জলবায়ু
জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ নেতাদের আবেগ ও উদ্ভাবন অমূল্য সম্পদ: রাষ্ট্রদূত হাস
জলবায়ু ফ্রন্টে তরুণ নেতাদের প্রশংসা করে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বলেছেন, বিশ্বের সামনে উদ্ভূত জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের প্রতিশ্রুতি সত্যিই প্রশংসনীয় ও অনুপ্রেরণাদায়ক।
তিনি বলেন, ‘সবাইকে অবশ্যই তাদের ভূমিকা পালন করতে হবে। আমি আপনাদের নিজ নিজ দেশে কমিউনিটি প্রকল্প বাস্তবায়নে আপনাদের উত্সর্গের জন্য সমস্ত জলবায়ু চ্যাম্পিয়নদের প্রশংসা করি।’
২৬-২৮ সেপ্টেম্বর ঢাকাস্থ মার্কিন দূতাবাস, একটি যুব-নেতৃত্বাধীন সামাজিক উদ্যোগ জেনল্যাবের সঙ্গে সহযোগিতায়, ক্লাইমেট অ্যাকশন চ্যাম্পিয়ন্স নেটওয়ার্ক (সিএসিএন) বাংলাদেশ কনক্লেইভের আয়োজন করে।
লক্ষ্য ছিল বায়ুর মান উন্নত করায় তরুণ জলবায়ুকর্মীদের সঙ্গে সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা করা।
বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল ও শ্রীলঙ্কার ৫০ জন জলবায়ু উদ্যমী তরুণ এই ইভেন্টে যোগ দেয়।
রাষ্ট্রদূত হাস সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তিনি তরুণ প্রতিনিধিদের পরিবেশ সংরক্ষণে প্রয়োজনীয় কাজ চালিয়ে যেতে অনুপ্রাণিত করেন।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, তৃণমূল পর্যায়ে পদক্ষেপ গ্রহণ করে এবং সীমানা পেরিয়ে কাজ করার মাধ্যমে এই তরুণ নেতারা তাদের সম্প্রদায়কে দেখিয়ে দিচ্ছেন যে ভাগ করা সমৃদ্ধির জন্য তাদের একে অপরের প্রয়োজন।
রাষ্ট্রদূত হাস বলেন, ‘আপনাদের আবেগ, উত্সর্গ ও উদ্ভাবনী চিন্তা আমাদের সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলোর একটি মোকাবিলার অমূল্য সম্পদ।’
তিনি বলেন, ‘ইতিবাচক কাজ চালিয়ে যান এবং জেনে রাখুন যে বিশ্ব আপনাদের গুরুত্বপূর্ণ প্রচেষ্টা দেখছে এবং সমর্থন করছে। একইসঙ্গে আমরা সকলের জন্য আরও টেকসই এবং ন্যায়সঙ্গত বিশ্ব গড়ে তুলতে পারি।’
ক্লাইমেট অ্যাকশন চ্যাম্পিয়নস নেটওয়ার্ক (সিএসিএন) হলো ডিপার্টমেন্ট অব স্টেটের অর্থায়নে আঞ্চলিক একটি উদ্যোগ। যার লক্ষ্য এই অঞ্চলে জলবায়ু সংক্রান্ত কর্মকাণ্ড চালানোর জন্য তরুণ নেতৃত্বকে প্রশিক্ষণ দেয়া ও ক্ষমতায়ন করা।
আরও পড়ুন: বাংলাদেশে ‘অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ’ নির্বাচনে সহযোগিতা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: পিটার হাস
উদ্যোক্তাদের জলবায়ু সহনশীল প্রকল্পে বিনিয়োগের আহ্বান
নবায়নযোগ্য উৎস থেকে ৪০ শতাংশ জ্বালানি উৎপাদনে সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী জলবায়ু সহনশীল প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে উদ্যোক্তারা নীতিগত সহায়তা নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী।
একটি আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতিবদ্ধ এবং সাহসী ঘোষণা দিয়ে বলেছেন আমরা নবায়নযোগ্য উৎস থেকে আসা ৪০ শতাংশ জ্বালানি সরবরাহ করতে চাই। মুজিবের জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা অনুসারে, আমরা সহনশীল প্রকল্পে রূপান্তরিত করছি যা আমাদের চ্যালেঞ্জগুলো সুযোগে পরিণত করবে।’
সম্প্রতি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) ‘প্রিজারভ প্ল্যানেট আর্থ, ঢাকা-২০২৩’ শীর্ষক সেমিনারের আয়োজন করে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট (আইসিসিএডি)।
আরও পড়ুন: কয়লার ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বাড়ানোর তাগিদ
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন ক্লাইমেট পার্লামেন্টের ভাইস-চেয়ারপারসন ওয়াসেকা আয়েশা খান।
সাবের হোসেন বলেন, ‘বাংলাদেশ বৈশ্বিক নির্গমনের মাত্র শূন্য দশমিক ৪৮ শতাংশ অবদান রাখছে। সুতরাং, আমাদের এই ক্রান্তিকালীন পরিবর্তনের খুবই প্রয়োজন। জলবায়ু পরিবর্তনের জন্য আমরা শূন্যের কোটায়। এই ভূমিকায় বিশ্বনেতা হবে বাংলাদেশ।’
সম্মেলনে নবায়নযোগ্য জ্বালানি খাতে দক্ষতা বৃদ্ধি এবং বাংলাদেশে বিদেশি বেসরকারি বিনিয়োগের সুযোগ সৃষ্টির জন্য গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
আয়েশা ওয়াসেকা খান বলেন, ৩০টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের কার্যকর অগ্রগতি রয়েছে, যার মধ্যে ২৪টি বিদ্যুৎকেন্দ্র বেসরকারি খাতে অর্থায়নে এবং আরও ৬৫টি প্রকল্প বিবেচনাধীন।
তিনি বলেন, 'আমাদের অবশ্যই মনে রাখতে হবে বাংলাদেশকে জ্বালানি প্রযুক্তি পরিহার করতে হবে, যা দীর্ঘমেয়াদে আটকে থাকা সম্পদে পরিণত হতে পারে এবং ভর্তুকির ক্ষেত্রে দেশের অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করতে পারে।’
আরও পড়ুন: নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে বিশ্বব্যাংকের সাথে ১৮৫ মিলিয়ন ডলারের চুক্তি
আইসিসিএডির পরিচালক অধ্যাপক সালেমুল হক, আইইইই সভাপতি অধ্যাপক সাইফুর রহমান, এসওএল শেয়ারের প্রতিষ্ঠাতা সেবাস্টিয়ান গ্রো এবং নাসার অনুদান বিজয়ী ওয়াহিদুল হাসান প্রধান প্রবন্ধ উপস্থাপন করেন। সম্মেলনের আহ্বায়ক ছিলেন আইইউবির প্রতিষ্ঠাতা ট্রাস্টি কাইয়ুম খান।
