ট্রেন চলাচল বন্ধ
বিমানবন্দর এলাকায় ট্রেন লাইনচ্যুত, ঢাকামুখী ট্রেন চলাচলে বিঘ্ন
ঢাকা থেকে জামালপুরের তারাকান্দি পর্যন্ত চলাচলকারী আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেন ঢাকার বিমানবন্দর রেলস্টেশনে প্রবেশের মুখে লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
শনিবার (২৩ আগস্ট) সকাল ৮টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে বলে রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন।
কমলাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় কেউ আহত হয়নি। লাইনচ্যুত বগি সরিয়ে নিতে কাজ চলছে।
আরও পড়ুন: লালমনিরহাটে দুই ট্রেনের সংঘর্ষে দুটি বগি লাইনচ্যুত
তিনি জানান, দুর্ঘটনার পর কমলাপুর থেকে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। এতে ঢাকার বাইরে থেকে আসা ট্রেনগুলো বিমানবন্দর স্টেশনে ঢুকতে সমস্যা হচ্ছে। তবে ঢাকার ভেতর থেকে ট্রেন বের হওয়ার লাইন সচল আছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে কামরুলাপুর থেকে দেশের পূর্ব ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়ার কথা ছিল— এমন কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ে ছাড়তে নাও পারে। ফলে যাত্রীদের দীর্ঘসময় অপেক্ষা করতে হতে পারে।
প্রত্যাশিত সময়ে ট্রেন না ছাড়ায় কামরুলাপুরে অপেক্ষমাণ যাত্রীরা ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন।
১০৪ দিন আগে
রাজশাহীতে বনলতা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটের বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে এই রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
সোমবার (৫ মে) সকাল ৭টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্টেশন সূত্রে জানা যায়, বনলতা এক্সপ্রেস ট্রেনটি সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। পরে রাজশাহী রেলওয়ে স্টেশনের কাছে পৌঁছানোর সময় একটি বগির চাকা ভেঙে লাইনচ্যুত হয়।
আরও পড়ুন: নাটোরে ৭ ঘণ্টার ব্যবধানে দুটি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত
ট্রেনটির যাত্রীরা জানান, প্ল্যাটফর্মের কাছে আসতেই বিকট শব্দ শোনা যায়। পরে দেখা যায়, একটি বগির চাকা ভেঙে গেছে এবং বগিটি লাইনচ্যুত হয়েছে।
ঘটনার পর যাত্রীরা বগি থেকে নেমে যান । পরে ঘটনাস্থলে যায় রেল কর্তৃপক্ষ।
রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহীদুল ইসলাম জানান, দুর্ঘটনার কারণে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বগি উদ্ধারের কাজ চলছে, ফলে ট্রেনটি নির্ধারিত সময়ের চেয়ে দেড়িতে ঢাকার উদ্দেশে ছাড়বে।
২১৪ দিন আগে
গাজীপুরে যমুনা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ
গাজীপুরের জয়দেবপুর স্টেশনে যমুনা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় শনিবার সকাল ৮টা থেকে ঢাকার সঙ্গে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোর মধ্যে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
জয়দেবপুর স্টেশনের স্টেশন মাস্টার রেজাউল করিম ইউএনবিকে জানান, সকাল ৮টার দিকে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে গেলে উভয় পাশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
তিনি বলেন, ট্রেন সরানোর চেষ্টা চলছে। আশা করা হচ্ছে শিগগিরই ট্রেন যোগাযোগ পুনরায় শুরু হবে।
আরও পড়ুন: রবিবার থেকে ঢাকা-না’গঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ
গাজীপুরে ক্রেন উল্টে লাইনে: ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
১০২১ দিন আগে
রবিবার থেকে ঢাকা-না’গঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজের জন্য ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন চলাচল রবিবার (৪ ডিসেম্বর) থেকে সাময়িকভাবে বন্ধ থাকবে। রেলপথ মন্ত্রণালয় গত বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে,‘পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে গেণ্ডারিয়া অংশে তিনটি পৃথক রেল লাইনে নির্মাণ কাজ চলমান রয়েছে। কাজটি দ্রুত সম্পন্ন করতে ঢাকা- নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী সকল ট্রেন রবিবার (৪ ডিসেম্বর) থেকে সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ রেলওয়ে।’
ওই কাজ শেষে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে আবার ট্রেন চলাচল শুরু হবে বলে রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে। তবে বিজ্ঞপ্তিতে কোনো সময় উল্লেখ করা হয়নি।
