মহেশপুর সীমান্ত
মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ আটক ১৯
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ১৯ জনকে আটক করেছে বিজিবি।
সোমবার (৫ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার খোশালপুর ও সামন্তা এলাকা থেকে তাদের আটক করা হয়।
সোমবার সন্ধ্যায় খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলামের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: গাজীপুরে অন্যের পরীক্ষা দিতে গিয়ে আটক ২
বিজিবি জানায়, মহেশপুরের কয়েকটি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে খোশালপুর সীমান্তের মাইলবাড়িয়া গ্রাম থেকে নারী ও শিশুসহ ৮ জন, সামন্তা সীমান্তের রুলি গ্রামের মোমিনতলা মোড় এলাকা থেকে ৮ জন ও আনন্দ বাজার গ্রাম থেকে ৩ বাংলাদেশিকে আটক করা হয়। পরে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে আসামিদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বাড়ি রাজবাড়ী, সাতক্ষীরা, নড়াইল, বাগেরহাট জেলার বিভিন্ন গ্রামে।
২১২ দিন আগে
মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে ওবাইদুর রহমান (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন।
রবিবার (২৭ এপ্রিল) সকালে ভারতের চব্বিশ পরগনা জেলার মধুপুর নামক স্থান থেকে লাশটি উদ্ধার করেছে ভারতের পুলিশ।
নিহত ওবাইদুর মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের হানেফ মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানায়, গতরাতে মহেশপুর উপজেলার গোপালপর গ্রামে ৭ থেকে ৮ জন লোক অবৈধভাবে ভারতে যায়। রাত দেড়টার দিকে তারা বিএসএসএফের সামনে পড়ে। সেসময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন তারা পালিয়ে আবারো বাংলাদেশের ভিতরে চলে আসে। কিন্তু ওবাইদুর রহমানসহ দু’জন আসতে পারেনি। ওবাইদুর রহমানকে বিএসএফ ধরে ফেলে। বিএসএফ তাকে বস্তায় জড়িয়ে অমানুষিক নির্যাতন করে গুলি করে হত্যা করে।
আরও পড়ুন: আখাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
সকালে ভারতের অভ্যন্তরে মধুপুর নামক স্থানে একজনের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। ওই লাশটি ওবাইদুর রহমানের হতে পারে বলে সূত্র জানিয়েছে। লাশটি ভারতের বাগদা থানার পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে। আরেকজনের খবর এখনো পাওয়া যায়নি।
স্থানীয় গ্রাম পুলিশ ওমর আলী জানান, খবর পেয়ে তিনি ওবাইদুরের বাড়িতে যান। বাড়িতে সবাই কান্নাকাটি করছেন। তিনি জানান, রাত ১টার দিকে ওপারে গোলগুলির শব্দ শুনেছে গ্রামবাসী। এতে ধারণা করা হচ্ছে ওবাইদুরকে গুলি করে হত্যা করা হয়েছে।
যাদবপুর ইউনিয়নের মেম্বর বাবুল হোসেন জানান, তিনিও সীমান্তের ওপারে গোলাগুলির সংবাদ শুনেছেন। এ ঘটনার পর থেকেই শোনা যাচ্ছে গোপালপুর গ্রামের ওবাইদুর নিখোঁজ রয়েছেন। ওপারে পড়ে থাকা লাশটি ওবাইদুরের হতে পারে।
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা জানান, ভারতের অভ্যন্তরে একজনের লাশ পড়ে আছে বলে আমি বিজিবির মাধ্যমে জানতে পেরেছি।
বিজিবির যাদবপুর বিওপির কমান্ডার হাবিলদার মফিজুল ইসলাম জানান, লোকমুখে তিনি এমন খবর পেয়ে সীমান্তে খোঁজ খবর নিচ্ছেন। তবে এখনো কোনো পরিবার তাদের দপ্তরে অভিযোগ করেনি।
মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, রবিবার সাকাল ৮টা ৫০ মিনিটের দিকে ভারতের মধুপর বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার ফোন করে তাকে জানিয়েছে, ভারতের সীমানার মধ্যে একটি লাশ পড়ে আছে। সেটা বাংলাদেশি না ভারতীয় বোঝা যাচ্ছে না। ভারতের বাগদা থানার পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে গেছে।
উল্লেখ্য, ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তে গত ৮ এপ্রিল ওয়াসিম নামে এক বাংলাদেশি যুবককে হত্যা করে ইছামিত নদীতে ফেলে দেয় বিএসএফ। ১৯ দিন পার হলেও তার লাশ এখনো বিএসএফ ফেরৎ দেয়নি। নিহত ওয়াসিম বাঘাডাঙ্গা গ্রামের রমজান আলীর ছেলে।