আইইউবির চেয়ারম্যান আবদুল হাই সরকার, উপাচার্য অধ্যাপক তানভীর হাসান, বিজ্ঞানী মোবারক আহমেদ খান এবং সাবেক রাষ্ট্রদূত তারিক করিমও আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন।
‘ইয়ুথ এনগেজমেন্ট পার্টনার’ হিসেবে প্রায় ৪৪টি যুব সংগঠন এবং বিশ্ববিদ্যালয় ক্লাব এই সম্মেলনে যোগ দেয়।
সম্মেলনটিতে স্পন্সর করেন ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (আইইইই), রোটারি ইন্টারন্যাশনাল, প্রজেক্ট আরোধ্য এবং হেল্প সার্ভিসেস ফাউন্ডেশন, আবদুল মোনেম গ্রুপ এবং গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স। এই আন্তর্জাতিক সম্মেলনের বাস্তবায়ন অংশীদার ছিল এনভোলেড লিমিটেড।
আরও পড়ুন: ২০৪১ সালের মধ্যে ৪০% নবায়নযোগ্য জালানি ব্যবহারে রোড ম্যাপ তৈরির আহ্বান তথ্যমন্ত্রীর
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ নিন, এসডিজি অর্জন করুন: বক্তারা
জলবায়ু পরিবর্তন সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ গ্রহণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে প্রচেষ্টা ত্বরান্বিত করার ওপর জোর দিয়েছেন বক্তারা।
তারা বর্ধিত অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং ১০০ বিলিয়ন মার্কিন ডলার তহবিলের প্রতিশ্রুতি প্রদানের জন্য আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছে।
জাতিসংঘ চলতি বছরের সেপ্টেম্বরে এসডিজি শীর্ষ সম্মেলন আয়োজনের আগে শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় ফরেন সার্ভিস একাডেমিতে ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সামিট-২০২৩’ শীর্ষক সেমিনারে বক্তারা এই আহ্বান জানান।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘের উপ-মহাসচিব আমিনা জে মোহাম্মদ।
ডেপুটি সেক্রেটারি জেনারেল এসডিজির প্যারিস চুক্তি এবং বর্ধিত অর্থায়ন, প্রযুক্তি বিনিময় এবং নবায়নযোগ্য জ্বালানির ন্যায্য রূপান্তরের জন্য আন্তর্জাতিক সংহতির জন্য ‘বৈশ্বিক পুনঃপ্রতিশ্রুতি’ করার জন্য একটি জরুরি আহ্বান জানিয়েছেন।
মন্ত্রী মোমেন বলেন, লবণাক্ততা অনুপ্রবেশ ও জলাবদ্ধতার কারণে প্রতি বছর ৬ দশমিক ৬ লাখ বাংলাদেশি বাস্তুচ্যুত ও চাকরি হারাচ্ছে।
তিনি বলেন, ‘তারা এই ধরনের বাস্তবতার সম্মুখীন হচ্ছে ধনী দেশগুলোর ত্রুটির কারণে যেগুলো বিপুল গ্রীনহাউস গ্যাস নির্গত করে এবং বৈশ্বিক উষ্ণতা সৃষ্টি করে’।
কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র ০.৪৭ শতাংশ, যা বিশ্বে সর্বনিম্ন।
তাই অন্যান্য ক্ষতিগ্রস্ত দেশের মতো বাংলাদেশও চায় ধনী দেশগুলোর বোঝা ভাগাভাগি করুক।
এসডিজির ১৭ লক্ষ্য অনুযায়ী, উন্নত দেশগুলো এসডিজি অর্জনের জন্য অর্থ ও প্রযুক্তি দেবে।
উন্নত দেশগুলো তাদের জিডিপির ০.৭ শতাংশ জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলোকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু মাত্র ছয়টি দেশ তাদের প্রতিশ্রুতি রক্ষা করেছে।
মোমেন বলেন, অর্থ ও প্রযুক্তি ছাড়া এসডিজি আদৌ অর্জন করা সম্ভব নয়।
আমিনা বলেন, বিশ্বের বিভিন্ন স্থানে সংঘাত এবং শরণার্থী সংকট এসডিজিতে বড় ধাক্কা দিয়েছে।
খাদ্য নিরাপত্তার জন্য খাদ্য ব্যবস্থার উন্নতি এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ ভালো উদাহরণ তৈরি করেছে, কিন্তু জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক সহায়তার অভাব বড় চ্যালেঞ্জ হিসেবেই রয়ে গেছে।
তিনি জীবাশ্ম জ্বালানি থেকে সবুজ প্রযুক্তিতে মানসম্পন্ন শিক্ষা, স্বাস্থ্যের রূপান্তরে প্রচুর বিনিয়োগের ওপর জোর দেন।
জলবায়ু পরিবর্তন: পররাষ্ট্রমন্ত্রী অভিযোজন প্রচেষ্টার কথা তুলে ধরেন
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বাংলাদেশের জলবায়ু ঝুঁকিকে স্থিতিস্থাপকতা ও সমৃদ্ধির জন্য উপযুক্ত হাতিয়ারে রূপান্তরিত করার প্রচেষ্টার কথা তুলে ধরেছেন।
তিনি জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত ও বাস্তুচ্যুতদের জন্য জলবায়ু সহনশীল আবাসনসহ জলবায়ু অভিযোজন নিয়ে বাংলাদেশের অভিজ্ঞতা শেয়ার করার প্রস্তাব দেন।
পররাষ্ট্রমন্ত্রী ২২-২৩ জুন প্যারিসে অনুষ্ঠিত একটি নতুন গ্লোবাল ফাইন্যান্সিং প্যাক্টের শীর্ষ সম্মেলনের সাইডলাইনে একটি সিভিএফ-ভি২০ সভায় সমাপ্তি বক্তব্যে এসব কথা বলেন।
মোমেন উন্নয়নশীল দেশগুলোতে প্রকৃতির জন্য ইতিবাচক উন্নয়নের জন্য জলবায়ু অর্থায়নের ওপর ভি২০ অ্যাকরা-মারাকেচ এজেন্ডার জন্য সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
তিনি প্যারিস চুক্তি এবং সংশ্লিষ্ট প্রতিশ্রুতি মেনে চলার জন্য জলবায়ু অর্থায়নের ওপর কংক্রিট বিতরণযোগ্যতার ওপর সিভিএফ অবস্থানের ওপর জোর দেন।
আরও পড়ুন: বাংলাদেশ থেকে আরও ওষুধ আমদানির জন্য যুক্তরাষ্ট্রের প্রতি পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান
জি-২০ উন্নয়ন মন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ভারত সফরে পররাষ্ট্রমন্ত্রী
