পুলিশের এসআই
মাগুরায় সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআই নিহত
ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বোরহান উদ্দিন নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। শনিবার (১৪ জুন) বোয়ালমারী সুতাসী ব্রিজের পাশে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মেহগনি গাছের সঙ্গে ধাক্কা লাগায় এই দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে শিশুর মৃত্যু
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, "মামলার তদন্ত কাজ শেষ করে মোটরসাইকেল করে বোরহান বাড়ি ফিরছিলেন। পথে বোয়ালমারী সুতাসী ব্রিজের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি মেহগনি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় তিনি ঘটনাস্থলেই নিহত হন।"
ওসি আব্দুর রহমান আরও বলেন, "পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।" এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলেও জানান মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
১৭৪ দিন আগে
যৌতুকের দাবিতে মারধরের দায়ে যশোরে পুলিশের এসআইয়ের কারাদণ্ড
যশোরে যৌতুকের দাবিতে মারধরের দায়ে পুলিশের এক এসআইকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
১৭৫৭ দিন আগে