ওয়াসিমের ভাই মেহেদী হাসান দাবি করেন, গত ৮ এপ্রিল ওয়াসিমসহ কয়েকজন সীমান্ত পেরিয়ে ভারতে যায়। ভারত থেকে ফেরার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের ধাওয়া করলে মহেশপুরের সলেমানপুর গ্রামের আব্দুস সোবহান, কাঞ্চনপুর গ্রামের রাজু, শাাবুদ্দিন, মানিক ও বাঘাডাঙ্গা গ্রামের আব্দুল ওয়াহেদ ফিরে আসলেও তার ভাই বিএসএফের হাতে ধরা পড়ে। তাকে নির্যাতনে হত্যার পর লাশ ইছামতি নদীতে ফেলে দেয়। বিজিবি লাশ ফেরৎ চাইলেও ভিসা ও আইনি জটিলতার কারণে ১৯ দিনেও লাশ ফেরৎ পায়নি পরিবার।
আরও পড়ুন: বিজয়নগর সীমান্তে বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে
ভারতীয় পুলিশ বিজিবিকে উপযুক্ত প্রমাণ দিয়ে লাশ নেওয়ার কথা জানিয়েছে। কিন্তু ভারতে গিয়ে লাশ শনাক্ত করার সক্ষমতা ওয়াসিমের পরিবারের নেই বলে জানা গেছে।
২২২ দিন আগে
মহেশপুর সীমান্তে দিয়ে দেশে অনুপ্রবেশ, নারী-শিশুসহ আটক ২১
দেশে অনুপ্রবেশের সময় ঝিনাইদহের মহেশপুর থেকে নারী, শিশুসহ ২১ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুর ৩টার দিকে উপজেলার মাটিলা গ্রামের মাঠ থেকে তাদেরকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন: ভারতে অনুপ্রবেশের সময় মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ আটক ২২
বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে মহেশপুর উপজেলার মাটিলা গ্রামের মাঠ থেকে বাংলাদেশি ২১ নাগরিককে আটক করা হয়। আটকদের মধ্যে চার জন পুরুষ, ১২ জন নারী ও পাঁচ শিশু রয়েছে।
তাদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশের সংশ্লিষ্ট ধারায় মহেশপুর থানায় মামলা দায়ের ও থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩৮ কেজি কচ্ছপের হাড় উদ্ধার
১৪১৬ দিন আগে
ভারতে অনুপ্রবেশের সময় মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ আটক ২২
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে প্রবেশের সময় নারী ও শিশুসহ ২২ জনকে আটক করা হয়েছে। শনিবার ভোরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনস্ত যাদবপুর বিওপির এলাকার কানাইডাঙ্গা গ্রামের একটি মেহগনি বাগান থেকে তাদের আটক করে মহেশপুর ৫৮ বিজিবি।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩৮ কেজি কচ্ছপের হাড় উদ্ধার
আটকদের মধ্যে ১৩ জন পুরুষ, চার নারী ও পাঁচ শিশু রয়েছে। এ নিয়ে দু’দিনে ৩০ জন আটক করা হলো।
মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
তাদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশের সংশ্লিষ্ট ধারায় মহেশপুর থানায় মামলা দায়ের হয়েছে জানান তিনি।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার
১৪১৯ দিন আগে
চুয়াডাঙ্গায় ১২ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
চুয়াডাঙ্গার জীবননগরে ভারতীয় সীমান্তের কাছে ১ কেজি ৩৯৭ কিলোগ্রাম স্বর্ণসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি'র মহেশপুর ব্যাটালিয়ন।
আটক মো. শাহাবুল ইসলাম (৪৪) জীবননগরের মেদিনীপুর গ্রামের মো. আলী আহমেদের ছেলে।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সোমবার সন্ধ্যা ৬টার দিকে বিজিবি'র মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ মেদিনীপুর বিওপি'র নায়েক নজরুল ইসলামের নেতৃত্বে একটি টহলদল জীবননগর থানার মেদিনীপুর গ্রামের শেষ প্রান্তে খালপাড়া সেতুর উপর একটি বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।এ সময় একজন মোটরসাইকেল আরোহী সেতুর উপর দিয়ে যাওয়ার সময় বিজিবি টহলদলকে দেখে কৌশলে সেখান থেকে দ্রুত পালানোর চেষ্টা করে।
পরে বিজিবি টহলদল শাহাবুল ইসলামকে আটক করে।
আটক শাহাবুলের শরীর তল্লাশি চালিয়ে তার শার্ট ও প্যান্টের পকেটে বিশেষ কায়দায় রাখা তিনটি প্যাকেটে মোট ১ কেজি ৩৯৭ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বার এবং একটি ডিসকভার ১১০ সিসি মোটরসাইকেল জব্দ করে।
