লেগুনার ধাক্কা
ডেমরায় লেগুনার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর ডেমরায় লেগুনার ধাক্কায় মো. আরিফ হোসেন নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (২৯ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে ডেমরার সুলতানা কামাল ব্রিজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো.আরিফ (৩৮) খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রীর একটি ওয়ার্কশপের মালিক।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, ‘ঘটনার পর পুলিশ লেগুনাটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।’
নিহতের পরিবার থেকে এ বিষয়ে কোনো অভিযোগ করা হয়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
৩৪১ দিন আগে
মোটরসাইকেলকে চাপা দিয়ে ২০০ মিটার ছেঁচড়িয়ে নিল লেগুনা
রাজশাহীর পবা উপজেলায় লেগুনার ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
১৮১৮ দিন আগে