স্ত্রীকে গলা কেটে হত্যা
রংপুরের পীরগঞ্জে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা
রংপুরের পীরগঞ্জে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী আছমা বেগমকে। শুক্রবার (১ আগস্ট) বিকালে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) গভীর রাতে বাড়ির বসতঘরের ভেতরে এই হত্যাকাণ্ড ঘটে। তার ফোনে কোনো সাড়া না পেয়ে স্বামী মালয়েশিয়া থেকে পাশের বাড়ির একজনকে ফোন করে খোঁজ নিতে বলেন।
রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে প্রতিবেশীরা ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে গেটের তালা ভেঙে ঘরে ঢুকে রক্তাক্ত অবস্থায় আছমার লাশ মেঝেতে পড়ে থাকতে দেখেন। এরপর তাৎক্ষণিকভাবে পীরগঞ্জ থানা পুলিশকে জানানো হয়। অজ্ঞাত দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে নিজ ঘরে হত্যা করে পালিয়ে যায়।
নিহত আছমা বেগম(৪২) উপজেলার ভবানীপুর গ্রামের সাজু মিয়ার স্ত্রী। তার পিতা আলেফ উদ্দিন এবং মাতা আয়েশা বেগম।
পড়ুন: চুয়াডাঙ্গায় দিনেদুপুরে বাড়িতে ঢুকে গলাকেটে হত্যা
পরিবার সূত্রে জানা যায়, আছমা বেগম দীর্ঘদিন ধরে বাড়িতে একাই বসবাস করছিলেন। তার একমাত্র কন্যা বিবাহিত ও স্বামী বিদেশে অবস্থান করছেন।
খবর পেয়ে শুক্রবার সকালে পীরগঞ্জ থানা ও ভেন্ডাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আমরা তদন্ত শুরু করেছি। এই হত্যাকাণ্ডের সঙ্গে যেই জড়িত থাকুক না কেন, দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে।
১৭১ দিন আগে
চট্টগ্রামে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক
চট্টগ্রাম মহানগরীর হালিশহরে এক নারীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
শনিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হালিশহরে পানির ট্যাংক এলাকার ৪ নম্বর রোড়ে এ ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে নিহত রাবেয়া খাতুনের (৫০) স্বামী মোহাম্মদ জামিন (২৯) পলাতক রয়েছে।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন জানান, পারিবারিক ঝগড়ার সময় স্বামী তার স্ত্রীর গলায় ছুরি ঢুকিয়ে দেয়। আহত অবস্থায় রাবেয়া নামে এ নারীকে হালিশহরের একটি বেসরকারি হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, মোহাম্মদ জামিন ঘটনার পর পালিয়েছে, তাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে। এ ব্যাপারে হত্যা মামলা করা হবে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় গলা কেটে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন
স্থানীয়রা জানান, এ-ব্লক ৪ নম্বর রোডে টিনশেড বাসায় ভাড়া থাকতো ভাঙ্গারী (পুরানো জিনিসপত্র) ব্যবসায়ী কিশোরগঞ্জের মোহাম্মদ জামিন। ৯ মাস পূর্বে হাটহাজারীর রাবেয়া খাতুনের সঙ্গে তার বিয়ে হয়।
জানা গেছে, জামিনের সংসারে বাচ্চা নেয়ার বিষয়ে বেশ কিছুদিন ধরে তাদের ঝগড়া চলছিল। জামিন বাচ্চা নেয়ার পক্ষে থাকলেও রাবেয়া এতে রাজি ছিল না।
স্থানীয়রা জানান, আজ (শনিবার) সন্ধ্যায় ঝগড়ার এক পর্যায়ে জামিন রাবেয়ার গলা কেটে দেয়। রাবেয়া এ অবস্থায় দৌড়ে পালিয়ে রাস্তায় বেরিয়ে যায়। এলাকার লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু ঘটে।
আরও পড়ুন: দিনাজপুরে ভিক্ষুককে গলা কেটে হত্যা
নড়াইলে পারিবারিক কলহের জেরে গৃহবধূকে গলা কেটে ও পুড়িয়ে হত্যা
১১০০ দিন আগে
বাবুগঞ্জে বিএনপি নেতার স্ত্রীকে গলাকেটে হত্যা!
