খেলনা
ইউরোপে ছড়িয়ে পড়ছে বাগেরহাটের নারীদের হাতে তৈরি পাখির বাসা, খেলনা
নারকেলের ছোবড়া, কাপড়ের টুকরা, তুলা আর সুতা—দেখতে খুব সাধারণ, অথচ এই উপকরণগুলো দিয়েই বাগেরহাটের নারীরা তৈরি করছেন এমন সব পণ্য, যেগুলোর চাহিদা এখন দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে গেছে ইউরোপের বাজারে।
পাখির বাসা, কুকুর-বিড়ালের ঘরবাড়ি, খেলনা, স্লিপার, ফুলের টব কিংবা সফট টয়—সবই তৈরি হচ্ছে নারীদের নিপুণ হাতে। এরপর তা রপ্তানি হচ্ছে বেলজিয়াম, জার্মানি ও গ্রিসসহ ইউরোপের বিভিন্ন দেশে।
স্থানীয় উদ্যোক্তা রোজী আহমেদের গড়া কারখানা ‘মার্সাস অর্গানিক প্রোডাক্ট’ এখন রপ্তানির পাশাপাশি নারী কর্মসংস্থানের এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে।
বাগেরহাট শহরের বাসাবাটি এলাকায় নিজ বাড়িতে গড়ে তোলা এই কারখানাটিতে এখন প্রতিদিন ৫০ থেকে ৬০ জন নারী কাজ করছেন। তাদের মধ্যে কেউ গৃহবধূ, কেউ কলেজপড়ুয়া। কেউ নারকেলের ছোবড়া কেটে ছাঁচ বানাচ্ছেন, কেউ কাপড়ের সেলাই করছেন, কেউবা খেলনার ভেতর তুলা ভরছেন। নিপুণ হাতে তারা পণ্যগুলো তৈরি করছেন পরিপূর্ণ রপ্তানিযোগ্য রূপে।
এই কারখানায় সরজমিনে গেলে দেখা যায়, তিনতলা ভবনের নিচতলা ও পাশের একটি একতলা ভবনের পাশাপাশি একটি টিনশেড ঘরজুড়ে চলছে নানা ধরনের পণ্য তৈরির কাজ। প্রায় ২৫ থেকে ৩০ জন নারী সেখানে কাজে ব্যস্ত। তৃতীয় তলায় চলছে পাখির বাসা তৈরির কাজ, একতলা ভবনে তৈরি হচ্ছে স্লিপার ও অন্যান্য সামগ্রী। প্রতিটি পণ্যের নানা ধাপ—কাটিং, সেলাই, রঙ করা, গুছিয়ে প্যাকিং—সবই হচ্ছে নারীদের হাতে। নিজ হাতে তৈরি এসব পণ্য বিদেশে রপ্তানি হচ্ছে জেনে কর্মীদের চোখেমুখেও ঝলমল করে গর্ব।
১৭৩ দিন আগে
খেলনা গাড়িতে পাওয়া গেলো ১০টি স্বর্ণের বার, আটক ১
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর লাগেজ চেক করে খেলনা গাড়ি থেকে ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এ ঘটনায় সৌদি আরবের জেদ্দা ফেরত সাজ্জাদ হোসেন নামে বাংলাদেশ বিমানের এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার বিকালে জেদ্দা থেকে চট্টগ্রামে আসা বাংলাদেশ বিমানের বিজি-৪১৩৬ ফ্লাইটে করে বাংলাদেশে আসেন সাজ্জাদ হোসেন।
আরও পড়ুন: চট্টগ্রাম বিমানবন্দরে স্বর্ণের বার জব্দ, আটক ১
চট্টগ্রাম বিমানবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার মোহাম্মদ সালাউদ্দিন রিজভী জানান, ফ্লাইট থেকে চট্টগ্রামে নেমে লাগেজ নিয়ে বের হয়ে যাওয়ার সময় সাজ্জাদের সঙ্গে থাকা ব্যাগ স্ক্যান করা হয়। এই সময় তার লাগেজের ভেতর স্বর্ণবারের অস্তিত্ব পাওয়া যায়। পরে তার লাগেজ তল্লাশি করে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।তিনি আরও জানান, লাগেজের ভেতর খেলনা গাড়ির মধ্যে লিথিয়াম ব্যাটারির কার্বনের মধ্যে কালো রঙের স্কচটেপ মোড়ানো অবস্থায় স্বর্ণগুলো লুকানো অবস্থায় ছিল। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: রাজশাহীতে ৭ স্বর্ণের বার জব্দ, আটক ১
যশোরে ২০ স্বর্ণের বার জব্দ, ২ পাচারকারী আটক
১৩৫৮ দিন আগে
শেরপুরে ২০০ বছরের ঐতিহ্যবাহী পৌষমেলা
প্রতিবছরের মতো এবারও শেরপুর শহরের নবীনগর ছাওয়াল পীরের দরগা সংলগ্ন খোলা মাঠে অনুষ্ঠিত হয়ে গেল দুই শতাধিক বছরের ঐতিহ্যবাহী পৌষমেলা।
১৭৯৮ দিন আগে