ছুরিকাঘাতে মৃত্যু
মেহেরপুরে জামাইয়ের ছুরিকাঘাতে চাচা শ্বশুর নিহত
মেহেরপুরের গাংনীতে মাদকাসক্ত জামাইয়ের ছুরিকাঘাতে ইলিয়াছ হোসেন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৮ মে) সকাল ৬টার দিকে উপজেলার গাঁড়াবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ইলিয়াছ হোসেন (৪৫) ওই গ্রামের নেক্কার আলীর ছেলে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে কিশোর নিহত, আটক ২
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আজ (বৃহস্পতিবার) সকালের দিকে সবুজ আহম্মেদ তার শ্বশুর বাশারের বাড়িতে গিয়ে স্ত্রীকে মারধর করছিলেন। এ সময় চাচা শ্বশুর ইলিয়াছ তাকে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে সবুজ তার পেটে ছুরিকাঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় ইলিয়াছকে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পর পরিবারের সদস্যরা ঘাতক সবুজ আটক করেন। নিহতের পরিবার ও স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঘাতকের বিচারের দাবি জানিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। লাশ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে পুলিশি হেফাজতে নেওয়ার প্রক্রিয়া চলছে।
২১২ দিন আগে
রাজধানীতে কিশোর গ্যাংয়ের হামলায় কিশোর নিহত, আহত ২
রাজধানী ঢাকার মহাখালী এলাকায় শুক্রবার দিবাগত রাতে কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্যের ছুরিকাঘাতে ১৬ বছরের এক কিশোর মারা গেছে। এ ঘটনায় আরও দুই কিশোর আহত হয়েছেন।
১৭৯৮ দিন আগে