জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি)
জাবিতে আবাসিক হল থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম-বরকত হল থেকে ২৩ ইঞ্চি লম্বা কাঠের বাটযুক্ত একটি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে আশুলিয়া থানা থেকে পুলিশ কর্মকর্তারা এসে অস্ত্রটি জব্দ করে। এই ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
বুধবার (২৫ জুন) সকাল পৌনে ১০টায় হলের সিনিয়র পরিচ্ছন্নতাকর্মী শ্রী সুজন চন্দ্র বাবু টয়লেটের ফলস সিলিং পরিষ্কার করার সময় পাইপগানটি দেখতে পান এবং হল কর্তৃপক্ষকে খবর দেন।
জানা যায়, হলের এ-ব্লকের দ্বিতীয় তলার পশ্চিম পাশে ২২৬ নম্বর কক্ষ সংলগ্ন টয়লেটের ফলস সিলিংয়ের ওপর থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে হল প্রশাসন জানায়, শহীদ সালাম ও বরকত হলের এ-ব্লকের পশ্চিম দিকের ২২৬ নং কক্ষ সংলগ্ন টয়লেটের ফলস ছাদের ওপরে পাইপ গানটি ছিল। হলের পরিচ্ছন্নতা কর্মী সুজন বাবু সুইপিং কাজের জন্য রাখা লাঠির ব্রাশ ফলস ছাদ থেকে টেনে বের করতে গেলে তখন ব্রাশের সঙ্গে কাঠের বাটওয়ালা একটি পুরাতন আগ্নেয়াস্ত্র বের হয়ে আসে। এরপর পরিচ্ছন্নতা কর্মী সুজন আগ্নেয়াস্ত্রটি হল অফিসে এনে জমা দেন।
হলের সিনিয়র পরিচ্ছন্নতাকর্মী শ্রী সুজন বাবু বলেন, 'দৈনন্দিন কাজের মতো আজও আমি আমার কর্তব্যরত সুইপিং কাজ শুরু করি। হলের এ-ব্লকের দ্বিতীয় তলার পশ্চিম পাশে ওয়াশরুমে সুইপিং করার সময় ফলস সিলিংয়ের ওপর থেকে লাঠি-ঝাড়ু বের করতে গিয়ে সঙ্গে একটি কাঠের বাটযুক্ত পুরাতন আগ্নেয়াস্ত্রও বের হয়ে আসে। আমি সঙ্গে সঙ্গে বিষয়টি হল অফিসকে অবহিত করি।'
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, নিরাপত্তা কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশকে জানানো হলে সাড়ে ১২টা নাগাদ আশুলিয়া থানা পুলিশ এসে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে নিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার এসআই মাহমুদুল বলেন, 'উদ্ধারকৃত অস্ত্রটি একটি দেশীয়ভাবে তৈরি পুরাতন পাইপগান। এটি কাঠের বাটযুক্ত এবং দৈর্ঘ্যে প্রায় ২৩ ইঞ্চি।'
আরও পড়ুন: ভাটারায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ঘটনায় যুবক গ্রেপ্তার
এ বিষয়ে জানতে চাইলে শহীদ সালাম-বরকত হলের প্রভোস্ট অধ্যাপক আবদুল হালিম বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি এবং কর্তৃপক্ষকে জানিয়েছি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, অধিকতর তদন্তের জন্য সহকারী অধ্যাপক এস. এম. এ মওদুদ আহমেদকে সভাপতি করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- হলের আবাসিক শিক্ষক সহকারী অধ্যাপক ইসতিয়াক রায়হান ও সিয়াম আহমেদ। আগামী ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন।
১৬৩ দিন আগে
জাবিতে আবাসিক হলের পাশ থেকে ইন্টারনেট কর্মচারীর লাশ উদ্ধার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হলের পাশে এক ইন্টারনেট কর্মচারীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে হলের পাশ থেকে পড়ে থাকা অবস্থায় তাকে দেখতে পায় হলের কর্মচারী ও শিক্ষার্থীরা।
পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।
নিহত ইন্টারনেট কর্মাচারীর নাম প্রীতম রায় (২৩)। তার গ্রামের বাড়ি মাদারীপুরে। তিনি মীর মশাররফ হোসেন হলে ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান মাস্টারনেটের কর্মচারী ছিলেন। প্রীতম সাভারের ভাটপাড়া এলাকায় মাস্টারনেটের বাসায় থাকতেন।
মীর মশাররফ হোসেন হলের কয়েকজন আবাসিক শিক্ষার্থী জানান, রাত ১০টার দিকে প্রীতমসহ চারজন কর্মচারী হলে ইন্টারনেট মেরামতের কাজে আসেন। প্রীতম হলের এ-ব্লকের চারতলা ভবনের ছাদে কাজ করছিলেন। বাকিরা হলের অন্যদিকে ছিলেন। পরে সহকর্মীরা প্রীতমের খোঁজ না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকলে একপর্যায়ে তাকে হলের পেছনের অংশে মাটিতে পড়ে থাকতে দেখে। তাঁরা ধারণা করছেন, প্রীতম ছাদ থেকে পড়ে মারা গেছেন।
এ বিষয়ে মাস্টারনেটের মালিক মো. রুবেল বলেন, দিনের বেলায় সব শিক্ষার্থী কক্ষে থাকেন না। সে জন্য রাতে তার কর্মচারীরা ইন্টারনেট মেরামতের কাজ করছিলেন। ছাদে প্রীতম ইন্টারনেটের লেজারের কাজ করছিলেন। রাত ১১টার দিকে হলে বাকি যারা কাজ করছিলেন তাদের একজনকে প্রীতম ফোনে জানিয়েছিলেন, তিনি দুটি লেজার মেরামতের কাজ করেছেন। এখনো দুটি লেজারের কাজ বাকি আছে। এরপরে তার আর সাড়া শব্দ না পাওয়ায় খোঁজাখুঁজি শুরু হয়।
প্রীতমের সঙ্গে হলে কাজ করতে আসা সহকর্মীদের একজন মো. লিংকন বলেন, কাজ করার সময় ওর সঙ্গে ফোনে কথা হয়। এর পরে আবার তাকে কয়েকবার ফোন দিলেও আর ফোন ধরেননি। পরে ছাদের যে অংশে কাজ করছিল সে অংশে গিয়ে কল দিলে ভবনের নিচে প্রীতমের ফোনের রিংটন বাজতে থাকে। তাড়াতাড়ি নিচে গিয়ে দেখি সে মাটিতে পরে আছে।
প্রীতমের মৃত্যুর বিষয়ে মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মাহমুদুর রহমান বলেন, 'ঘটনাস্থলে দুবার গিয়ে ও কর্মচারীদের সঙ্গে কথা বলে যেটা ধারণা করছি সেটা হলো, হলের ছাদের চিলেকোঠার অংশের কার্নিশ ধরে ওপরে উঠতে গিয়ে হয়তো সে পড়ে গেছে। কারণ আমরা ওই জায়গার কার্নিশের ইট ভাঙা পেয়েছি।’
৩০৪ দিন আগে
জাবিতে হলে হলে চলছে প্রভোস্টদের অভিযান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলগুলো খালি করতে প্রভোস্টদের অভিযান শুরু হয়েছে।
১৭৪৭ দিন আগে