উসকানি
সহিংসতার উসকানিমূলক পোস্ট নিয়ে রিপোর্ট করার আহ্বান
সামাজিক যোগাযোগমাধ্যমে সন্ত্রাস ও সহিংসতার আহ্বানসম্বলিত পোস্টের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নিতে নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ)। হোয়াটসঅ্যাপ ও ইমেইলে এ ধরনের পোস্ট নিয়ে সরাসরি রিপোর্ট করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
শনিবার (২০ ডিসেম্বর) গণমাধ্যমে এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানিয়েছে এনসিএসএ।
সংস্থাটি জানিয়েছে, এ ধরনের পোস্ট ০১৩০৮৩৩২৫৯২ হোয়াটসঅ্যাপ নম্বরে এবং [email protected] ইমেইল ঠিকানায় সরাসরি রিপোর্ট করা যাবে।
বিজ্ঞপ্তিতে এনসিএসএ জানায়, হোয়াটসঅ্যাপ ও ইমেইলের মাধ্যমে পাওয়া অভিযোগগুলো প্রথমে সংস্থার পক্ষ থেকে প্রাথমিক যাচাই-বাছাই করা হবে। যাচাই শেষে সেগুলো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মাধ্যমে সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রিপোর্ট করা হবে।
একই সঙ্গে সোশ্যাল মিডিয়াকে সহিংসতা বা অস্থিতিশীলতা সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার না করার আহ্বান জানিয়েছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি। দেশ ও নাগরিকের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল আচরণের ওপরও গুরুত্ব আরোপ করেছে সংস্থাটি।
জাতীয় সাইবার সুরক্ষা অধ্যাদেশ–২০২৫ অনুযায়ী, যেসব ‘বিদ্বেষমূলক বক্তব্য’ সরাসরি সহিংসতা ঘটায় বা সহিংসতার আহ্বান জানায়, তা দণ্ডনীয় অপরাধ বলেও জানিয়েছে এনসিএসএ।
সংস্থাটি বলছে, সরকার সরাসরি কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট ডাউন করতে পারে না। তবে যৌক্তিক কারণ উপস্থাপন করে সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট পোস্টগুলো সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের কাছে রিপোর্ট করার ক্ষমতা সরকারের রয়েছে।
১৭ ঘণ্টা আগে
অসৎ গোষ্ঠীর উসকানিতে কক্সবাজার বিমান ঘাঁটিতে হামলা: আইএসপিআর
অসৎ উদ্দেশ্যপ্রণোদিত গোষ্ঠীর উসকানিতে দুর্বৃত্তরা বিমান বাহিনীর সদস্যদের দিকে ইট ও পাথর নিক্ষেপ করেছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
এতে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারে একটি তল্লাশি চৌকিতে বাকবিতণ্ডার পর স্থানীয় একদল বাসিন্দা ঘাঁটিতে হামলা চালালে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিয়াম স্কুলের কাছে বিমান বাহিনীর একটি চেকপয়েন্টে স্থানীয় এক ব্যক্তিকে থামানো হয় এবং তার মোটরসাইকেলের যথাযথ কাগজপত্র না থাকায় তাকে বিমান বাহিনীর প্রভোস্ট জিজ্ঞাসাবাদের জন্য ঘাঁটির ভেতরে নিয়ে যায়।
এর কিছুক্ষণ পরই সমিতি পাড়ার প্রায় ২০০ বা তারও বেশি বাসিন্দা ঘাঁটির কাছে জড়ো হলে বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষ বাধে।
বিবৃতিতে বলা হয়, হামলায় একজন কর্মকর্তাসহ বিমান বাহিনীর চার সদস্য আহত হয়েছেন। এ সময় শিহাব কবির নাহিদ নামে স্থানীয় এক যুবককে বিমান বাহিনীর গাড়িতে করে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থাপনাটি রক্ষার জন্য বিমান বাহিনীর সদস্যরা স্ট্যান্ডার্ড 'রুলস অব এনগেজমেন্ট' অনুযায়ী ফাঁকা গুলি ছোড়েন। তবে আইএসপিআর স্পষ্টভাবে জানিয়েছে, বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো তাজা গোলাবারুদ ব্যবহার করা হয়নি।
বিমান বাহিনীর সদস্যরা নাহিদকে গুলি করেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত অভিযোগের বিষয়টিও 'সম্পূর্ণ মিথ্যা' বলে দাবি করেছে আইএসপিআর।
আরও পড়ুন: কক্সবাজার বিমান ঘাঁটিতে অতর্কিত হামলা: আইএসপিআর
আইএসপিআর জোর দিয়ে বলেছে, বুলেটের খোসাগুলোর বহুল প্রচারিত চিত্রগুলো বিশ্লেষণ করে প্রমাণিত হয়েছে যে সেগুলো ফাঁকাগুলির, যা প্রাণঘাতী নয় এবং কেবল শব্দ তৈরি করে। বাংলাদেশ বিমান বাহিনী মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
আইএসপিআর আরও জানিয়েছে, কিছু অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে ঘাঁটির আনুষ্ঠানিক নাম 'বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি শেখ হাসিনা' ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
এতে বলা হয়, ২০২১ সালের ২ ডিসেম্বর সরকারি গেজেটের মাধ্যমে এই ঘাঁটির নাম আনুষ্ঠানিকভাবে 'বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার' রাখা হয় এবং নাম অপরিবর্তিত রয়েছে।
২৯৯ দিন আগে
ভাস্কর্য ভাঙার পেছনে বিএনপির উসকানি আছে কিনা খতিয়ে দেখছি: কাদের
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার পেছনে বিএনপির উসকানি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
১৮৩৯ দিন আগে
ভাস্কর্য নিয়ে উসকানি দিলে সরকার বসে থাকবে না: হাছান মাহমুদ
ভাস্কর্য নিয়ে উসকানিমূলক বক্তব্য অনবরত করতে থাকলে সরকার বসে থাকবে না বলে হুঁশিয়ারি করে দিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
১৮৪৬ দিন আগে