নাইরোবিতে অনুষ্ঠিত দ্বিতীয় ইইউএন-হ্যাবিট্যাট সম্মেলনে যোগ দিতে কেনিয়া গেছেন পররাষ্ট্রমন্ত্রী
জলবায়ু পরিবর্তন থেকে বাংলাদেশকে রক্ষা করতে গাছ লাগান: শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে বাংলাদেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমি সবাইকে পরিবেশ বাঁচানোর জন্য আহ্বান জানাতে চাই, কারণ বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করা আমাদের কর্তব্য।’
সোমবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উপলক্ষে গণভবন প্রাঙ্গণে তিনটি চারা রোপনের পর তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে তিনি পরিবেশ মেলা-২০২৩, জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষমেলা- ২০২৩ -এরও উদ্বোধন করেন।
তিনি বলেন, ‘আজ যেহেতু বিশ্ব পরিবেশ দিবস, তাই গাছ লাগিয়েছি। আমি আশা করি বাংলাদেশের সকল (জনগণ) এটি অনুসরণ করবে (গাছ লাগানো)।’
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে আরও সুন্দর ও উন্নত করতে তারা ব্যাপক হারে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে।
তিনি আরও বলেন, ‘আমি চাই জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ যেন কোনো ক্ষতির সম্মুখীন না হয়। তাই, আমি সবাইকে গাছ লাগাতে বলি।’
বিশ্বব্যাপী পণ্যের মূল্যবৃদ্ধির মধ্যে ফল, শাকসবজি এবং অন্যান্য পণ্য উৎপাদনের জন্য প্রতিটি খালি জায়গায় গাছ লাগাতে এবং প্রতিটি অঞ্চলকে উৎপাদনের আওতায় আনতে তিনি জনগণের প্রতি আহ্বান জানান।
আরও পড়ুন: বিএনপি শাসনামলের বিচারহীনতা থেকে আ. লীগ দেশকে মুক্ত করেছে: প্রধানমন্ত্রী
বৈশ্বিক উচ্চ মূল্যস্ফীতির কারণে অনেক উন্নত দেশও লড়াই করছে উল্লেখ করে তিনি বলেন, সরকার দেশের জনগণকে রক্ষা করার প্রচেষ্টা অব্যাহত রাখবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি প্রত্যেক নাগরিককে তিনটি গাছ লাগাতে অনুরোধ করতে চাই এবং সম্ভব না হলে অন্তত একটি গাছ লাগান।’
তিনি শিক্ষার্থীদের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে গাছ লাগাতে বলেন।
শেখ হাসিনা বলেন, তার দল-বাংলাদেশ আওয়ামী লীগ ১৯৮৪ সালে সিদ্ধান্ত গ্রহণ করে এবং ১৯৮৫ সালে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করে। বাংলাদেশ কৃষক লীগও এই কর্মসূচি বাস্তবায়ন করেছে।
তিনি বলেন, আ.লীগের প্রতিটি নেতাকর্মীকে অন্তত তিনটি কাঠ, ফল ও ভেষজ গাছ লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: অস্থির বৈশ্বিক পরিস্থিতি আরও খারাপ হতে পারে: প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ সভানেত্রী বলেন, তার দল বিগত বছরের মতো এবারও আষাঢ় মাসের প্রথম দিনে বৃক্ষরোপণ অভিযান শুরু করবে।
অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক, পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন, পরিবেশ উপমন্ত্রী হাবিবুন নাহার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন ও পরিবেশ সচিব ফারহিনা আহমেদ উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সংলগ্ন শেরে বাংলা নগরে ৫ থেকে ১১ জুন পরিবেশ মেলা অনুষ্ঠিত হবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
বৃক্ষমেলা ২০২৩ ঈদুল আজহার কারণে ৪ দিনের বিরতি রেখে ৫ জুন থেকে ২৬ জুন এবং ১ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে।
সারাবিশ্বে ‘প্লাস্টিক দূষণের সমাধান’- থিম নিয়ে বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ পালিত হচ্ছে।
আরও পড়ুন: হারানো গৌরব ফিরিয়ে আনতে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে একসঙ্গে কাজ করুন: প্রধানমন্ত্রী
বিশ্বজুড়ে রমজানে মুসলমানদের বিবেচনায় জলবায়ু
গ্র্যান্ড ইস্তিকলাল মসজিদটি জাকার্তার কেন্দ্রস্থলে হাজার বছর ধরে স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল।
মসজিদটি ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠাতা সোয়েকার্নোর চিন্তা থেকে এটি দেশের স্বাধীনতার জন্য একটি চিত্তাকর্ষক প্রতীক হিসাবে নকশা করা হয়েছিল। এর সাতটি দরজা— ইসলামের সাতটি জান্নাতের প্রতিনিধিত্ব করে। মসজিদের সুউচ্চ গম্বুজের অভ্যন্তর দ্বীপপুঞ্জ এবং বিশ্বের দর্শকদের আকর্ষণ করে।
কিন্তু তারা এখানে কেবল আলোকিত দেখতে পায় না, বরং এটি তাদের অনুপ্রেরণা যোগায়।
২০১৯ সালে একটি বড় সংস্কার মসজিদের বিস্তৃত ছাদে ৫০০টি সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। যা এখন ইস্তিকলালের বিদ্যুতের একটি প্রধান এবং পরিবেশবান্ধব উৎস। এবং এই রমজানে মসজিদটি নবায়নযোগ্য জ্বালানি তৈরির ক্ষমতা বাড়াতে জ্বালানি ওয়াকফকে উৎসাহিত করেছে। এটি ইসলামে এক ধরণের দান যা সময়ের সঙ্গে সঙ্গে ফল দেয়।
তার পূর্ব পুরুষ রিয়ায়াহ বা ইস্তিকলাল মসজিদের ভবন ব্যবস্থাপনা বিভাগের উপপ্রধান, আশা করেন যে ইসলামের পবিত্রতম মাসে বিশ্বস্ত মুসল্লিরা বেশি সংখ্যায় মসজিদে আসে এবং অনুদানের মাধ্যমে ইস্তিকলালের সৌর প্রকল্পকে গতি দিতে পারে।
