মাইক্রোবাস খাদে
কক্সবাজারে মাইক্রোবাস খাদে পড়ে নারী ও শিশুসহ নিহত ৭
কক্সবাজারের চকরিয়া উপজেলায় যাত্রীবাহী একটি মাইক্রোবাস খাদে পড়ে নারী-শিশুসহ সাত জন নিহত হয়েছে বলে জানা গেছে।
রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভেন্ডিবাজার এলাকা সংলগ্ন গ্রিন ভ্যালি কমিউনিটি সেন্টারের পশ্চিম পাশে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: পৃথক সড়ক দুর্ঘটনায় নাটোরে নিহত ২
দুর্ঘটনায় নিহতরা হলেন- চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকার ইসমাইলের স্ত্রী হাজেরা বেগম (৫৫), প্রদীপের স্ত্রী পুর্ণিমা (৩০), তাদের শিশু সন্তান সার্থক (২), ডুলাহাজারা এলাকার রতন বিজয় (৫৫) ও তার স্ত্রী মধুমিতা (৪৫)। অন্য দুজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যোবাইর জানান, সকাল সাড়ে ১০টার দিকে চকরিয়া উপজেলার ভেন্ডি বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি মাইক্রোবাস খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে পাঁচ জন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই জন নিহত হয়েছেন।
আর পড়ুন: সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্র্যাক কর্মী নিহত
ওসি জানান, মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
১৫৭৩ দিন আগে
সাজেকে পর্যটকবাহী মাইক্রোবাস খাদে, আহত ৮
রাঙ্গামাটির জেলার বাঘাইছড়ি উপজেলায় পর্যটকবাহী মাইক্রোবাস (নোহা গাড়ি) খাদে পড়ে আটজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
১৭৮৪ দিন আগে