আটক শাহাবুলের স্বীকারোক্তি অনুয়ায়ী, মো ওয়াসিম মিয়া (৩৫) এবং মো. রাশেদ আলী (৩০) নামে অপর দুজন পলাতক ব্যক্তি উক্ত স্বর্ণ চোরাচালানের সাথে যুক্ত রয়েছে।
স্বর্ণের বার ও মোটরসাইকেলসহ আসামিকে জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আরও পড়ুন: টেকনাফে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ জব্দ, আটক ১
চট্টগ্রামে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
১৪৬৬ দিন আগে
ভারতে প্রবেশের সময় মহেশপুর সীমান্তে আটক ২০
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশে সময় শিশু, নারীসহ ২০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এদের মধ্যে সাত পুরুষ, আট নারী ও পাঁচ শিশু রয়েছে। বৃহস্পতিবার ভোরে সীমান্তের পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়।
আরও পড়ুন: ফুলবাড়ি সীমান্তে আটক ৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
আটককৃতদের বাড়ি মাগুরা, খুলনা, গোপালগঞ্জ, যশোর, টাঙ্গাইল জেলায়। তারা সবাই বাংলাদেশ থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিল।
৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মোহাম্মদ তারেক জানান, মহেশপুর সীমান্তের সোনাইডাঙ্গা এলাকা থেকে যাদবপুর বিজিবির সদস্যরা চার জন পুরুষ তিন নারী ও চার শিশুকে আটক করে। এছাড়াও বাঘাডাঙ্গা সীমান্তের কাঞ্চনপুর ব্রিজ এলাকা থেকে তিন পুরুষ, পাঁচ নারী ও এক শিশুকে আটক করে।
আরও পড়ুন: লালমনিরহাট সীমান্তে চার ভারতীয় নাগরিকসহ আটক ৫
তিনি জানান, আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
১৪৭৮ দিন আগে
মহেশপুর সীমান্তে অনুপ্রবেশের সময় আটক ৪
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারীসহ চার জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার সকালে উপজেলার মাটিলা গ্রামের মাঠ থেকে তাদের আটক করা হয়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ভারতীয় রুপার গহনাসহ চোরাচালানি আটক: বিজিবি
আটকরা হলেন- নড়াইলের কালিয়া উপজেলার জামরিলডাঙ্গা গ্রামের কিসমত মোল্লার ছেলে রাজু কিসমত মোল্লা (৩০), রাজু মোল্লা স্ত্রী রাজু ফাতেমা মোল্লা (২৭), ওমর মোল্লার স্ত্রী নাজমা মোল্লা (৩৫) ও তার মেয়ে আছিয়া (৮)।
খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মো.নজরুল ইসলাম খান জানান, মাটিলা সীমান্ত দিয়ে কিছু বাংলাদেশি অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার খবরে অভিযান চালানো হয়। এ সময় মাটিলা গ্রামের মাঠ থেকে নারী ও শিশুসহ ওই চারজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন: ফুলবাড়ি সীমান্তে আটক ৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
১৫৪৭ দিন আগে
ভারতে প্রবেশের সময় মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ আটক ৩১
অবৈধ পথে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় সোমবার ঝিনাইদহের মহেশপুর সীমান্তের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে নারী-শিশুসহ ৩১ জনকে আটক করেছে ৫৮ বিজিবি।
মহেশপুর ৫৮ বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবির অধিনস্ত শ্যামকুড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মহেশপুর উপজেলার একাশিপাড়া গ্রামের একটি ইট ভাটার সামনে থেকে মোছা. লিপি খাতুন ও মোছা. সাথি খাতুনকে আটক করা হয়।
আরও পড়ুন: দৌলতপুর সীমান্তে আটকের ৪ ঘণ্টা পর কৃষককে ফেরত দিল বিএসএফ
মহেশপুরের মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মাটিলা গ্রামের একটি মেহগনি বাগানের মধ্যে থেকে ভারতে প্রবেশের সময় মো. আজিম, তার স্ত্রী মোছা. আজমিরা খাতুন ও মেয়ে মোছা. হালিমাকে আটক করা হয়।
আরও পড়ুন: রৌমারী সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ
সোমবার ভোরে মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবির বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাঞ্চনপুর গ্রাম থেকে আসলাদ শেখ, তার স্ত্রী মোছা. সুমি শেখ, মেয়ে মোছা. সুমনা আক্তার হাবিবা, মো.মোস্তাফিজুর রহমান, তার ছেলে মো. আলী মর্তুজা, শান্ত মোল্লা, হেনা খান, ছোয়া মজুমদার, মুসকান আহমেদ, সুমাইয়াকে আটক করা হয়।
ওই দিন জীবননগরের করিমপুর বাজার থেকে মো. আজিজুর খান, মো. সলেমান শেখ, মো. গাউছ শেখ, তার স্ত্রী মোসা. সাবিনা, ছেলে মো. সাব্বির হোসেন শেখ, মো. শাহিন শেখ, মো.মুন্না, অজিফা খাতুনকে আটক করে বিজিবি।
আরও পড়ুন: বিএসএফ’র গুলিতে আহত ভারতীয় কিশোরকে হস্তান্তর
জীবনগর উপজেলার ইসলামী ব্যাংক এলাকা থেকে মো. মহিদ শেখ, মো. জিনায়েদ, তার স্ত্রী মোছা. মিম, মিনহাজুল ইসলাম, অভি মোল্লা, মো. কামরুল ফরাজি, মোসা.শিউলি শেখ ও মোসা.মনিরা বেগমকে আটক করা হয়।
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে আটকতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
১৬২৭ দিন আগে
মহেশপুর সীমান্ত থেকে সাড়ে ৫ মাসে ৯২৮ জন আটক
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাকোশপোতা গ্রাম থেকে অবৈধ পথে ভারতে প্রবেশের সময় নারী ও শিশুসহ ৫ জনকে আটক করেছে বিজিবি। এই নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে ১৭ জুন পর্যন্ত ৯২৮ জনকে আটক করলো বিজিবি।
বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে ওই ৫ জনকে আটক করা হয়।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক ই-মেইল বার্তায় জানান, বৃহস্পতিবার যাদের আটক করা হয়েছে তারা হলেন, সাতক্ষীরা জেলার আশাশুনি থানার লাউতাড়া গ্রামের মৃত হাজু শীলের স্ত্রী ফুলমতি শীল (৬৫), একই গ্রামের সুরঞ্জন শীলের স্ত্রী মিতা শীল (৩২), তার ছেলে জয় শীল (০৯), খুলনা জেলার ডুমুরিয়া থানার পূর্ব ঝিলের ডাঙ্গা গ্রামের দেবাশীষ মন্ডলের স্ত্রী বনানী মন্ডল (২৭) ও তার ছেলে দেব মন্ডল (৮)।
আরও পড়ুন: মহেশপুর সীমান্তে নারী, শিশুসহ আটক ৬
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, মহেশপুর ব্যাটালিয়নের অধিনস্ত খোসালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার নেপা গ্রামের বাকোশপোতা নামক স্থান থেকে তাদের আটক করা হয়। তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিল।
আরও পড়ুন: ‘মানব পাচারকারী চক্রের’ ৩ সদস্য গ্রেপ্তার, ৩ রোহিঙ্গা উদ্ধার
বিজিবি সুত্রে জানা গেছে, করোনা মহামারির মধ্যেও সীমান্তে অবৈধ পারাপার থেমে নেই। ওপারে কাটাতারের বেড়া না থাকায় দালালদের মাধ্যমে অবৈধ পথে প্রায় প্রতিদিন মানুষ যাতায়াত করছে।
আরও পড়ুন: লালমনিরহাট সীমান্তে চার ভারতীয় নাগরিকসহ আটক ৫
অবৈধ পারাপারকারীদের মধ্যে খুব কম সংখ্যক বিজিবির হাতে আটক হচ্ছে বলে সীমান্তে বসবাসকারীরা অভিযোগ করেন।
১৬৩১ দিন আগে
মহেশপুর সীমান্তে ভারতেফেরত নারীসহ আটক ৫
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় নারীসহ পাঁচ জনকে আটক করেছে বিজিবি।
রবিবার সকাল ও শনিবার রাতে মহেশপুরের শ্যামকুড় ও বাঘাডাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আরও পড়ুন: পঞ্চগড়ে ভারতীয় নাগরিক আটক
আটককৃতরা হলেন- নড়াইলের কালিয়া উপজেলার শীতলপাটি গ্রামের খাজা শেখের ছেলে প্রিন্স শেখ (২১), একই গ্রামের জুয়ায়েদ মোল্লার ছেলে মুন্না মোল্লা (১৮), কামাল শেখের ছেলে রাকিব শেখ, (১৬), নোয়াগ্রামের মস্ত গাজীর স্ত্রী আসমা বেগম (৪০) ও লোহাগড়া উপজেলার বন্ধবাড়িয়া গ্রামের সুর্যকান্ত বিশ্বাসের মেয়ে মুক্তি রানী বিশ্বাস (৩০)।
আরও পড়ুন: লালমনিরহাট সীমান্তে চার ভারতীয় নাগরিকসহ আটক ৫
৫৮ বিজিবির সহাকারী পরিচালক মো. নজরুল ইসলাম খান জানান, সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশের খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে শনিবার রাতে বাঘাডাঙ্গা সীমান্ত থকে মুক্তি রানী বিশ্বাস ও রবিবার সকালে শ্যামকুড় সীমান্ত থেকে আরও চার জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মহেশপুর থানায় মামলা দায়ের করে তাদের থানায় সোপর্দ করা হয়েছে।
১৬৪২ দিন আগে