মেক্সিকো
মেক্সিকোয় বাংলাদেশি পণ্যের প্রচার করলেন রাষ্ট্রদূত মুশফিকুল
ঢাকায় মেক্সিকোর দূতাবাস খোলার ওপর গুরুত্বারোপ করার পাশাপাশি দেশটির বাজারে বাংলাদেশি পণ্যের প্রচার-প্রসারের ওপর জোর দিয়েছেন মেক্সিকোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
স্থানীয় সময় মঙ্গলবার (২৬ আগস্ট) বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল মেক্সিকো সিটির বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করে। ওই দলটিকে স্বাগত জানাতে গিয়ে এ কথা বলেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
তিনি বলেন, ‘দূরত্ব থাকা সত্ত্বেও বাংলাদেশ ও মেক্সিকো একই মূল্যবোধে বিশ্বাসী। বন্ধুত্ব, সংহতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য— যা আমাদের দুই জাতিকে আরও কাছাকাছি নিয়ে আসে। দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই সফর পারস্পরিক বোঝাপড়া বাড়াবে এবং আমাদের দীর্ঘদিনের অংশীদারত্বকে আরও মজবুত করবে।’
তিনি আরও বলেন, প্রতিষ্ঠার পর থেকে এনডিসি জাতীয় নিরাপত্তা, কৌশল ও উন্নয়নের ক্ষেত্রে সামরিক ও বেসামরিক নেতৃত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর মূলমন্ত্র ‘জ্ঞানই নিরাপত্তা’ আমাদের ভবিষ্যৎ নেতাদের আন্তর্জাতিক প্রেক্ষাপটে আরও প্রস্তুত করে তুলছে।
বুধবার (২৭ আগস্ট) দূতাবাস থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৯৯ দিন আগে
মেক্সিকোয় ১০ ‘সন্ত্রাসী’র প্রত্যেককে ১৪১ বছরের কারাদণ্ড
মেক্সিকোর পশ্চিমাঞ্চলের জালিস্কো রাজ্যের একটি খামারে মাদকচক্রের সদস্য নিয়োগসহ হত্যা ও গুম করার সঙ্গে জড়িত থাকার দায়ে ১০ ব্যক্তিকে ১৪১ বছর ৩ মাস করে কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।
স্থানীয় সময় মঙ্গলবার (৮ জুলাই) এ রায় ঘোষণা করে আদালত। তার আগের দিন (সোমবার) তিন ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে ওই ১০ জনকে দোষী সাব্যস্ত করা হয়।
আসামিদের প্রত্যেককে ১৪১ বছর ৩ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারেগুলোকে ১৩ লাখ পেসো (প্রায় ৬৫ হাজার ডলার) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রসিকিউটরেরর কার্যালয়।
চলতি বছরের শুরুর দিকে ‘ইসাগুইর’ নামক ওই প্রতিষ্ঠানটির খোঁজ মেলে, যেখানে ২০২১ সাল থেকে সদস্য সংগ্রহ ও প্রশিক্ষণ চালিয়ে আসছিল জালিস্কো নিউ জেনারেশন কার্টেল (সিজেএনজি)। এ ঘটনায় পুরো অঞ্চলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গত বছরের সেপ্টেম্বর মাসে ওই স্থানে প্রথম অভিযান চালিয়ে ওই ১০ জনকে গ্রেপ্তার করা হয়। শুরুতে সেটি যে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সদস্য সংগ্রহ ও তাদের প্রশিক্ষণকেন্দ্র, তা অজানা ছিল। তবে গ্রেপ্তারদের জেরা ও আরও তদন্তের পর বেরিয়ে আসে থলের বেড়াল।
আরও পড়ুন: পোষা সিংহ দেওয়াল টপকে রাস্তায়, পাকিস্তানে আহত ৩