জলবায়ু ধাক্কা ইন্দোনেশিয়া এবং সারা বিশ্বে বিভিন্ন মসজিদের ‘সবুজ রমজান’ উদ্যোগের একটি উদাহরণ যা মুসলিমরা পবিত্র মাসে বিভিন্ন পরিবর্তনের প্রচার করে। যেটিতে উপবাস থাকে এবং অনেক ক্ষেত্রে মানুষ জড়ো হয়ে ভোজ করার উপাদানগুলো দিয়ে ইফতার করে রোযা শেষ করেন।
এই মাসে সংযম এবং দান করার উপর জোর দেওয়া হয়। সুপারিশগুলোর মধ্যে রয়েছে নামাজের আগে অযূ করার সময় কম পানি ব্যবহার করা, সম্প্রদায়ের ইফতারের সময় প্লাস্টিকের বোতল এবং চামুচগুলোকে পুনরায় ব্যবহারযোগ্য করে প্রতিস্থাপন করা এবং খাবারের অপচয় কমানো। অন্যান্য পরামর্শের মধ্যে রয়েছে মসজিদে কারপুলিং, স্থানীয় পণ্য ব্যবহার, পুনর্ব্যবহারে জোর দেওয়া এবং পরিবেশবান্ধব জ্বালানি প্রকল্পে অর্থায়নের জন্য অনুদান ব্যবহার করা।
ক্রমবর্ধমান খরা, বন্যা এবং তাপ তরঙ্গের কারণ- হচ্ছে বিদ্যুৎ এবং পরিবহনের জন্য নোংরা জ্বালানির ব্যবহার, প্লাস্টিকের মতো পণ্য তৈরির জন্য পেট্রোকেমিক্যাল এবং ল্যান্ডফিলগুলোতে খাদ্য বর্জ্য থেকে নির্গমন।
আরও পড়ুন: বিশ্বব্যাপী খাদ্য ও জলবায়ু সংকট মোকাবিলার কৌশল নিয়ে ইইউ, দক্ষিণ এশিয়ার নীতি নির্ধারক-বিশেষজ্ঞদের আলোচনা
বিজ্ঞানীরা বলছেন, বিশ্বের জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলোকে সীমিত করতে ইতোমধ্যেই এসবের প্রয়োজন ব্যাপকভাবে কমানো হবে।যদিও স্বতন্ত্র উদ্যোগগুলো সেই পরিবর্তনের একটি ছোট অংশ তবুও বিশেষজ্ঞরা বলছেন যে জলবায়ু লক্ষ্যগুলোর পিছনে ক্রমবর্ধমান গতি একটি প্রভাব ফেলতে পারে।
ইসলামিক ভিত্তিক পদ্ধতি গ্রহণকারী দলগুলো প্রায়শই পৃথিবী, পানি এবং অপচয়ের বিরুদ্ধে কিছু কুরআনের আয়াত এবং নবী মুহাম্মদের (সা.) বাণী এবং অনুশীলনের পরিবেশগত উপলব্ধি তুলে ধরে।
গত বছর মুসলিম কংগ্রেস ফর সাসটেইনেবল ইন্দোনেশিয়ার এক সভায় দেশটির ভাইস প্রেসিডেন্ট মা'রুফ আমিন আলেম ও সম্প্রদায়ের নেতাদের ‘পরিবেশগত ক্ষতি সম্পর্কিত বিষয়গুলো জানাতে সক্রিয় ভূমিকা পালন করার’ আহ্বান জানিয়েছিলেন এবং জলবায়ু পরিবর্তনের বিষয়ে ইস্তিকলাল মসজিদের মতো সৌর প্রকল্পে অনুদানের মাধ্যমে দৃঢ় পদক্ষেপ নেওয়ার জন্য বলেছিলেন।
ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনের জন্য বিশ্বাস-ভিত্তিক নাহদলাতুল উলামার ইনস্টিটিউশনের একজন বোর্ড সদস্য মুহাম্মাদ আলী ইউসুফ বলেছেন, নিরাপদ জ্বালানি সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া মুসলমানদের জন্য একটি ‘গুরুত্বপূর্ণ দায়িত্ব’, যেখানে মসজিদগুলোর নিজস্ব সৌর প্যানেল স্থাপন একটি বৃহত্তর রূপান্তরের অনুঘটক হতে পারে।
মার্কিন মুসলিম সম্প্রদায়ের পরিবেশবাদী কর্মী ইমাম সাফেট ক্যাটোভিকের মতে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায়, বিংশ শতাব্দীর মাঝামাঝি মুসলিম সম্প্রদায়ের মধ্যে যে পরিবেশগত গোষ্ঠীগুলো একে অপরের থেকে স্বাধীনভাবে গড়ে উঠতে শুরু করেছিল তারা তাদের ধর্মীয় ঐতিহ্যের মধ্যে থেকে ‘সবুজ মুসলিম সমঝোতা’ গঠন করেছিল।
তিনি আরও বলেন, ‘কিছু ক্ষেত্রে, মসজিদগুলো এটি গ্রহণ করেছিল,’ অন্যদের মধ্যে, মসজিদের নেতারা উদ্যোগটি ‘পুরোপুরি বুঝতে পারেনি।’
ক্যাটোভিক বলেন, রমজান একটি ‘বাস্তুসংস্থান সংক্রান্ত প্রশিক্ষণের সম্ভাবনা প্রদান করে যা মুসলিম সম্প্রদায়ের জন্য অনন্য।’ ‘ত্রিশ দিন কাউকে তাদের অভ্যাস পরিবর্তন করতে দেয়।’
ইসলামিক সোসাইটি অব নর্থ আমেরিকা ওয়েবসাইট মুসলমানদেরকে ‘একটি পরিবেশ-বান্ধব সম্প্রদায়’ হওয়ার আহ্বান জানিয়েছে।এতে বলেছে যে পরিবেশের দেখাশোনা করার দায়িত্ব দিয়ে ইসলাম আমাদেরকে এই গ্রহের তত্ত্বাবধায়ক এবং রক্ষাকর্তা হিসাবে নিযুক্ত করেছে।’
সারাবিশ্বের কিছু মসজিদ এবং মুসলিম এই ধরনের আহ্বানে সাড়া দিচ্ছে, এক সময়ে এটি একটি ছোট পদক্ষেপ।
এই বছরের রমজানের আগে, ইন্দোনেশিয়ার আল মাহাদুল ইসলামিক বোর্ডিং স্কুলের মসজিদটি ইসলামিক অনুদানের মাধ্যমে সোলার প্যানেল পেয়েছে, যা মসজিদের সমস্ত প্রয়োজনের জন্য যথেষ্ট বিদ্যুত সরবরাহ করেছে। সোলার প্যানেল থেকে পাওয়া বিদ্যুত আশেপাশের স্কুল এবং রাস্তাগুলোকে আলোকিত করে।
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের নিজামিয়ে মসজিদ, এর সুউচ্চ মিনার এবং প্রশস্ত অভ্যন্তরসহ, গম্বুজ এবং সৌর প্যানেল সহ একটি ছাদ রয়েছে যা মসজিদ এবং এর আশেপাশের স্কুল, ক্লিনিক এবং বাজারে বিদ্যুৎ চালু রাখতে সাহায্য করে।
১৪৩টি প্যানেল কমপ্লেক্সের বিদ্যুত ব্যবহারের এক তৃতীয়াংশেরও বেশি কভার করে। যেটি সাম্প্রতিক বছরগুলোতে তার চাপযুক্ত গ্রিডের মাধ্যমে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ করার জন্য সংগ্রাম করেছে।
এডিসনের নিউ জার্সির মসজিদ আল-ওয়ালি একটি মসজিদ ও কমিউনিটি সেন্টারের বোর্ড সদস্য আকিল মানসুরি বলেছেন, সদস্যদের কাছে পুনব্যবহারের জন্য পানির বোতল বিক্রি করা এবং নিষ্পত্তিযোগ্য প্লাস্টিকের বোতল ব্যবহারকে নিরুৎসাহিত করার জন্য আরও বেশি পানির কুলার স্থাপন করার মতো পরিবর্তনগুলো গ্রহণ করছে।
মানসুরি বলেন, ‘পরিবেশ রক্ষা করা ইসলামের সঠিক কাজ। ‘লোকেরা বার্তা গ্রহণ করে, কিন্তু গ্রহণ করা সবসময় ধীর হয়।’
