হটলাইন
নির্যাতিত নারীদের সহায়তায় পুলিশের কিউআরটি
পুলিশের উপপরিদর্শক (এসআই) শাপলা হটলাইনে কল রিসিভ করলে অপর প্রান্ত থেকে একজন নারীর চিৎকার শুনতে পান। ওই নারী ভীত কণ্ঠে বলেন, ‘আমাকে সাহায্য করুন, আমার স্বামী আমাকে মারধর করছে। আমি মরে যাচ্ছি।’
চলতি বছরের ২১ আগস্ট রাজধানীর ধলপুর কমিউনিটি সেন্টার থেকে এই কলটি আসে।
পুলিশের কুইক রেসপন্স টিমের (কিউআরটি) দায়িত্বে থাকা এসআই শাপলা তার দলকে জড়ো করেন এবং ঘটনাস্থলে যান। সেখানে তিনি একজন ২২ বছর বয়সী নারীকে তার স্বামীর হাতে নির্যাতিত হতে দেখেন।
দলটি ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। অপরাধী-স্বামীকেও আটক করে থানায় নিয়ে আসা হয়।
আরও পড়ুন: উন্নত দেশের মতো হবে বাংলাদেশ পুলিশ: আইজিপি
উদ্ধার করা নারীকে পরে তার বড় বোনের কাছে হস্তান্তর করা হয়। কিউআরটি টিম তার স্বামীকে জিজ্ঞাসাবাদ করে এবং তিনি তার স্ত্রীর সাথে যথাযথ আচরণ করবেন বলে প্রতিশ্রুতি দেয়ার পরে তাকে ছেড়ে দেয়া হয়।
শাপলার কিউআরটি টিম উদ্ধার হওয়া ওই নারীর সাথে নিয়মিত যোগাযোগ রাখে। দেখতে পায় যে তিনি তার স্বামীর কাছে ফিরে গেছেন এবং তারা শান্তিতে সংসার করছে।
তৃপ্তির হাসি নিয়ে শাপলা বলেন, আমি খুবই আনন্দিত যে আমরা একটি পরিবারে শান্তি ফিরিয়ে আনতে পেরেছি। আমি আশা করি তারা এভাবেই বেঁচে থাকবে।
ফরিদপুরে হটলাইনে মিলছে নিত্যপণ্য
দেশে করোনাভাইরাসের কারণে মানুষকে ঘরে রাখতে ফরিদপুরে হটলাইনে মিলছে নিত্যপণ্য। প্রথমে ৮ ধরনের পণ্য নিয়ে শুরু হলেও ভ্রাম্যমাণ বাজারে এরই মধ্যে পণ্যের তালিকা বৃদ্ধি পেয়ে ৭৫টি পদ যুক্ত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় অন্তঃসত্ত্বা নারীদের পাশে ইউপি চেয়ারম্যান
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়নে গ্রাম রয়েছে ২১টি। এই গ্রামগুলোতে অন্তঃসত্ত্বা নারী রয়েছে ৪১২ জন।
হটলাইনে ফোন পেয়ে ১,৫৮৭ জনের বাসায় খাবার পৌঁছে দিল ডিএসসিসি
লোকলজ্জার ভয়ে লাইনে দাঁড়িয়ে খাদ্যসামগ্রী গ্রহণে বিব্রতবোধকারী এক হাজার ৫৮৭ জনের বাসায় হটলাইনে ফোন পেয়ে খাবার পৌঁছে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
করোনার তথ্য জানাতে বাড়ানো হয়েছে হটলাইন নম্বর
করোনাভাইরাস থেকে সৃষ্ট রোগ কোভিড-১৯ সম্পর্কিত তথ্য জানাতে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নিয়মিত চারটি হটলাইন নম্বরের পাশাপাশি আরও আটটি নম্বর যোগ করা হয়েছে।
করোনাভাইরাস: জনসচেতনতা সৃষ্টিতে হটলাইন চালু
নোবেল করোনাভাইরাস বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) চারটি হটলাইন চালু করেছে।
৯৯৯ নম্বরে ফোন: ‘ধর্ষিতা’ উদ্ধার, ৬ অভিযুক্ত আটক
জাতীয় জরুরি সেবা হটলাইন ৯৯৯ নম্বরে ফোন করলে ধর্ষণের শিকার ভুক্তভোগী তরুণীকে উদ্ধারের পাশাপাশি অভিযুক্ত ছয়জনকে আটক করেছে পুলিশ।