এ ঘটনায় আরও পাঁচ আসামির বিচার এখনও শেষ হয়নি। তাদের মধ্যে রয়েছেন তিন পৌর পুলিশ কর্মকর্তা এবং একজন সিজেএনজি সদস্য যিনি নতুন সদস্য সংগ্রহ করতেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া রয়েছেন তেউচিতলান শহরের মেয়র হোসে মুরগিয়া সান্তিয়াগো। তার প্রসাশনিক অঞ্চলেই ওই প্রতিষ্ঠানটি অবস্থিত।
মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল আলেহান্দ্রো গের্তস মানেরোর এক ঘোষণার কয়েক দিনের মাথায় মুরগিয়া সান্তিয়াগোকে গ্রেপ্তার করা হয়। গের্তস মানেরো জানান, ২০২১ সাল থেকেই তেউচিতলান কর্তৃপক্ষকে খামারটির বিষয়ে সতর্ক করেছিল জালিস্কো রাজ্যের মানবাধিকার কমিশন। তবে সেই সতর্কতা দীর্ঘদিন ধরে উপেক্ষা করা হয়।
এ ঘটনা নিয়ে দেশজুড়ে তুমুল বিতর্ক শুরু হয়। এরই মধ্যে চলতি বছরের ৫ মার্চ ওই প্রতিষ্ঠানে প্রচুর মানুষের পোড়া হাড়, পোশাক ও জুতার খোঁজ পাওয়ার তথ্য জানায় গেরেরোস বুসকাদোরেস দে জালিস্কো। এই দলটি নিখোঁজ ব্যক্তিদের খোঁজ করে থাকে। তাদের দেওয়া তথ্য জানাজানি হলে বিতর্ক তুঙ্গে ওঠে।
এ ঘটনা মেক্সিকোর ভয়াবহ সহিংসতা, মাদকচক্রের দাপট এবং দেশটির ১ লাখ ৩০ হাজারের বেশি নিখোঁজ ব্যক্তির অনুসন্ধানে চলমান দুর্দশার চিত্রকে আরও একবার সামনে নিয়ে আসে।
আরও পড়ুন: জাপানি দ্বীপপুঞ্জে দুই সপ্তাহে ৯ শতাধিক ভূমিকম্প
ওই প্রতিবেদন প্রকাশের পর জানা যায়, প্রথম দফার অভিযানের পর খামারের তদন্ত কয়েক মাস স্থগিত রেখেছিলেন রাজ্য প্রসিকিউটররা। পরে জাতীয় নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপে ওই ১০ জনকে গ্রেপ্তার করা হয়। ওই অভিযানে খামার থেকে একটি লাশ এবং পরবর্তীতে দুজনকে উদ্ধার করা হয়।
এরপর রাজ্য কর্তৃপক্ষের গাফিলতি ও অবহেলার কারণে মামলার দায়িত্ব নেয় কেন্দ্রীয় অ্যাটর্নি জেনারেলের দপ্তর। তবে এ ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া সমালোচনা থামেনি।
চলতি বছরের ওই জায়গাটিতে কোনো সমাধি স্থাপনা নেই বলে দাবি করেন অ্যাটর্নি জেনারেল গের্তস মানেরো। তার এই বক্তব্যের পর আরও ক্ষোভ ছড়ায়। গেরেরোস বুসকাদোরেস দে জালিস্কো জানায়, তারা ওই খামার থেকে অন্তত ১৭টি মানুষের পোড়া হাড়ের অংশ উদ্ধার করেছে, যেগুলো এখন ফরেনসিক বিশেষজ্ঞদের হেফাজতে রয়েছে।
১৪৮ দিন আগে
মেক্সিকোতে ক্লিনিকে বন্দুক হামলায় নিহত ৯
মেক্সিকোর একটি মাদকাসক্তি নিরাময় ক্লিনিকে সশস্ত্র হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন।
সোমবার (৭ এপ্রিল) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে এসব হতাহতের ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
স্থানীয় জননিরাপত্তা সচিবালয়ের মতে, সোমবার (৭ এপ্রিল) সকালে সশস্ত্র হামলাকারীরা উত্তর-পশ্চিম মেক্সিকোর সিনালোয়া রাজ্যের কুলিয়াকান পৌরসভার একটি ক্লিনিকে হামলা চালায়।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো রাজ্যে পার্কে বন্দুক হামলায় নিহত ৩
মুখোশধারী হামলাকারীরা ক্লিনিকের গেট খুলে উচ্চ ক্ষমতাসম্পন্ন রাইফেল দিয়ে রোগী ও কর্মীদের উপর গুলি চালায়।