বেশ কয়েক বছর আগে, মসজিদ আল-ওয়ালি একটি ইসলামিক স্কুল এবং মাসিক কমিউনিটি ডিনার, সৌর প্যানেল স্থাপন করেছিল।
মানসুরি বলেন, এই রমজানে মসজিদের সম্প্রদায়ের জন্য খাবার ইফতার আপাতত প্লাস্টিকের প্যাকেজ করে বাক্সে আসে। কিন্তু মসজিদের নেতারা সদস্যদের উচ্ছিষ্টগুলো নিয়ে বাক্সগুলো ফেলে দেওয়ার পরিবর্তে পুনরায় ব্যবহার করতে উৎসাহিত করেন। তিনি আশা করেন আগামী রমজানে বিকল্প খুঁজে পাওয়া যাবে।
যুক্তরাজ্যের ব্রিস্টল-ভিত্তিক দাতব্য সংস্থা প্লাস্টিক-এর বিরুদ্ধে প্রজেক্টস, ‘প্লাস্টিক মুক্ত রমজান’ অভিযানের নেতৃত্ব দিচ্ছে।
পিএপি প্রতিষ্ঠাতা নাসিম তালুকদার বলেন, ‘একজন মুসলিম হিসেবে আমি মনে করি, মসজিদগুলো হলো সম্প্রদায়ের কেন্দ্র এবং তাদের টেকসই ভিত্তিক এবং পুনর্ব্যবহার করার জন্য একটু বেশি অগ্রণী ভূমিকা নেওয়া উচিত।’ ‘রমজান মাসে আমি সত্যিই হাস্যকর পরিমাণে প্লাস্টিক ব্যবহার এবং ফেলে দিতে দেখেছি।’
মসজিদগুলোকে প্লাস্টিক দূষণের বিষয়ে সচেতনতা বাড়াতে এবং একক-ব্যবহারের প্লাস্টিকের উপর নির্ভরতা কমানোর আহ্বান জানানো হয়। সাতটি ব্রিস্টল মসজিদ গত বছর একটি পাইলট প্রকল্পে অংশ নিয়েছিল, বিভিন্ন ফলাফলের সঙ্গে এবং একটি জাতীয় প্রচারাভিযান, ২০টিরও বেশি অংশগ্রহণকারী মসজিদে এই বছর চালু করা হয়েছিল।
শিক্ষার পাশাপাশি, আরেকটি চ্যালেঞ্জ হলো যখন মসজিদে পুনঃব্যবহারযোগ্য চামুচ, ডিশওয়াশার এবং পানির ফোয়ারা কেনার জন্য পর্যাপ্ত তহবিল নেই।
তালুকদার বলেন,‘আমরা জানতাম যে আমরা কিছু কঠিন দেয়াল এবং কিছু পুশব্যাককে আঘাত করতে যাচ্ছি, কিন্তু, সত্যি কথা বলতে, আমরা এখন পর্যন্ত যে ব্যস্ততা দেখেছি, তা কিছুটা অপ্রতিরোধ্য ছিল।’ ‘যদিও অগ্রগতি ধীর, তবে মসজিদের মধ্যে এই ধরণের উদ্যোগের জন্য একটি সত্যিকারের ক্ষুধা রয়েছে।’
জলবায়ু পরিবর্তনের সম্মুখীন মুসলিম সম্প্রদায়গুলোকে ক্ষমতায়ন করার একটি জোট উম্মাহ ফর আর্থ-এর গৃহীত উদ্যোগের লক্ষ্য হলো-রমজান মাসে একটি পরিবেশ-বান্ধব অনুশীলন গ্রহণ করার প্রতিশ্রুতি দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানানো। এর মধ্যে ইমামগণকে তাদের বক্তব্যে পরিবেশগত সমস্যাগুলো সমাধান করার জন্য জনগণের আহ্বান জানানো, পরিবেশগত দাতব্য সংস্থাকে দান করা এবং টেকসইভাবে কেনাকাটা করা অন্তর্ভুক্ত।
বৈরুত-ভিত্তিক ক্যাম্পেইন এবং বিশ্বব্যাপী গ্রীনপিস মেনার উম্মাহ ফর আর্থ এর প্রকল্প সমন্বয়কারী নৌহাদ আওয়াদ বলেছেন, ‘অনেক মুসলমানই জানেন না যে কুরআনে এবং নবীর বাণীতে পরিবেশগত শিক্ষা রয়েছে এবং তাদের একটি ভূমিকা রয়েছে যার মাধ্যমে তারা গ্রহকে রক্ষা করতে পারে।’
আওয়াদ বলেছিলেন, যখন তারা সচেতনতা বাড়ানোর জন্য কাজ করে, প্রচারকারীরা প্রায়ই এই যুক্তির মুখোমুখি হন যে জলবায়ু পরিবর্তন ‘ভাগ্য নির্ধারিত’ এবং ‘আপনি খোদার ভাগ্য পরিবর্তন করতে পারবেন না।’
তিনি বলেন, ‘আমরা আখ্যান পরিবর্তন করার চেষ্টা করছি।’ ‘আমাদের কাছে এমন কিছু আছে যা আমরা ব্যক্তিগত, সম্প্রদায় এবং রাজনৈতিক পর্যায়ে করতে পারি।’
আরও পড়ুন: জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি প্রশমনে আঞ্চলিক ও বৈশ্বিক প্রচেষ্টা জোরদার করুন: প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদে জলবায়ু ন্যায়বিচারকে এগিয়ে নিতে ঐতিহাসিক প্রস্তাব গৃহীত
জাতিসংঘের সাধারণ পরিষদে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের ক্ষেত্রে দায়ী রাষ্ট্রগুলোর আইনগত বাধ্যবাধকতার বিষয়ে পরামর্শমূলক মতামত প্রদানের জন্য বুধবার আন্তর্জাতিক বিচার আদালতকে অনুরোধ করে একটি সর্বসম্মত প্রস্তাব গৃহীত হয়েছে।
বাংলাদেশসহ ১৭-সদস্য বিশিষ্ট কোর গ্রুপ দ্বারা উত্থাপিত এই প্রস্তাবটি জলবায়ু ন্যায়বিচার এবং ন্যায্যতার পক্ষে সমর্থনকারী দেশগুলোর জন্য একটি যুগান্তকারী অর্জন।
কোর গ্রুপের পক্ষে রেজ্যুলেশনটি সাধারণ পরিষদে উত্থাপন করে ভানুয়াতুর প্রধানমন্ত্রী। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করার নিমিত্ব এই রেজ্যুলেশনে মানবাধিকার আইনসহ বিদ্যমান আন্তর্জাতিক সকল আইন, স্বীকৃত নীতিমালার ভিত্তিতে সংশ্লিষ্ট দায়ী দেশগুলোর আইনি বাধ্যবাধকতার ওপর পরামর্শমূলক মতামত প্রদানের জন্য আন্তর্জাতিক বিচার আদালতকে অনুরোধ করা হয়।
কার্বন নিঃসরণের ফলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ বা ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সুরক্ষার জন্য সংশ্লিষ্ট আইনি পরিণতি সম্পর্কে পরামর্শ দেওয়ার জন্যও এই রেজ্যুলেশনে অনুরোধ করা হয়েছে আন্তর্জাতিক বিচার আদালতকে।
আরও পড়ুন: জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের গণহত্যার ওপর প্রথম আলোকচিত্র প্রদর্শনী
সাধারণ পরিষদে রেজ্যুলেশনটি আনুষ্ঠানিকভাবে গ্রহণের জন্য আয়োজিত উচ্চ অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব প্রদান করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
