকিস্তানি পরমাণু বিজ্ঞানী কাদির খান আর নেই
পাকিস্তানের পারমাণবিক বোমার জনক হিসেবে পরিচিত পরমাণু বিজ্ঞানী আবদুল কাদির খান মারা গেছেন। রবিবার ইসলামাবাদের একটি হাসপাতালে দীর্ঘ মেয়াদী অসুস্থতাজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
পাকিস্তানকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে পরিণত করতে ১৯৭০ এর দশকে তিনি দেশটিতে পারমাণবিক বোমা তৈরির কর্মসূচি শুরু করেছিলেন।
তবে তাঁর বিরুদ্ধে নেদারল্যান্ডস থেকে সেন্ট্রিফিউজ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তি চুরির অভিযোগ উঠেছিল। যা তিনি পাকিস্তানের পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহার করেছেন বলে অভিযোগ রয়েছে।
কাদির খান বেলজিয়ামের ইউনিভার্সিটি অব লিউভেন থেকে ধাতুবিদ্যা প্রকৌশলের ওপর ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
এদিকে তাঁর মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পাক প্রধানমন্ত্রী বলেন, ‘পাকিস্তানকে পারমাণবিক বোমা সমৃদ্ধ দেশে পরিণত করতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তাকে সবাই ভালোবেসেছে। পাকিস্তানের মানুষের জন্য তিনি জাতীয় নায়ক।’
আরও পড়ুন: বিশিষ্ট পদার্থবিজ্ঞানী অধ্যাপক হারুন আর নেই
বিশিষ্ট নাট্যকার আফসার আহমেদ আর নেই
কথাসাহিত্যিক বুলবুল চৌধুরীর আর নেই, প্রধানমন্ত্রীর শোক
১৫১৬ দিন আগে
পরমাণু বিজ্ঞানী ফখরিজাদাহকে হত্যা: প্রতিশোধ নেয়ার হুমকি ইরানের
ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদাহ হত্যার ঘটনায় কঠিন প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছে ইরান।
১৮৩২ দিন আগে