৯১১ জরুরি হটলাইনে একাধিক ফোনের পর স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেখানে নিহত ও আহতের বিষয়টি নিশ্চিত করে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই ৮জন নিহত হন। আহত হওয়ার কয়েক ঘণ্টা পর আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
গুলি চালিয়ে হত্যার ঘটনার তদন্ত শুরু করেছে রাজ্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।
২৪১ দিন আগে
অভিবাসীবাহী মার্কিন ফ্লাইট অবতরণের অনুমতি দেয়নি মেক্সিকো
অভিবাসীদের তাড়িয়ে দিতে ব্যবহার করা মার্কিন সামরিক বাহিনীর একটি পরিবহন উড়োজাহাজ অবতরণে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অনুরোধ প্রত্যাখ্যান করেছে প্রতিবেশী দেশ মেক্সিকো। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর কর্মকর্তাদের বরাতে এনবিসি নিউজে এমন খবর উঠে এসেছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালায় এমন তিনটি ফ্লাইট পরিচালনা করেছে মার্কিন সামরিক বিমান, প্রতিটি ফ্লাইটে প্রায় ৮০ জনের মতো অভিবাসী ছিলেন। অনুমতি না মেলায় সি-১৭ পরিবহন উড়োজাহাজটি পরিকল্পনা অনুসারে মেক্সিকোয় অবতরণ করতে পারেনি।
ট্রাম্প প্রশাসনের অনুরোধ প্রত্যাখ্যান করার কোনো ব্যাখ্যা দেয়নি মেক্সিকো সরকার। প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র-মেক্সিকোর সম্পর্ক এখন আলোচনায়। দুই দেশের যৌথ সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন তিনি। সীমান্তে অতিরিক্ত দেড় হাজার সেনা মোতায়েনেরও নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
এছাড়াও আরও কয়েক হাজার সেনা সীমান্তে যুক্ত হবেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
মেক্সিকোর মাদক চক্রকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে। মেক্সিকো উপসাগরের নাম বদলে আমেরিকা উপসাগর করা হয়েছে। এছাড়াও মেক্সিকোর সব পণ্যে ২৫ শতাংশ পর্যন্ত শুল্কারোপের হুমকি দিয়েছেন ট্রাম্প, যা আগামী ফেব্রুয়ারি থেকে কার্যকর করা হতে পার।
তবে পরিস্থিতি যাতে উত্তপ্ত না হয়, সেই চেষ্টা করে যাচ্ছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম। এমনকি ফিরে আসা মেক্সিকোর নাগরিকদের পুনর্বাসনের বিষয়েও তার মনোভাব খোলামেলা।
কিন্তু এই বামপন্থি নেতা বলেন, ‘অভিবাসীদের ব্যাপকভাবে তাড়িয়ে দেওয়ার পক্ষে তার সম্মতি নেই। মার্কিন অর্থনীতির জন্য মেক্সিকোর অভিবাসীরা গুরুত্বপূর্ণ।’
সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণার পর অভিবাসনপ্রত্যাশীদের স্থানান্তরিত করতে মার্কিন সামরিক বাহিনী ফ্লাইট পরিচালনা করছে। এরআগে লোকজনকে এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যেতে যুক্তরাষ্ট্র সামরিক বাহিনী পরিবহন উড়োজাহাজ ব্যবহার করতো, যেমনটা ২০২১ সালে আফগানিস্তান থেকে সেনাপ্রত্যাহারের সময় ঘটেছে।
কিন্তু স্মরণাতীতকালে এই প্রথমবারের মতো অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে অন্যত্র সরিয়ে দিতে উড়োজাহাজ ব্যবহার করতে দেখা গেছে মার্কিন সামরিক বাহিনীকে।
মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে, ক্যালিফোর্নিয়া, সান দিয়াগো, টেক্সাস ও এল পাসো থেকে পাঁচ হাজার অভিবাসীকে অন্যত্র সরিয়ে নিতে ফ্লাইট পরিচালনা করবে সেনাবাহিনী।
গুয়েতেমালা কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার ৮০ অভিবাসী বহনকারী তিনটি মার্কিন ফ্লাইট সেখানে অবতরণ করেছে।
৩১৩ দিন আগে
ট্রাম্পকে নিয়ে এবার কানাডা-মেক্সিকোর রসিকতা
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বিশ্বনেতারা এক ধরনের রসিকতায় মেতেছেন। ফ্রান্স-জার্মানির পর ট্রাম্পের রাষ্ট্রের সীমারেখা বাড়ানো নিয়ে মুখ খুলেছে কানাডা এবং মেক্সিকো।
কানাডা একীভূত করা তো দূরের কথা উল্টো যুক্তরাষ্ট্রের দুই অঙ্গরাজ্য- আলাস্কা এবং মিনেসোটা কেনার প্রস্তাব দিয়েছেন কানাডার অন্তারিও রাজ্যের প্রধান ডগ ফোর্ড।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফোর্ড বলেন, আলাস্কা আর মিনেসোটা কিনে নেওয়া যেমনি বাস্তবতার নিরিখে অবাস্তব, একইভাবে ট্রাম্পের কানাডা একীভূত করার বাসনাও নিতান্তই অলীক।
ট্রাম্পের এ ধরনের প্রস্তাবকে রসিকতা বললেও একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। এক্ষেত্রে ওয়াশিংটনের ওপর কানাডার তীক্ষ্ম নজর থাকবে বলেও জানান এই রাজ্যপ্রধান।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-কানাডাকে একীভূত করার প্রস্তাব ট্রাম্পের
ট্রাম্পের অতিরিক্ত রাজস্ব আরোপের হুমকি প্রসঙ্গে ফোর্ড বলেন, বাণিজ্যিক দিক থেকে কানাডা একমুখীভাবে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল না। প্রতিদিন ৪৩ লাখ ব্যারেল তেল কানাডা থেকে যুক্তরাষ্ট্রে সরবরাহ করা হয়। এছাড়া যুক্তরাষ্ট্রে বিদ্যুতের বড় একটি যোগান আসে কানাডা থেকে।
বাণিজ্যের ব্যাপারে যুক্তরাষ্ট্র অসহযোগিতামূলক আচারণ করলে সেটি কারও জন্য কল্যাণকর হবে না বলে জানান তিনি।
ট্রাম্পের প্রস্তাবের জবাবে কানাডার সদ্যসাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক্সে দেওয়া এক পোস্টে লিখেছে, কোনো সময়েই কানাডা যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হবে না। দুই দেশের অধিবাসীদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখারও ওপরও জোর দেন তিনি।
এদিকে ট্রাম্পের গালফ অব মেক্সিকোর নাম বদলে গালফ অব আমেরিকা রাখার প্রস্তাবের জবাবে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম উল্টো প্রস্তাব দিয়েছেন ট্রাম্পকে। যুক্তরাষ্ট্রের নাম বদলে আমেরিকা মেক্সিকানা রাখার প্রস্তাব দিয়েছেন তিনি।
নিজের প্রস্তাবের স্বপক্ষে যুক্তি দিয়ে ক্লাউডিয়া বলেন, সতের শতকে আমেরিকান এই ভূমিকে মানুষ আমেরিকা মেক্সিকানা নামেই ডাকতো। এখন থেকে চাইলে পুরোনো সেই নাম আবার চালু করা যায়। শুনতেও এই নাম ভালো লাগে বলে মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পকে কড়া জবাব ফ্রান্সের
৩২৯ দিন আগে
কনকাকাফ গোল্ড কাপে খেলবে সৌদি আরব!
উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক টুর্নামেন্ট কনকাকাফ গোল্ড কাপে অংশ নিতে চলেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব।
বৃহস্পতিবার পৃথক বিবৃতিতে এ কথা জানিয়েছে সৌদি ফুটবল ফেডারেশন ও কনকাকাফ কর্তৃপক্ষ।
বিবৃতিতে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৫ ও ২০২৭ সালের কনকাকাফ গোল্ড কাপ টুর্নামেন্টে অংশ নিতে সৌদি আরবকে আমন্ত্রণ জানানো হয়েছে।
কনকাকাফের পক্ষ থেকে বলা হয়েছে, অতিথি দেশকে টুর্নামেন্টে আমন্ত্রণ জানানোর ঐতিহ্য ধরে রাখার অংশ হিসেবে আগামী দুই আসরের জন্য সৌদি আরবকে বেছে নেওয়া হয়েছে।
উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফের (CONCACAF) টুর্নামেন্টে এই অঞ্চলের বাইরের দেশগুলোকে আমন্ত্রণ জানানো নতুন কিছু নয়। সবশেষ দুই আসরে এই টুর্নামেন্টে অতিথি দেশ হিসেবে অংশগ্রহণ করে কাতার।
এর আগে, ব্রাজিল (১৯৯৬, ১৯৯৮, ২০০৩), কলম্বিয়া (২০০০, ২০০৩, ২০০৫), ইকুয়েডর (২০০২), পেরু (২০০০), দক্ষিণ আফ্রিকা (২০০৫) ও দক্ষিণ কোরিয়াও (২০০০, ২০০২) অতিথি দেশ হিসেবে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে।
২০২৫ সালের ১৪ জুন শুরু হতে যাচ্ছে কনকাকাফ গোল্ড কাপের পরবর্তী আসর যা চলবে ৬ জুলাই পর্যন্ত।
১৬ দলের এই টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ৯ বার শিরোপা জিতেছে বর্তমান চ্যাম্পিয়ন মেক্সিকো। ৭ বার চ্যাম্পিয়ন হয়ে এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া একবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কানাডা। ফলে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রই টুর্নামেন্টের ঐতিহ্যবাহী প্রধান প্রতিদ্বন্দ্বী।
এই তিন দেশ ছাড়াও আসন্ন গোল্ড কাপ আসরে ইতোমধ্যে জায়গা করে নিয়েছে ডমিনিকান রিপাবলিক, এল সালভাদর, কুরাসাও, হাইতি ও পানামা। বাকি দলগুলো চূড়ান্ত হওয়ার পর আগামী ১০ এপ্রিল এবারের আসরের ড্র অনুষ্ঠিত হবে।
৩৪৯ দিন আগে
মেক্সিকোর মধ্যাঞ্চলে বন্দুকধারীর গুলিতে নিহত ৮
মেক্সিকোর উত্তর-মধ্যাঞ্চলে রাস্তার পাশে একটি খাবারের দোকানের সামনে বন্দুকধারীর গুলিতে আটজন নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হয়েছেন।
স্থানীয় সময় রবিবার দেশটির কর্তৃপক্ষ এসব তথ্য জানায়।
কার্টেল (মাদকের সঙ্গে জড়িত অপরাধী) অধ্যুষিত গুয়ানাজুয়াতো রাজ্যের প্রসিকিউটররা জানান, শনিবার রাতে আপাসিও এল গ্রান্দে শহরে গুলি করে হত্যার এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: মেক্সিকোয় পরিত্যক্ত পিকআপ থেকে ১১ লাশ উদ্ধার