তিনি তার বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের ধ্বংসাত্মক ও অপরিবর্তনীয় হুমকির বিষয়ে স্পষ্ট সতর্কতা সত্ত্বেও মানবতার বেঁচে থাকার জন্য যে মাত্রায় বৈশ্বিক উদ্যোগ প্রয়োজন, তার ধারে কাছেও নেই বিশ্ব সম্প্রদায়। এই রেজ্যুলেশন এবং এর ফলে আন্তর্জাতিক বিচার আদালত কর্তৃক পরামর্শমূলক মতামত ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে দায়ী দেশগুলোর আইনি বাধ্যবাধকতা, ক্ষতিগ্রস্ত দেশগুলোর অধিকার এবং জলবায়ু পরিবর্তন থেকে মানব জাতিকে রক্ষা করার জন্য মানব সভ্যতাকে আরও সম্যক ধারণা দিয়ে তাদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করবে।
আদালতের পরামর্শমূলক মতামতের গুরুত্বের কথা উল্লেখ করে জাতিসংঘ মহাসচিব তার বক্তব্যে বলেন যে এই ধরনের পরামর্শমূলক মতামত জাতিসংঘ সদস্য দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় আরও সাহসী এবং শক্তিশালী ব্যবস্থা নিতে সহায়তা করবে। রেজ্যুলেশনটি সদস্য দেশগুলোর পাশাপাশি জলবায়ু কর্মী এবং যুব সমাজসহ আন্তর্জাতিক সুশীল সংস্থাগুলোর কাছ থেকে অকুণ্ঠ সমর্থন পেয়েছে।
ভানুয়াতুর আহ্বানে প্রতিষ্ঠিত কোর গ্রুপটি রেজ্যুলেশনের খসড়া প্রণয়ন থেকে প্রস্তাব চূড়ান্তভাবে গ্রহণ পর্যন্ত পুরো প্রক্রিয়া জুড়ে অত্যন্ত সক্রিয় ছিল। খসড়া রেজ্যুলেশনের ওপর তারা জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের অংশ গ্রহণে উন্মুক্ত এবং স্বচ্ছ পদ্ধতিতে একাধিকবার অনানুষ্ঠানিক সভা করেছে। বাংলাদেশ, কোর গ্রুপের সদস্য হিসেবে, খসড়া প্রণয়ন ও নেগোশিয়েশন প্রক্রিয়ার পাশাপাশি আউটরিচ প্রচেষ্টায় সক্রিয়ভাবে নিযুক্ত ছিল।
‘এটি জলবায়ু ন্যায়বিচারের জন্য একটি কালজয়ী মুহূর্ত। আমরা পুরো প্রক্রিয়া জুড়ে সদস্য রাষ্ট্রগুলোর অসীম আগ্রহ ও সম্পৃক্ততার জন্য কৃতজ্ঞ, যা জলবায়ু সংকট মোকাবিলায় তাদের গভীর অঙ্গীকারের সাক্ষ্য দেয়।’ - বলেছেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মুহিত, যিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের কাছ থেকে সমর্থন অর্জনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।
রেজ্যুলেশন গৃহীত হওয়ার পর বুধবার সন্ধ্যায় পররাষ্ট্র সচিব ভানুয়াতু কর্তৃক আয়োজিত এক সংবর্ধনায় অংশ নেন।
আরও পড়ুন: এসডিজি: বিশ্বকে 'ট্র্যাকে ফিরে' পেতে ইইউকে সহায়তা করার আহ্বান জানাল জাতিসংঘ প্রধান
বিশ্বব্যাংকের নতুন নেতৃত্বকে অবশ্যই জলবায়ুকে সর্বোচ্চ অগ্রাধিকারে রাখতে হবে: ভি২০
বিশ্বব্যাংক গ্রুপের নেতৃত্বের পরিবর্তনের ঘোষণার পর ভলনারেবল টোয়েন্টি গ্রুপ অব মিনিস্টারস অব ফাইন্যান্স (ভি২০) -এর সভাপতি জোর দিয়ে বলেছেন যে বৈশ্বিক উন্নয়নের জন্য একটি আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা প্রয়োজন যা বিদ্যমান জলবায়ু সংকট অবস্থার পরিপ্রেক্ষিতে উপযুক্ত। তিনি বিশ্বব্যাংকের পরবর্তী প্রধানকে জলবায়ুকে তার শীর্ষ অগ্রাধিকারের মধ্যে রাখার আহ্বান জানান।
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাসের পদত্যাগের প্রতিক্রিয়ায় ঘানার অর্থমন্ত্রী এবং ভি২০ এর সভাপতি কেন ওফোরি-আত্তা উল্লেখ করেছেন যে ‘বিশ্বের আন্তর্জাতিক আর্থিক স্থাপত্যে প্রধান সংস্কার জরুরিভাবে প্রয়োজন যাতে ক্রমবর্ধমান জলবায়ু সংকট প্রতিরোধ করা দরকার যাতে বিশ্ব অর্থনীতি অপ্রতিরোধ্য হতে পারে।’
তিনি বিশেষভাবে ঋণের ক্ষেত্রে পরিবর্তনের আহ্বান জানান; জলবায়ু লক্ষ্য পূরণের জন্য আর্থিক প্রবাহের স্থানান্তর; এবং মূলধারার জলবায়ু ঝুঁকির প্রাতিষ্ঠানিক নজরদারি প্রয়োজন।
আরও পড়ুন: বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ম্যালপাসের পদত্যাগ ঘোষণা
তিনি প্যারিস চুক্তির এক দশমিক ৫সি নিরাপত্তা সীমা বজায় রাখার ক্ষেত্রে ক্রমাগত অসাম্যের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। জি-৭ এর বর্তমান নির্গমনের ২৫ ভাগ এবং জি-২০ সদস্যরা সম্মিলিতভাবে বিশ্বকে ৩০সি এর বেশি উষ্ণায়নের পথে নিয়ে গেছে। এছাড়া এর সদস্যদের এনডিসিগুলো ইতোমধ্যেই ন্যায্য শেয়ারের ভিত্তিতে এক দশমিক ৫সি কার্বন বাজেট সম্পূর্ণরূপে নিঃশেষ করে দিয়েছে। যখন ভি-২০ একটি ন্যায্য শেয়ার ভিত্তিতে সম্পূর্ণরূপে নমনীয় থাকে।
বিশ্বব্যাংকের একটি নতুন নেতৃত্বকে অবশ্যই সর্বোচ্চ অগ্রাধিকার হিসাবে ইতিবাচক জলবায়ু কর্মের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে (অর্থাৎ দুর্বল দেশগুলোর জন্য একটি ন্যায্য এবং যৌথ উত্তরণ অর্জন)।
ঘানা রিপাবলিকের অর্থমন্ত্রী এবং ভি২০-এর সভাপতি কেন ওফোরি-আত্তা বলেন, ‘আমরা শুধুমাত্র জলবায়ু অগ্রগামী নেতাদের প্রতিশ্রুতিবদ্ধ হতে পারি। প্যারিস চুক্তি বহাল রাখতে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার ক্রমাগত ব্যর্থতা আমাদের অর্থনীতি এবং সম্প্রদায়গুলোকে জলবায়ু সংকটের প্রথম সারিতে রেখেছে। পরবর্তী বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের নেতৃত্বের প্রথম পরীক্ষা হবে একে অপরের বিরুদ্ধে না দাঁড়িয়ে ঋণ, চাকরি এবং জলবায়ু পরিবর্তনের বিষয়ে কাজ করা।
