উত্তরাখণ্ড
এবার ভারতে যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৭
ভারতে এবার উড়াল দেওয়ার পরই বিধ্বস্ত হয়েছে যাত্রীবাহী একটি হেলিকপ্টার। এতে, পাইলটসহ সাত আরোহী নিহত হয়েছেন।রবিবার (১৫ জুন) সকালে দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডে এ ঘটনা ঘটে। রাজ্যের কেদারনাথ ধাম থেকে গুপ্তকাশী তীর্থস্থানের উদ্দেশে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয় হেলিকপ্টারটি।
কর্মকর্তারা জানিয়েছেন, উড্ডয়নের মাত্র ১০ মিনিটের মধ্যেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা নন্দন সিং রাজওয়ার জানিয়েছেন, ‘দুর্ঘটনার পর উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে।’অ্যারিয়ান অ্যাভিয়েশন নামের একটি বেসরকারি হেলিকপ্টার সংস্থার পরিচালিত হেলিকপ্টারটি কেদারনাথ তীর্থপথের নিকটবর্তী একটি বনাঞ্চলে স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে বিধ্বস্ত হয়। কর্মকর্তারা জানিয়েছেন, খারাপ আবহাওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।দুর্ঘটনায় নিহতদের মধ্যে পাইলট ছাড়াও উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাট থেকে আসা তীর্থযাত্রী ছিলেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। দুর্ঘটনার পর আগুন ধরে যাওয়ায় মরদেহগুলো মারাত্মকভাবে পুড়ে গেছে।
ভারতের অন্যতম চারটি তীর্থস্থানের একটি কেদারনাথ। প্রতি বছর গ্রীষ্মকালে হাজার হাজার তীর্থযাত্রী সেখানে ভ্রমণ করেন। দুর্গম পার্বত্য অঞ্চলটিতে পৌঁছাতে অনেকেই হেলিকপ্টার সেবার ওপর নির্ভর করেন।
আরও পড়ুন: গার্ডিয়ানের বিশ্লেষণ: দীর্ঘস্থায়ী হতে পারে ইরান-ইসরায়েল যুদ্ধ
ভারতের ইতিহাসে অন্যতম ভয়াবহ দুর্ঘটনার শোক কাটিয়ে ওঠার আগেই এই হেলিকপ্টার দুর্ঘটনাটি ঘটলো। মাত্র তিন দিন আগে গত বৃহস্পতিবার (১২ জুন) দেশটির আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই যাত্রীবাহী এয়ার ইন্ডিয়া বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান বিধ্বস্ত হয়েছিল।
এ ঘটনায় বিমানে থাকা ২৩২ যাত্রী ও ১০ ক্রুর মধ্যে ২৪১জনই নিহত হয়েছে। এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা অন্তত ২৭০ বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বিমানটি আহমেদাবাদের বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসের ওপর বিধ্বস্ত হয়। এ সময় ছাত্ররা দুপুরের খাবার খাচ্ছিলেন। এ দুর্ঘটনায় মেডিকেল হোস্টেলের ৫ শিক্ষার্থী নিহত ও আহত হয়েছেন আরও ৪০ জন।
১৭২ দিন আগে
ভারতের উত্তরাখণ্ডে ভূমিধসে ৫ তীর্থযাত্রী নিহত
ভারতের উত্তরাখণ্ডে ভূমিধসের ধ্বংসস্তূপে চাপা পড়ে পাঁচ তীর্থযাত্রী নিহত হয়েছেন। শনিবার (১২ আগস্ট) পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ জানিয়েছে, দেরাদুন থেকে প্রায় ২৩০ কিলোমিটার পূর্বে রুদ্রপ্রয়াগ জেলায় ভূমিধসের ধ্বংসস্তূপে নিহতদের বহনকারী গাড়িটি চাপা পড়ে।
তারা আরও জানায়, হতাহতরা কেদারনাথ মন্দিরে যাচ্ছিলেন। নিহতদের মধ্যে তিনজন ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের বাসিন্দা এবং বাকি দুজন হরিদ্বারের বাসিন্দা বলে জানা গেছে।
আরও পড়ুন: হাওয়াইয়ের মাউই দ্বীপে দাবানলে ৫৩ জনের মৃত্যু: গভর্নর
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে গাড়িটি ভূমিধসের কবলে পড়ে থাকতে পারে বলে তাদের ধারণা।
খবরে বলা হয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ) উদ্ধার অভিযান শুরু করেছে। তবে প্রবল বর্ষণে ওই এলাকায় উদ্ধার প্রচেষ্টা ব্যাহত হচ্ছে।
চলতি মাসের গোড়ার দিকে গৌরীকুণ্ডে ব্যাপক ভূমিধস হয়।
কর্মকর্তাদের মতে, ওই ভূমিধসে এখনো ১৬ জন নিখোঁজ রয়েছেন।
আরও পড়ুন: চলতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রে দাবদাহে ১৪৭ জনের মৃত্যু
পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৩০, আহত ৬০
৮৪৫ দিন আগে
ভারতের উত্তরাখণ্ডে বরযাত্রীবাহী বাস খাদে, নিহত ২৫
ভারতের পার্বত্য রাজ্য উত্তরাখণ্ডে বরযাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২৫ জন নিহত ও ২১ জন আহত হয়েছেন।
মঙ্গলবার গভীর রাতে উত্তরাখণ্ডের পাউরি গাড়োয়াল জেলার সিমদি গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। বাসে প্রায় ৫০ জনের মতো লোক একটি বিয়ে থেকে বাড়ি ফিরছিলেন।
বুধবার সকালে রাজ্যের পুলিশ প্রধান অশোক কুমার স্থানীয় গণমাধ্যম বলেন, ‘পাউরি গাড়োয়ালে বাস দুর্ঘটনায় প্রায় ২৫ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ এবং রাজ্য বিপর্যয় ত্রাণ বাহিনী আহত ২১ জনকে উদ্ধার করে কাছাকাছি একটি হাসপাতালে ভর্তি করেছে।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে ‘হৃদয়বিদারক’ এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় টুইটে বলেন, ‘উত্তরাখণ্ডের পাউরিতে বাস দুর্ঘটনাটি হৃদয়বিদারক। এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক জানাচ্ছি। আমি আশা করি যারা আহত হয়েছেন তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। উদ্ধার অভিযান চলছে।’
দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ প্রধান।
পড়ুন: ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ২৭
ভারতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৮, আহত ২৫
১১৫৭ দিন আগে
ভারতে বাস খাদে পড়ে নিহত ২৬
ভারতের উত্তরাখণ্ডে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস গভীর খাদে পড়ে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। সোমবার রাজ্যটির নিরাপত্তা কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
তারা জানান, রবিবার সন্ধ্যায় রাজ্যের উত্তরকাশী জেলায় এ দুর্ঘটনা ঘটে।
একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, ‘বাসটি মধ্যপ্রদেশ থেকে ৩০ জন তীর্থযাত্রীকে নিয়ে উত্তরাখণ্ডের পবিত্র শহর যমুনোত্রীতে যাওয়ার পথে ২৫০ মিটার গভীর খাদে পড়ে যায়।’
ওই পুলিশ কর্মকর্তা বলেন, ‘দুর্ঘটনার কারণ তদন্তের নির্দেশ দেয়া হয়েছে’।
আরও পড়ুন: ভারতে লবণ কারখানার দেয়াল ধসে ১২ জনের মৃত্যু
স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত প্রায় ২৬টি লাশ উদ্ধার করা হয়েছে।
জেলা দুর্যোগ ব্যবস্থাপনা অফিসার দেবেন্দ্র পাটওয়াল গণমাধ্যমকে বলেছেন, ‘লাশগুলোকে দেরাদুনে পাঠানো হচ্ছে। সেখান থেকে সেগুলোকে মধ্যপ্রদেশে পাঠানো হবে। বাসের হেলপারের লাশ স্থানীয় কমিউনিটি হেলথ সেন্টারে রাখা হয়েছে।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দুই লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।
ভারতে প্রতি চার মিনিটে একটি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটছে। অর্থাৎ দেশটিতে প্রতি বছর এক লাখেরও বেশি মানুষ সড়কে প্রাণ হারায়। দুর্ঘটনার কারণ হিসেবে সাধারণত ভাঙা রাস্তাঘাট, চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং ট্রাফিক আইন না মেনে চলাকে দায়ী করা হয়।
আরও পড়ুন: ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজন নিহত
ভারতের মধ্যপ্রদেশে ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৭
১২৭৮ দিন আগে
ভারতে হিমবাহ ধসে নিহত ১৪, নিখোঁজ ২০০
ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডে হিমালয়ের হিমবাহ ধস থেকে সৃষ্ট পানি ও কাদার তোড়ে দুটি জলবিদ্যুৎকেন্দ্র বিধ্বস্ত হয়ে গেছে। বৈশ্বিক উষ্ণায়নের প্রমাণ এ প্রাকৃতিক দুর্যোগে কমপক্ষে ১৪ জন নিহত এবং আরও দুই শতাধিক ব্যক্তি নিখোঁজ রয়েছেন বলে সোমবার কর্তৃপক্ষ জানিয়েছে।
১৭৬১ দিন আগে