দোকানটির বাইরে আটজন মানুষ নিহত হন। সেখানে একটি ঐতিহ্যবাহী দুধের তৈরি ফাজ বিক্রি করা হচ্ছিল। আক্রমণে আরও একজন পুরুষ এবং একজন নারী আহত হয়েছেন। তবে তাদের অবস্থা সম্পর্কে তাত্ক্ষণিকভাবে কিছু যায়নি।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বন্দুকধারীর গুলিতে নিহতদের মধ্যে একজন প্যারামেডিকও রয়েছেন।
রাষ্ট্রীয় অ্যাম্বুলেন্স ও প্যারামেডিক এজেন্সি জানায়, শনিবার রাতে একজন জরুরি মেডিকেল টেকনিশিয়ান মারা গেছেন। তবে তিনি হামলায় নিহতদের একজন কি না তা নিশ্চিত করতে পারেননি।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, স্টলের বাইরে পার্ক করা মোটরসাইকেল এবং মাথার ক্ষত নিয়ে কয়েকজনের দেহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
আপাসিও এল গ্রান্দে শহর এবং এর সিস্টার কমিউনিটি আপাসিও এল আল্টোতে সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপক গোলাগুলি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সংঘাতপূর্ণ মাদক কার্টেলগুলোর সঙ্গে এসব ঘটনা সম্পর্কিত। অন্তত ২০১৮ সাল থেকে ওই এলাকার বার, ক্লাব ও ব্যবসা প্রতিষ্ঠানে ধারাবাহিক বন্দুক হামলা হয়েছে।
শিল্প ও কৃষি কেন্দ্র গুয়ানাজুয়াতোয় কয়েক বছর ধরে মেক্সিকোর ৩২টি রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটেছে। জালিসকো কার্টেল এবং স্থানীয় সান্তা রোসা ডি লিমা গ্যাং রাজ্যে কয়েক বছর ধরে লড়াই করছে।
আরও পড়ুন: মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ২৪, আহত ৫
৩৬৮ দিন আগে
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ২৪, আহত ৫
মেক্সিকোর মধ্যাঞ্চলীয় জাকাটেকাস রাজ্যে একটি যাত্রীবাহী বাস ও ট্রাক্টর-ট্রেইলারের সংঘর্ষে ২৪ জন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
ন্যাশনাল গার্ডের সমন্বয়ক হুয়ান মানরিকেজ বলেন, শনিবার ভোরে ভুট্টা বহনকারী ট্রাক থেকে ট্রেইলারটি বিচ্ছিন্ন হয়ে গেলে বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। এসময় বাসটি ডান পাশে উল্টে যায়।
এক ভিডিও বিবৃতিতে জাকাটেকাস সরকারের সেক্রেটারি জেনারেল রদ্রিগো রেইস বলেন, বাসটি পশ্চিমাঞ্চলীয় নায়ারিত রাজ্যের টেপিক থেকে উত্তরাঞ্চলীয় চিহুয়াহুয়া রাজ্যের সিউদাদ জুয়ারেজ যাচ্ছিল। দুর্ঘটনার কারণে বন্ধ থাকায় ওই মহাসড়ক এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি।
আহতদের মেক্সিকোর সোশ্যাল সিকিউরিটি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান রেইয়েস।
তিনি আরও বলেন, ‘এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। জ্যাকাটেকাসের গভর্নর ডেভিড মনরিয়াল সমস্ত ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহায়তা করার জন্য রাজ্যের ক্ষতিগ্রস্তদের সহায়তা কমিশনকে নির্দেশ দিয়েছেন।’