‘আমাদের ভি২০’র ৫৮টি সদস্য অর্থনীতিতে দেড় বিলিয়ন জনগণকে সেবা দেয়ার ক্ষেত্রে আমাদের নীতিগত অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গি দেয় যা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সক্রিয়ভাবে সমর্থন ও কাজ করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ৷ আমরা বিশ্বব্যাংকের নতুন নেতৃত্বকে একটি ব্যাপক ঋণ সংস্কার, চাকরি, ডিজিটালাইজেশন, জলবায়ু স্মার্ট আর্থিক প্রবাহ নিশ্চিত করতে এবং ক্রমবর্ধমান ভয়ঙ্কর মূলধনের ব্যয় কমানোর প্রচেষ্টাকে ত্বরান্বিত করতে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই কর্মসূচিকে সাহসীভাবে সমর্থন করার জন্য নতুন ব্যাংকের প্রেসিডেন্টও ভি২০-এর ওপর নির্ভর করতে পারেন। বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন উন্মুক্ত করার জন্য আমরা নতুন নেতৃত্বের দিকে নজর দিচ্ছি, কারণ আমরা সবাই জলবায়ু সহনশীল বৈশ্বিক অর্থনীতি গড়ে তোলার জন্য কাজ করছি।’
২০২৩ সালের এপ্রিলে বিশ্ব ব্যাংক এবং আইএমএফ গ্রীষ্মকালীন বৈঠকের সময় ভি২০ মন্ত্রীরা মিলিত হবেন।
বর্তমানে ঘানা প্রজাতন্ত্রের অর্থমন্ত্রী কেন ওফোরি-আত্তার সভাপতিত্বে ভি২০ গ্রুপ অব ফাইন্যান্স মিনিস্টারস হলো জলবায়ু পরিবর্তনের জন্য পদ্ধতিগতভাবে ঝুঁকিপূর্ণ অর্থনীতিগুলোর একটি নিবেদিত সহযোগিতা উদ্যোগ।
আরও পড়ুন: জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে বিশ্বব্যাংকের সহযোগিতা করা উচিৎ: প্রধানমন্ত্রী
জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি রক্ষা করতে ধনী দেশগুলো ব্যর্থ: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী ধনী দেশগুলো উন্নয়নশীল দেশগুলোর পরিণতি মোকাবিলায় আর্থিক সহায়তা করার প্রতিশ্রুতি রক্ষা করছে না।
বৃহস্পতিবার তার কার্যালয়ে ইইউ কমিশনার ফর হোম অ্যাফেয়ার্স ওয়াইভা জোহানসনের নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের পাঁচ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।
২০০৯ সালে বিশ্ব উষ্ণায়নের জন্য সবচেয়ে বেশি দায়ী উন্নত দেশগুলো ২০২০ সালের মধ্যে পরিণতি মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোকে প্রতি বছর সহায়তা হিসেবে ১০০ বিলিয়ন ডলার প্রদানের প্রতিশ্রুতি দেয়।
প্রতিশ্রুতি এখনও পূরণ না হওয়ায় কিছু উন্নয়নশীল দেশের মধ্যে তাদের উষ্ণতা নির্গমন হ্রাস ত্বরান্বিত করার জন্য অবিশ্বাস এবং অনীহা তৈরি হয়েছে।
ইহসানুল করিম বলেন, ইইউ প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের ব্যাপক উন্নয়নের জন্য তাকে অভিনন্দন জানান।
তিনি বলেন, আগামী বছর ইইউ ও বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তি উদযাপন করবে।
তারা রোহিঙ্গাসহ অভিবাসন ইস্যুতেও আলোচনা করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বড় বোঝা।
তিনি আরও বলেন, নতুন শিশুর জন্মের সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত এই সংখ্যা বাড়ছে।
আরও পড়ুন: এখন মেগাপ্রজেক্ট নয় জনকল্যাণমুখী প্রকল্প নিয়ে আসুন: প্রধানমন্ত্রী
হাসিনা আরও বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে ইউরোপীয় ইউনিয়নের পদক্ষেপ নেয়া উচিত, যার জন্য সারা বিশ্ব এখন ভুগছে।
ঝুঁকিপূর্ণ পথ ব্যবহার করে বাংলাদেশিদের অভিবাসন প্রসঙ্গে তিনি বলেন, সরকার এটা বন্ধে পদক্ষেপ নিচ্ছে।
তিনি বলেন, আইওএম-এর সহায়তায় আমরা কয়েকজন বাংলাদেশিকে ফিরিয়ে নিয়েছি।
ইভা জোহানসন বলেন, রোহিঙ্গা ইস্যুতে ইইউ বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে।
তিনি উল্লেখ করেছেন যে ইইউ বর্তমানে সাড়ে চার মিলিয়ন ইউক্রেন শরণার্থীকে আতিথ্য দিচ্ছে।
তিনি বলেন, ইইউভুক্ত দেশগুলোতে অনেক বাংলাদেশি বসবাস করছেন।
‘কিছু মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর দিয়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে প্রবেশের চেষ্টা করে। আমাদের জনবল দরকার, এখান থেকে (বাংলাদেশ) মানুষ যদি আইনি পথে আসে তাহলে উভয়ের জন্যই লাভজনক হবে।
তারা জলবায়ু পরিবর্তন ইস্যু নিয়েও আলোচনা করেন।
জোহানসন জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের পদক্ষেপ জানতে চান।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার ইতোমধ্যেই নিজস্ব সম্পদ দিয়ে জলবায়ু পরিবর্তন অভিযোজন ও প্রশমনে পদক্ষেপ নিয়েছে।
তিনি উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে সারাদেশে অনেক গাছ লাগানো হচ্ছে। বাংলাদেশ যেকোনও ধরনের দুর্যোগ মোকাবিলা করতে সক্ষম।
নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের গৃহীত নীতির কারণে নারীরা এখন প্রতিটি খাতে ভালো কাজ করছে।
শেখ হাসিনা বলেন, তার সরকার তৃণমূলের উন্নয়নে বিশ্বাসী। ‘আমাদের লক্ষ্য তৃণমূল মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন করা।’
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন ও মুখ্য সচিব আহমদ কায়কাউস।
আরও পড়ুন: টানা ক্ষমতায় থাকায় দেশের উন্নয়ন দৃশ্যমান হচ্ছে: প্রধানমন্ত্রী
ঢাকার বাচ্চারা ফ্ল্যাটে থেকে ফার্মের মুরগির মতো হয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত দেশগুলোই দায়ী: তথ্যমন্ত্রী