বরিশালের বাবুগঞ্জে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার দিবাগত রাত ১ টা ৩০ মিনিটের দিকে উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত মারুফা বেগম(৩০) ওই ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মিলন খানের স্ত্রী। তাদের ঘরে দু’টি সন্তান রয়েছে।
আরও পড়ুন: কেরানীগঞ্জে প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর আত্মহত্যা
মিলন খানের ভাই সবুজ খান জানান, সোমবার দিবাগত রাত ১ টা ৩০ মিনিটের দিকে বেশ কয়েকজন অস্ত্রধারী তালা ভেঙ্গে বাড়িতে প্রবেশ করে ঘরে ঢুকে পরিবারের লোকজনকে জিম্মি করে। মিলন খানের স্ত্রী বাঁধা দিলে তারা তাকে গলা কেটে হত্যা করে। স্ত্রীকে বাঁচাতে মিলন খান এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। এতে মিলন গুরুতর আহত হয়। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত মিলন খানকে বরিশাল মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরিশালের পুলিশ সুপার (এসপি) ওয়াহিদুল ইসলাম,বিপিএম।
তিনি জানান,নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম)হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড তাই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: বান্দরবানে সৎ মাকে হত্যার দায়ে ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড
প্রাইভেট না পড়ায় ফেল করানোর অভিযোগ, ছাত্রীর আত্মহত্যা
১১৫৪ দিন আগে
স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামীর আত্মহত্যাচেষ্টার অভিযোগ
শেরপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে জবাই করে হত্যার পর কীটনাশক পান করে স্বামীর আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে। সোমবার ভোরে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের বয়ড়া পরানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত পারভীন বেগম (৩২) অভিযুক্ত মো.শফিকুল ইসলামের (৩৮)স্ত্রী।
পুলিশ ও নিহতের পরিবারকে জানায়, বয়ড়া পরানপুর গ্রামের সোহরাব আলীর মেয়ে পারভীন বেগমের সঙ্গে প্রায় ১০ বছর আগে বিয়ে হয় হাওড়া আমতলা গ্রামের মন মিয়ার ছেলে মো.শফিকুল ইসলামের। সুমি ও পারভেজ নামের তাদের দুটি সন্তান রয়েছে। শেরপুর পৌর শহরের আল বারাকা প্রাইভেট হাসপাতালে পারভীন আয়ার কাজ শুরু করেন। গত কয়েক মাস ধরে স্বামী-স্ত্রী মধ্যে পারিবারিক কলহ চলছিল। রবিবার রাতে শফিকুল তার শ্বশুর বাড়িতে যান। সোমবার ভোরে ঘুমন্ত স্ত্রীকে জবাই করে হত্যার পর শফিকুল নিজে কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করেন।
সকালে তাদের কোন শব্দ না পেয়ে শ্বাশুড়ি জামেলা বেগম ঘরে উঁকি দিয়ে পারভীনের লাশ মেঝেতে ও মুখ দিয়ে ফেনা বের হওয়া অবস্থায় শফিকুলকে দেখতে পান। পরে তার চিৎকারে বাড়ির অন্য সদস্যরা এগিয়ে আসেন এবং সদর থানায় খবর দেন।
আরও পড়ুন:সিলেট এমসি কলেজের শিক্ষার্থী আত্মহত্যার নেপথ্যে ‘ব্ল্যাকমেইল’
সংবাদ পেয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে পারভীন বেগমের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠান এবং শফিকুল ইসলামকে চিকিৎসার জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠান।
পুলিশ বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে হত্যার রহস্য উদঘাটনে গভীর অনুসন্ধান করা প্রয়োজন। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান আছে।
আরও পড়ুন:গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টাকারী সেই ব্যবসায়ীর মৃত্যু
প্রেসক্লাবের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা!
১২৩৯ দিন আগে
ফরিদপুরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ
সালথা উপজেলার দরজা পুরুরা গ্রামে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে।
২২১৪ দিন আগে