হাতির আক্রমণে
বাঁশখালীতে বন্য হাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু
চট্টগ্রামের বাঁশখালীতে বন্য হাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড পূর্ব নাটমুড়া গ্রামে দারোগা মসজিদের সামনে এই ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম (৬৫) ওই এলাকার মৃত বশরত আলীর ছেলে।
বাঁশখালী পুকুরিয়া ইউপি সদস্য মো. ফরিদ উদ্দিন জানান, ভোরের নামাজ শেষে পারিবারিক কবরস্থান জিয়ারত করার সময় পেছন থেকে বন্য হাতি আক্রমণ করে। এসময় স্থানীয়রা জড়ো হয়ে তাড়া করলে হাতিটি অন্যত্র চলে যায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই নুরুল আলম আশেক জানান, সকালে ৯টা ২০ মিনিটে জরুরি বিভাগের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হয় আবুল কালামকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।
৬৬৮ দিন আগে
কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে পর্যটকের মৃত্যু
রাঙামাটির কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
১৭৩০ দিন আগে