বর্তমান জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত দেশগুলোই দায়ী বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেছেন, উন্নত দেশগুলোতে জনপ্রতি গ্রিন হাউস গ্যাস নির্গমন অনেক বেশি। ইউরোপে পার ক্যাপিটা পার এরিয়া ১০ টনের বেশি। আমেরিকায় ১৫ টন বা আরও বেশি।
রবিবার সচিবালয়ে মিশরে অনুষ্ঠেয় ‘কপ-২৭’ সম্মেলনকে সামনে রেখে ‘বাংলাদেশের প্রস্তুতি ও প্রত্যাশা’ নিয়ে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, দ্রুত উন্নয়নশীল দেশগুলোতে পার ক্যাপিটা পার এরিয়া এখন চার-পাঁচ টন গ্রিন হাউস গ্যাস নির্গমন হচ্ছে। সেই তুলনায় আমাদের কিছুই না। কিন্তু জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সেটি আমাদের ওপর অন্য দেশের তূলনায় অনেক বেশি হচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের সমস্ত বিরূপ প্রভাব দৃশ্যমান। যেমন, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। যারা উপকূলের মানুষ, তারা জানেন, আমি চট্টগ্রাম শহরের ছেলে, সেই কারণে আমিও জানি। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির পাশাপাশি লবণাক্ততা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, হঠাৎ একদিনের অনেক বৃষ্টি, জলবায়ু পরিবর্তনের ঘটনাগুলো অনেক বেড়ে গেছে। অর্থাৎ ঘনঘন প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু সম্পর্কিত প্রাকৃতিক দুর্যোগ।
আরও পড়ুন: দুই বাংলার হৃদয়বন্ধন কাঁটাতারের বেড়া মানে না: তথ্যমন্ত্রী
হাছান মাহমুদ বলেন, গ্ল্যাসিয়েল লেক বলতে বরফ গলে যে লেকগুলো তৈরি হয়েছে, সেটাকে বোঝায়। সেখান থেকে উৎপত্তি হওয়া নদীগুলো বাংলাদেশের ওপর দিয়ে বঙ্গোপসাগর দিকে প্রবাহিত হচ্ছে। তাহলে সেটার যে কী বিরূপ প্রভাব, তা অনুমানেরও বাইরে। সব মিলিয়ে আমরা এই জলবায়ু পরিবর্তনের অসহায় শিকার। পুরো পৃথিবীই শিকার।
এবারের কপ২৭ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন হাছান মাহমুদ।
তিনি বলেন, আমাদের এবারকার বক্তব্য থাকবে, যে দয়া করে যুদ্ধটা বন্ধ করুন। একে অপরকে ধ্বংস করার পরিবর্তে সবাই মিলে পৃথিবীটাকে রক্ষা করি। এটি প্রথম বক্তব্য।
দ্বিতীয় বক্তব্যটা হচ্ছে, আমরা যেহেতু জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের অসহায় শিকার, আমরা বহু বছর থেকে বলে আসছি, সেটির পুনরাবৃত্তি আমরা করবো যে কোনও অজুহাত এখানে দাঁড় করানো যাবে না। আমাদের প্রতিশ্রুত সাহায্য করতে হবে।
‘প্যারিস চুক্তির আলোকে যেগুলো হওয়ার কথা ছিল, সেগুলো এখনো হয়নি। যেমন, গ্রিন ক্লাইমেট ফান্ডে যে পরিমাণ অর্থ জমার পড়ার কথা ছিল সেটি জমেনি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব কমিয়ে আনতে সেই অর্থ সমবণ্টনের কথা ছিল, কিন্তু তা কার্যকর হচ্ছে না। জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি যেভাবে সমাধান করার কথা ছিল, সেভাবে হচ্ছে না।’
তিনি জানান, আমাদের মূল বক্তব্য হচ্ছে আমরা চেষ্টা করবো, আমরা যারা পৃথিবীতে শান্তি চাই, শান্তি স্থাপিত হোক। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে পৃথিবী নানা অশান্তির মধ্য দিয়ে যাচ্ছে। এই যে আড়াই বছর ধরে মহামারি। এরমধ্যে আমরা যুদ্ধ করছি। আমাদের বিবেক-বুদ্ধি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, তা নিয়েই প্রশ্ন তৈরি হয়েছে।
মহামারির মধ্যে পৃথিবীর অর্থনৈতিক অবস্থা নড়বড়ে হয়েছে। কিন্তু আমরা ব্যস্ত নিষেধাজ্ঞা পাল্টা-নিষেধাজ্ঞায়। এতে ডলার শক্তিশালী হয়েছে, পাশাপাশি রুবলও।
কিন্তু আমরা যারা যুদ্ধের বাইরে আছি, আমরা প্রচণ্ড অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে। যা কোনোভাবেই কাম্য হতে পারে না।
তথ্যমন্ত্রী আরও বলেন, যেখানে প্রাকৃতিক দুর্যোগ আমাদের মোকাবিলা করা দরকার, তা বাদ দিয়ে আমরা যুদ্ধে জড়িয়ে পড়ছি। শুধু মহামারি না, এ বছর দেখেন, বিভিন্ন দেশে বন্যা, খরা ও দাবানল হয়েছে। ইউরোপ, তুর্কি, গ্রিস, আফ্রিকা ও অস্ট্রেলিয়ায় দাবানল ছড়িয়ে পড়েছে। এমনকি মাঝে মাঝে সাইবেরিয়ায়।
আমরা ছোটবেলায় পড়েছি, বরফের দেশ সাইবেরিয়ায় এক্সিমোরা থাকে। সেই সাইবেরিয়ায়ও দাবানল হচ্ছে। এই যে পৃথিবীতে বদলে যাচ্ছে। পৃথিবী যে একটি প্রাকৃতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, এসব ঘটনার তারই বহিঃপ্রকাশ।
এখন থেকে পৃথিবীকে রক্ষা করা দরকার বলে মনে করেন মন্ত্রী। তার মতে, আমাদের জলবায়ু সচেতনতা প্রতিবেশী দেশের তুলনায় বেশি আছে।
যদিও সাধারণ মানুষকে অতোটা সম্পৃক্ত করতে পারিনি। কিন্তু যা আছে, তার পেছনে সাংবাদিকদের অবদান আছে।
কপ-২৭ সম্মেলন নিয়ে মতবিনিময় অনুষ্ঠানে ‘বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জর্জানালিস্ট ফোরাম’ (বিসিজেএফ) এর সভাপতি কাউসার রহমান, সধারণ সম্পাদক মোতার হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক মাসউদুল হক বক্তব্য দেন।
আরও পড়ুন: ছাত্রদলের ইন্ধনেই বিচারপতি মানিকের ওপরে হামলা হয়েছে: তথ্যমন্ত্রী
রুশ রাষ্ট্রদূত আশা করছেন শিগগিরই ইউক্রেনে যুদ্ধ শেষ হবে: তথ্যমন্ত্রী