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা মৃত্যুর অন্যতম প্রধান কারণ। মেক্সিকোর ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যাটিস্টিকস অ্যান্ড জিওগ্রাফি অনুসারে, ২০২৩ সালে শহর ও শহরতলিতে ৩ লাখ ৮১ হাজারেরও বেশি সড়ক দুর্ঘটনায় ৪ হাজার ৮০০ জনেরও বেশি নিহত এবং ৯০ হাজার ৫০০ জন আহত হয়।
আরও পড়ুন: মেক্সিকোয় সহিংসতায় ৩০ বেসামরিক নাগরিক নিহত
৪০৪ দিন আগে
মেক্সিকোর পশ্চিমাঞ্চলে অপরাধী চক্রের মধ্যে সংঘর্ষে নিহত ১১
মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় নায়ারিত রাজ্যে অপরাধী চক্রগুলোর মধ্যে সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এই সংঘর্ষ হয়।
রাজ্যের নিরাপত্তা ও নাগরিক সুরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, 'লাস আন্তেনাস' নামে পরিচিত একটি এলাকায় তাদের মৃতদেহগুলো পাওয়া গেছে। কর্তৃপক্ষ মৃতদেহগুলো সরিয়ে তদন্তের জন্য প্রমাণ সংগ্রহ করছে।’
স্থানীয় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই এলাকায় নিরাপত্তা অভিযান জোরদার করেছে।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই সংঘর্ষে জালিসকো নিউ জেনারেশন কার্টেল এবং সিনালোয়া কার্টেলের সদস্যরা জড়িত থাকতে পারে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে, হুয়াজিকোরির পার্বত্য এলাকায় বেশ কয়েকটি সশস্ত্র সংঘর্ষ হয়। ফলে এই এলাকার পরিবারগুলো বাস্তুচ্যুত হয়ে রাজ্যের অন্যান্য পৌরসভায় আশ্রয় নেয়। এর ফলে তাদের কিছু ব্যবসা প্রতিষ্ঠান ও স্কুল বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন: মৌসুমের প্রথম গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘আলবার্তো’র আঘাতে টেক্সাস-মেক্সিকোতে ভারী বৃষ্টি, নিহত ৩
৪৪৭ দিন আগে
মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট হলেন ক্লাউদিয়া শাইনবাউম
মেক্সিকোর ২০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ক্লাউদিয়া শাইনবাউম।
স্থানীয় সময় রবিবার (২ জুন) দেশটির নির্বাচনি কর্তৃপক্ষ একটি পরিসংখ্যানগত নমুনা ঘোষণা করেন। যেখানে ক্লাউদিয়া শাইনবাউম এগিয়ে রয়েছেন।
এর পরই ডাউনটাউনের একটি হোটেলে শেইনবাউম হাসিমুখে বলেন, ‘আমি হব মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট।’ তিনি বলেন, ‘আমার একার দ্বারা এটি সম্ভব হয়নি। আমরা সবাই এটা করতে পেরেছি, আমাদের নেত্রীরা, যারা আমাদের মাতৃভূমি দিয়েছে, আমাদের মা, আমাদের মেয়ে এবং আমাদের নাতনিরাও সঙ্গে রয়েছেন।’
তিনি বলেন, 'আমরা প্রমাণ করেছি যে মেক্সিকো একটি গণতান্ত্রিক দেশ, যেখানে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে।’