রেল কর্মকর্তাদের ধারণা, অন্তত সাড়ে তিন মাস সময় এ কাজে লাগতে পারে। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে রেলপথ মন্ত্রণালয়।
আরও পড়ুন: রানিং স্টাফরা ধর্মঘটে, সারাদেশে ট্রেন চলাচল বন্ধ
প্রসঙ্গত, কমলাপুর স্টেশন থেকে ঢাকা-নারায়ণগঞ্জ লাইন এবং পদ্মা সেতু প্রকল্পের রেললাইন পাশাপাশি গেছে গেণ্ডারিয়া পর্যন্ত। সেখান থেকে পদ্মা রেল সংযোগ প্রকল্পের লাইন কেরানীগঞ্জ, মুন্সীগঞ্জের শ্রীনগর, মাওয়া, পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা জংশন দিয়ে যশোর পর্যন্ত যাবে। ১৬৯ কিলোমিটার দীর্ঘ এই ডুয়েলগেজ লাইন নির্মাণে ব্যয় হবে ৪০ হাজার কোটি টাকা।
এদিকে, ঢাকা-নারায়ণগঞ্জ লাইনও ডাবল লাইন ও ডুয়েল গেজে রূপান্তরের কাজ চলছে, সেজন্য সাড়ে ৬০০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।
অর্থাৎ, কমলাপুর থেকে গেণ্ডারিয়া পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ বিদ্যমান মিটারগেজ লাইনটি ডুয়েলগেজে উন্নীত হবে এবং পাশে আরেকটি নতুন ডুয়েলগেজ লাইন নির্মাণ করা হবে।
এখনকার লাইনের আরেকপাশে আরেকটি ডুয়েলগেজ লাইন হবে পদ্মা রেল সংযোগ প্রকল্পে জন্য। ১২ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে প্রতিদিন ২৬টি ট্রেন চলে। তাতে পাশাপাশি দুই নগরে যাতায়াত করেন ৩০ হাজারের মত যাত্রী। ট্রেন বন্ধ থাকলে সেই চাপ পড়বে সড়কে।
এদিকে, ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করায় ক্ষোভ জানাচ্ছে যাত্রীরা। অনেকে রেলওয়ে কর্তৃপক্ষের দপ্তরে স্মারকলিপি দিতে চাইছেন। কেউ কেউ বলছেন নারায়ণগঞ্জ থেকে পাগলা পর্যন্ত চালু রাখার কথা। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে গেন্ডারিয়া অংশে তিনটি পৃথক রেল লাইনের নির্মাণ কাজ চলায় পথটি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।
একটি সূত্র বলছে, তিন থেকে সাড়ে তিন মাস বন্ধ থাকতে পারে এই রেলপথ। নারায়ণগঞ্জের এই পথে বর্তমানে প্রতিদিন ৯টি ট্রেনে ১৮ হাজারের বেশি যাত্রী আসা যাওয়া করে। এখন থেকে সেই যাত্রীদের চলাচলের রাস্তা হবে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড। কিন্তু সেই পথেও চলছে সংস্কার কাজ। এতে ভোগান্তি বাড়বে কয়েক গুণ, বাড়বে ব্যয়ও।
সুমন বিশ্বাস নামের এক ব্যক্তি জানান, এই পথের অনেকেই বিনা টিকেটের যাত্রী ছিল। ট্রেনে ১৫ টাকা ভাড়া দিতে চায়নি, এখন তাদের ৫৫ টাকা টিকেট নিয়ে গাড়িতে উঠতে হবে। এছাড়া দুর্ভোগ তো থাকবেই।
সংবাদ মাধ্যমে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো.শরিফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে গেন্ডারিয়া অংশে তিনটি পৃথক রেল লাইনের নির্মাণ কাজ চলমান রয়েছে। কাজটি দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে ঢাকা-নারায়ণগঞ্জ রটে চলাচলকারী সব ট্রেন ৪ ডিসেম্বর রবিবার থেকে সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ রেলওয়ে। দ্রুত কাজ শেষে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হবে।
রাজ রাজ্জাক নামের এক যাত্রী বলেন, ‘আমি মনে করি আমরা যারা ঢাকা টু নারায়ণগঞ্জ রুটে ট্রেনে চলাচল করি, আমাদের রেলওয়ে কর্তৃপক্ষের দপ্তরে স্মারকলিপি দেয়া উচিত। ঢাকা টু নারায়ণগঞ্জ এর কয়েক হাজার যাত্রীদের কথা বিবেচনা করে ট্রেন চলাচল বন্ধ না করলে ভালো হয়।’
মোহাম্মদ আল মামুন নামের এক যাত্রী বলেছেন, পুরো রুট বন্ধ না রেখে নারায়ণগঞ্জ টু পাগলা বা শ্যামপুর পর্যন্ত চালাতে পারতো।
আরও পড়ুন: গাজীপুরে ক্রেন উল্টে লাইনে: ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
কুমিল্লায় বগি লাইনচ্যুত: ৩ রুটে ট্রেন চলাচল বন্ধ
১০৯৭ দিন আগে
কুমিল্লায় বগি লাইনচ্যুত: ৩ রুটে ট্রেন চলাচল বন্ধ
কুমিল্লার বুড়িচংয়ের মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্টগ্রাম, নোয়াখালী ও সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার রাজাপুর রেলওয়ে স্টেশনের আউটারে এই দুর্ঘটনা ঘটে।
পরে আখাউড়া রেলওয়ে জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এ ঘটনায় নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস লাকসাম রেলওয়ে জংশনে ও শশীদল স্টেশনে তূর্ণা নিশিতা এক্সপ্রেস আটকা পড়ে আছে।
আরও পড়ুন: কুমিল্লায় ট্রেন লাইনচ্যুত: ৭ ঘণ্টা পর রেল যোগাযোগ শুরু
১৩০৬ দিন আগে
কুষ্টিয়ায় মালবাহী ট্রেন লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
কুষ্টিয়ায় মালবাহী ট্রেনের সাথে রেলওয়ে ট্রলির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি। তবে মালবাহী ট্রেনের মাঝের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে।
১৭৩৫ দিন আগে