গুলি উদ্ধার
টাঙ্গাইলে ডাকাতদলের ২ সদস্য গ্রেপ্তার, টাকা ও গুলি উদ্ধার
টাঙ্গাইলে মহিষ ব্যবসায়ীদের বহনকারী প্রাইভেটকারে গুলি করে ডাকাতির ঘটনায় আত্মঃজেলা ডাকাতদলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতের কাজে ব্যবহৃত মাইক্রোবাস, ১০ রাউন্ড গুলি এবং লুণ্ঠিত ৩ লাখ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন, বরিশালের দুধল মৌ এলাকার আজিমুদ্দিনের ছেলে মো. মিলন এবং রাজবাড়ীর খানখানাপুর এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে ইসমাইল হোসেন মামুন।
এতে বলা হয়, গত ২২ মার্চ সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পাঁচগাঁও এলাকায় সখীপুর-গোড়াই আঞ্চলিক সড়কে মহিষ ব্যবসায়ীদের বহনকারী প্রাইভেটকারকে ১০ থেকে ১২ সদস্যের ডাকাতদল মাইক্রোবাস ও মোটরসাইকেল নিয়ে থামায়। ডাকাতরা প্রথমে আঘাত করে প্রাইভেটকারের সামনের গ্লাস ভেঙে ফেলে এবং মহিষ ব্যবসায়ীদের কাছ থেকে ৭৮ লাখ টাকার ২টি ব্যাগ ডাকাতি করার চেষ্টা করে। এসময় মহিষ ব্যবসায়ীরা টাকা দিতে না চাইলে তারা পিস্তল দিয়ে ফাঁকা গুলি করে। মহিষ ব্যবসায়ীরা আতঙ্কে তাদের কাছে থাকা টাকা ভর্তি ২টি ব্যাগ ডাকাতদেরকে দিয়ে দেয়। ডাকাতরা টাকা নিয়ে পালিয়ে যায়। পরে এ ঘটনায় মির্জাপুর থানায় মামলা দায়ের করা হয়।
আরও পড়ুন: রাজধানীতে আ.লীগের আরও ৯ সদস্য গ্রেপ্তার
পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় ডিবি ও মির্জাপুর থানা পুলিশের সমন্বয়ে গঠিত টিম গত ১১ এপ্রিল ঢাকার হাজারীবাগ থানা এলাকা থেকে মাইক্রোবাসের চালক ডাকাত মিলনকে গ্রেপ্তার করা হয়। এসময় লুণ্ঠিত নগদ ১২ হাজার টাকা উদ্ধার উদ্ধার করা হয়।
পরে ১৮ এপ্রিল ঢাকার যাত্রাবাড়ী থেকে ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করা হয়। ইসমাইল হোসেনকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার ভাড়া বাসা থেকে লুন্ঠিত ৩ লাখ টাকা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে, মির্জাপুর থেকে পিস্তলের ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গুলি উদ্ধারের ঘটনায় মির্জাপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।
২২৫ দিন আগে
মাটিরাঙ্গায় গোলাগুলিতে আহত ১, অস্ত্র ও গুলি উদ্ধার
খাগড়াছড়ির মাটিরাঙ্গার তৈলাফাং নামক এলাকায় পাহাড়ি সংগঠনগুলোর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অনুপম চাকমা (৩৫) নামে একজন আহত হয়েছেন। আহত অস্ত্রধারী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (প্রসীত-গ্রুপ) সদস্য বলে জানা গেছে। মঙ্গলবার ২২ নভেম্বর রাতে মাটিরাঙ্গা উপজেলার বড়নাল ইউনিয়নের তৈলাফাং নামক এলাকায় গোলাগুলির এই ঘটনা ঘটে।
আহত অনুপম চাকমা খাগড়াছড়ি জেলা সদরের গোলাবাড়ি ইউনিয়নের হরিনাথ পাড়ার মনু জয় চাকমার ছেলে।
আরও পড়ুন: চট্টগ্রামে নিজ বাসা থেকে শিশুর লাশ উদ্ধার
খবর পেয়ে নিরাপত্তাবাহিনীর সদস্যরা ছুটে যায়। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, চাঁদা আদায়ের রশিদ বইসহ গুরুত্বপূর্ণ প্রাপ্ত নথিপত্র জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, এ ঘটনায় আহত অনুপম চাকমার নামে একটি অস্ত্র আইনে মামলা হয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে গোপন বৈঠকে বিএনপির ১৫ নেতাকর্মী আটক, ককটেল উদ্ধারের দাবি
ফসলের খেত থেকে কৃষকের লাশ উদ্ধার
১১০৮ দিন আগে
ড্রেন কাটার সময় নাটোরে ৩৭৯ রাউন্ড গুলি উদ্ধার
নাটোর সদর উপজেলায় একটি জমিতে ড্রেন কাটার সময় ৩৭৯ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গি এলাকা থেকে গুলিগুলো উদ্ধার করা হয়।
আরও পড়ুন: লালমনিরহাটে হারিয়ে যাওয়ার ২৭ দিন পর ম্যাগজিনসহ গুলি উদ্ধার
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুল মতিন জানান, সকালে ওই এলাকার বর্গাচাষী আফাজ উদ্দিন পানি নিষ্কাশনের জন্য জমিতে ড্রেন কাটা শুরু করলে গুলিগুলো তার কোদালের সাথে উঠে আসে।পরে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ গিয়ে সেখান থেকে মোট ৩৭৯ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি উদ্ধার করে।
আরও পড়ুন: হিলি সীমান্তে এয়ার রাইফেলের ৪০ হাজার গুলি উদ্ধার
গুলিগুলো মুক্তিযুদ্ধকালীন সময়ের বলে ধারণা করছে পুলিশ।
১৬৩৫ দিন আগে
হিলি সীমান্তে এয়ার রাইফেলের ৪০ হাজার গুলি উদ্ধার
দিনাজপুরের হিলি সীমান্তে ভারত থেকে পাচার হয়ে আসা ৪০ হাজার পিস এয়ার রাইফেলের গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
১৭৬২ দিন আগে
কুমিল্লায় ২০ হাজার ইয়াবাসহ আটক ১, অস্ত্র ও গুলি উদ্ধার
সদর দক্ষিণ উপজেলার নন্দনপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে প্রায় ২০ হাজার ইয়াবা ট্যাবলেট, বিদেশি পিস্তল ও গুলিসহ একজনকে আটক করেছে র্যাব।
১৮৩০ দিন আগে