রিকশাচালক নিহত
ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে রিকশাচালক নিহত
ময়মনসিংহে জামালপুর কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে মো. ইদ্রিস আলী (৫৭) নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ মে) বেলা ১১টার দিকে বলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. ইদ্রিস আলী ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মিরাপাড়া গ্রামের মৃত শমসের আলীর ছেলে। তিনি নগরীর পাটগুদাম (দুলদুল ক্যাম্প) এলাকায় বোনের বাড়িতে থাকতেন।
আরও পড়ুন: খুলনায় ট্রেনের ধাক্কায় পথচারী নিহত
স্ত্রী সন্তানহীন ইদ্রিস আলী বোনের বাড়িতে থেকে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, ‘সকালে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর কমিউটার ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
২১০ দিন আগে
রাজধানীর কাকরাইলে পিকআপ ভ্যানের ধাক্কায় রিকশাচালক নিহত
রাজধানীর কাকরাইলে দ্রুতগামী পিকআপ ভ্যানের ধাক্কায় সোমবার রাতে ৬৫ বছর বয়সী এক রিকশাচালক নিহত হয়েছেন।
নিহত তাজুল ইসলাম রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বাসিন্দা এবং ঢাকার রামপুরা টিভি স্টেশন এলাকায় থাকতেন।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রোমেন মিয়া বলেন, রাত ৮টা ৪৫ মিনিটের দিকে কাকরাইলের জাজেস কমপ্লেক্সের সামনে পিকআপ ভ্যানটি রিকশাকে ধাক্কা দিলে তাজুল গুরুতর আহত হয়।
রাত সোয়া ৯টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে ৬৫ বছর বয়সী ওই বৃদ্ধকে মৃত ঘোষণা করা হয়।
লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান এসআই।
আরও পড়ুন: রাজধানীতে দুর্ঘটনায় ব্যাটারিচালিত রিকশাচালক নিহত
বাঁশখালীতে মাদকাসক্ত ব্যক্তির ছুরিকাঘাতে রিকশাচালক খুন
১০৪৬ দিন আগে
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরের ধাক্কায় রিকশাচালক নিহত
ব্রাহ্মণবাড়িয়া শহরের শেরপুর এলাকায় শুক্রবার কুমিল্লা-সিলেট মহাসড়কের বালুবাহী একটি ট্রাক্টরের ধাক্কায় এক রিকশাচালক নিহত হয়েছেন।
১৮১২ দিন আগে