বাপা
পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কাজের ধারাবাহিকতা প্রয়োজন: রিজওয়ানা হাসান
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ, প্রতিবেশ, জীববৈচিত্র্য এবং বন ও নদী রক্ষায় কাজের ধারাবাহিকতা প্রয়োজন।
শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) আয়োজিত জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তথ্য উপদেষ্টা বলেন, দীর্ঘদিনের বিরাজমান সমস্যাগুলো সমাধানে অন্তর্বর্তী সরকার আইনের সংশোধন ও নতুন নীতিমালা প্রণয়ন সংস্কার গ্রহণ করেছে। সরকার প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণ ব্যবস্থা উন্নয়ন, শিল্প ও গৃহস্থালি দূষণ, লবণাক্ততা ও নদীর স্বাভাবিক প্রবাহ হ্রাস মোকাবিলায় গুরুত্ব দিচ্ছে।
উপদেষ্টা বলেন, ২০০২ সাল থেকে পলিথিন ব্যবহার নিষিদ্ধ থাকলেও এটি কার্যকর করা যায়নি। কাঁচাবাজারে পলিথিন ব্যবহার হলেও সুপারশপে তা অনেকাংশে বন্ধ হয়েছে।
তিনি বলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা করা হয়েছে। এতে পুলিশকে জরিমানা ও শাস্তির ক্ষমতা দেওয়া হয়েছে।
পরিবেশ ও শব্দ দূষণ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা থেকে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
রিজওয়ানা হাসান বলেন, ঢাকার পাঁচটি নদী- বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু, তুরাগ ও ধলেশ্বরী এবং দেশের আট বিভাগের আটটি গুরুত্বপূর্ণ নদী নিয়ে পৃথক প্রকল্প গ্রহণ করা হচ্ছে। এসব নদী থেকে বর্জ্য অপসারণ ও ড্রেজিংয়ের মাধ্যমে নাব্যতা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা চেষ্টা করছি কাজগুলো শুরু করে দিয়ে যেতে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন)-এর আয়োজনে ৯ ও ১০ জানুয়ারি জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়।
বাপা সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ফিরোজ আহমদ এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাপা সহ-সভাপতি অধ্যাপক ড. নজরুল ইসলাম।
১০ দিন আগে
তেঁতুলতলা খেলার মাঠ: মা-ছেলেকে আটকের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি
রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা খেলার মাঠে পুলিশের থানা নির্মাণের প্রতিবাদ করায় স্থানীয় বাসিন্দা সৈয়দা রত্না ও তার ছেলেকে আটকের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি করেছে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন।
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনগুলো তাদের দুজনকে হয়রানি ও আটকের প্রতিবাদে এ দাবি জানায়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম-সম্পাদক স্থপতি ইকবাল হাবিব।
আরও পড়ুন: আলোচনার পরেই তেঁতুলতলা খেলার মাঠ নিয়ে সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
তিনি বলেন, দিনভর বিক্ষোভের মুখে পুলিশ মধ্যরাতে সৈয়দা রত্না ও তার ছেলেকে ছেড়ে দিলেও আন্দোলন বন্ধে তার কাছ থেকে অবৈধ মুচলেকা নেয়া হয়েছে।
সমাবেশে উপস্থিত সংগঠনগুলো এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলে, কাউকে ১৩ ঘণ্টার বেশি আটকে রাখা দেশের সংবিধান ও আইনের লঙ্ঘন।
এছাড়া আটকের প্রতিবাদে বিকাল ৩টায় কলাবাগানের তেঁতুলতলা খেলার মাঠে প্রতিবাদ সমাবেশ করে সংগঠনগুলো।
আরও পড়ুন: পার্কে শিশুদের জন্য খেলার সামগ্রী সরবরাহ করা হবে: ডিএনসিসি মেয়র
মানবাধিকার কর্মী খুশি কবির, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সহ-সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সম্মেলনে উপস্থিত ছিলেন।
এর আগে, রবিবার সকাল ১১টার দিকে ফেসবুকে খেলার মাঠে সীমানা প্রাচীর নির্মাণের লাইভ-স্ট্রিমিং করার সময় রত্না ও তার ছেলেকে আটক করে পুলিশ।
কলাবাগানে খেলার মাঠে থানা নির্মাণের প্রতিবাদ করায় ‘বিদ্বেষমূলক বক্তব্য ছড়ানোর’ অভিযোগে আটকের প্রায় ১৩ ঘণ্টা পরে পুলিশ সৈয়দা রত্না ও তার ছেলেকে মুক্তি দেয়।
১৩৬৫ দিন আগে
নীরব এলাকা সচিবালয়ে শব্দদূষণ বেড়েছে ৭.৮ শতাংশ, গবেষণায় প্রকাশ
নীরব এলাকা হিসেবে ঘোষিত রাজধানীর সচিবালয়ের চারপাশে শব্দদূষণ এক বছরের ব্যবধানে ৭ দশমিক ৮ শতাংশ বেড়েছে।
১৮৩৬ দিন আগে