ন্যাশনাল ইলেক্টোরাল ইনস্টিটিউটের প্রেসিডেন্ট জানিয়েছেন, পরিসংখ্যানগত নমুনা অনুযায়ী, শেইনবাউম ৫৮ দশমিক ৩ শতাংশ থেকে ৬০ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছেন। বিরোধী প্রার্থী জোচিটল গ্যালভেজ পেয়েছেন ২৬ দশমিক ৬ শতাংশ থেকে ২৮ দশমিক ৬ শতাংশ ভোট। এছাড়া আরেক প্রার্থী জর্জ আলভারেজ মায়েনেজ পেয়েছেন ৯ দশমিক ৯ শতাংশ থেকে ১০ দশমিক ৮ শতাংশ ভোট ছিল। শেইনবাউমের মোরেনা পার্টিও কংগ্রেসের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে বলে ধারণা করা হয়েছিল।
জলবায়ু বিজ্ঞানী ও মেক্সিকো সিটির সাবেক মেয়র বলেন, তার দুই প্রতিদ্বন্দ্বী তাকে ফোন করে জয়কে স্বাগত জানিয়েছেন।
প্রায় ৫০ শতাংশ ভোটকেন্দ্রের প্রতিবেদন অনুযায়ী আনুষ্ঠানিক প্রাথমিক গণনায় নিকটতম প্রতিদ্বন্দ্বী গালভেজের চেয়ে ২৮ পয়েন্ট এগিয়ে রয়েছেন মেক্সিকোর সাবেক মেয়র শাইনবাউম।
এখানে একটি বিষয় লক্ষ্যণীয় হলো প্রধান দুই প্রার্থী নারী হওয়া সত্ত্বেও রবিবার মেক্সিকো ইতিহাস গড়বে, তা নিয়ে সংশয় ছিল না। শাইনবাউমই হবেন ইহুদি বংশোদ্ভুত প্রথম ব্যক্তি হিসেবে ক্যাথলিক অধ্যুষিত দেশটির নেতৃত্ব দেবেন।
আরও পড়ুন: মেক্সিকোয় ঝড়ের কবলে নির্বাচনি সমাবেশ, ৯ জন নিহত
আগামী ১ অক্টোবর থেকে তার ছয় বছরের মেয়াদ শুরু হবে। মেক্সিকোর সংবিধান পুনর্নির্বাচনের সুযোগ নেই।
এই বামপন্থী নেত্রী বলেছেন, তিনি বিশ্বাস করেন অর্থনৈতিক বৈষম্য মোকাবিলা এবং একটি শক্তিশালী সামাজিক সুরক্ষা জাল সরবরাহে সরকারের দৃঢ় ভূমিকা রয়েছে। যা অনেকটা তার রাজনৈতিক উপদেষ্টা প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডরের মতো।
লোপেজ ওব্রাদর যে রাজনৈতিক আন্দোলন তৈরি করেছিলেন তা শোইনবাউম প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী হওয়ার পরও তা টিকে থাকবে বলে ইঙ্গিত দেয়।
তার অভিষিক্ত উত্তরসূরি, ৬১ বছর বয়সী শাইনবাউম গ্যালভেজের উৎসাহী চ্যালেঞ্জ সত্ত্বেও তারবার্তায় প্রচারণায় নেতৃত্ব দিয়েছিলেন। মেক্সিকোতে এবারই প্রথম প্রধান দুই প্রতিপক্ষই ছিল নারী।
নির্বাচনি কর্তৃপক্ষের ঘোষণার পরপরই লোপেজ ওব্রাদর বলেন, 'অবশ্যই আমি ক্লাউদিয়া শাইনবাউমকে আমার শ্রদ্ধার সঙ্গে অভিনন্দন জানাচ্ছি। ২০০ বছরের মধ্যে তিনিই হতে যাচ্ছেন মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট।’
ব্যবধান ধরে রাখতে পারলে ২০১৮ সালের পর তার ব্যাপক বিজয়ের দিকে এগিয়ে যাবে। লোপেজ ওব্রাদর দুটি ব্যর্থ চেষ্টার পরে ৫৩ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট পদে জয়ী হন। ত্রিমুখী প্রতিযোগিতায় ন্যাশনাল অ্যাকশন ২২ দশমিক ৩ শতাংশ এবং ইনস্টিটিউশনাল রেভল্যুশনারি পার্টি ১৬ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছিল।
তারপরও লোপেজ ওব্রাদর যে ধরনের প্রশ্নাতীত ভক্তি উপভোগ করেছেন, শাইনবাউমের ক্ষেত্রে তা উপভোগ করার সম্ভাবনা কম।
আরও পড়ুন: প্রথম নারী প্রেসিডেন্ট পাওয়ার আশায় মেক্সিকোতে ভোট গ্রহণ সম্পন্ন
৫৪৯ দিন আগে