গাজীপুর
গাজীপুরে ঝুট গুদামে আগুন, সোয়া এক ঘণ্টায় নিয়ন্ত্রণে
গাজীপুরের কোনাবাড়ি এলাকায় একটি ঝুট গোডাউন আগুনে পুড়ে গেছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার (১ ডিসেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে নগরের কোনাবাড়ি আমরাগ পূর্বপাড়া এলাকায় পলাশ মিয়ার ঝুট গোডাউনে এই অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়ে পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
৪ দিন আগে
বেঞ্চে বসা নিয়ে দ্বন্দ্ব, মাদ্রাসা শিক্ষার্থীর ছুরিকাঘাতে আহত ৫
গাজীপুরের শ্রীপুরে গাড়ারণ খলিলিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসার এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে ওই মাদ্রাসার পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। এদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে শ্রীপুরের বরমী ইউনিয়নের ওই মাদ্রাসা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত শিক্ষার্থীর নাম সিয়াম, আর আহতরা হলো— রিফাত, নাদিম, মুহিন, রিফাত ও রাশিদুল।
আহত শিক্ষার্থীরা জানায়, মাদ্রাসায় চুড়ান্ত পর্বের পরীক্ষা চলছে। গতকাল (বুধবার) পরীক্ষার হলে বেঞ্চে বসা নিয়ে সিয়ামের সঙ্গে মুহিনের ঝগড়া হয়। পরে মাদ্রাসার শিক্ষকরা বিষয়টি মীমাংসা করে দেন। এ নিয়ে ক্ষোভের জেরে আজ (বৃহস্পতিবার) দুপুরে মাদ্রাসা চত্বরে আসে সিয়াম। সে সময় বাকিরা পরীক্ষা দিয়ে বের হচ্ছিল। হঠাৎ সিয়াম ছুরি নিয়ে তাদের ওপর হামলা করে রিফাত, নাদিম, মুহিন, রিফাত ও রাশিদুলকে জখম করে। পরে আহত অবস্থায় তাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাদিম, মুহিন ও রিফাতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাসরিন জামান বলেন, পাঁচজন শিক্ষার্থীকে ছুরিকাহত অবস্থায় আনা হয়েছিল। তাদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, মাদ্রাসার বেঞ্চে বসাকে কেন্দ্র করে জখম হওয়া পাঁচজনের মধ্যে তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। বাকি দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছে। এ ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
৭ দিন আগে
গাজীপুরে ৯ দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
নয় দফা দাবিতে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় বিক্ষোভ করেছেন কাদের সিনথেটিক ফাইবার্স লিমিটেড কারখানার শ্রমিকরা।
সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা মূল ফটকের সামনে বিক্ষোভ করেন। পরে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, আজ সকালে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার মূল ফটকের সামনে অবস্থান করেন। কর্তৃপক্ষের কাছে ৯ দফা দাবি উপস্থাপন করার পরও কোনো সিদ্ধান্ত না নেওয়ায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন শ্রমিকরা।ি
আরও পড়ুন: গাইবান্ধার গোবিন্দগঞ্জে একমাত্র বিদ্যালয় ও খেলার মাঠ রক্ষায় সাঁওতালদের বিক্ষোভ সমাবেশ
শ্রমিকদের দাবিগুলো হলো
• বেতন ৭-১০ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে;
• মেডিকেল ছুটি পাস করালে হাজিরা বোনাস থাকতে হবে। এই ছুটি কোনো অফিসের কর্মকর্তা পাস করাতে পারবেন না;
• মেডিকেলে সব ধরনের ওষুধ থাকতে হবে;
• নাইট বিল সর্বনিম্ন ১৫০ টাকা দিতে হবে;
• বার্ষিক ছুটির টাকা জানুয়ারি মাসে দিতে হবে;
• শ্রমিকের নিরাপত্তার জন্য ছোট বাটন ফোন সঙ্গে আনার অনুমতি দিতে হবে;
• যারা চাকরি ছাড়বেন তাদের সঙ্গে সঙ্গে টাকা পরিশোধ করতে হবে;
• বিনা কারণে কোনো শ্রমিককে বের করা যাবে না; এবং
• যদি কোনো কারণে শ্রমিককে বের করা হয়, তাহলে রানিং মাসের বেতন এবং তিন মাস ১৩ দিনের বেতনসহ রিজাইনের টাকা বুঝিয়ে দিতে হবে।
আরও পড়ুন: ফরিদপুরের ভাঙ্গায় বিক্ষোভ-অবরোধ শনিবার পর্যন্ত স্থগিত
এ বিষয়ে জানতে কারখানার প্রশাসনিক কর্মকর্তা অওরঙ্গজেব খান গণমাধ্যমকে বলেন, গত মাসের বেতন ১৬ তারিখ দুপুর ১২টার মধ্যে পরিশোধ করা হবে। অন্যান্য যে দাবি-দাওয়া আছে তা পর্যায়ক্রমে মেনে নেওয়া হবে।
গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পুলিশ পরিদর্শক মোর্শেদ জামান জানান, শ্রমিকরা ৯ দফা দাবিতে কারখানার মূল ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন। পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়।
৫২ দিন আগে
গাজীপুরের কাঁচাবাজারে ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা
গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে আগুন। আগুনে কাঁচাবাজার ও অনেক মুদি দোকান পুড়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে চৌরাস্তা মুদিখানা মার্কেটের কাঁচাবাজারে আগুনের সূত্রপাত হয়।
দোকানদার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ (বৃহস্পতিবার) সকালে হঠাৎ করেই চৌরাস্তা মুদিখানা মার্কেটে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকান ও স্থাপনায় ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।
আরও পড়ুন: সিদ্ধেশ্বরী উচ্চ বিদ্যালয় মসজিদের আগুন নিয়ন্ত্রণে
খবর পেয়ে চান্দনা চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর আগুনের তীব্রতা বাড়লে গাজীপুর ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। পাঁচটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
৯২ দিন আগে
গাজীপুরে ডাম্প ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ২
গাজীপুরে ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় একটি ডাম্প ট্রাক দুমড়ে মুচড়ে গিয়ে সেটির চালক ও হেলপার নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরুজ্জামান জানান, অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ডাম্প ট্রাকটির ধাক্কা লাগে। এতে ট্রাকটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই একজন নিহত হন। আর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর অপরজনের মৃত্যু হয়।
মরদেহ দুটি হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
৯৩ দিন আগে
গাজীপুরে সন্ত্রাসী সুমনের ৫টি টর্চার সেলের সন্ধান, অস্ত্র উদ্ধার
গাজীপুরের শ্রীপুরে শীর্ষ সন্ত্রাসী সুমন বাহিনীর ৫টি টর্চার সেলের সন্ধান পেয়েছে পুলিশ। টর্চার সেলগুলো থেকে উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক, বড়নল, কোষাদিয়া, বরকুল ও নান্দিয়া সাঙ্গুন গ্রামের ৫টি টর্চার সেল গুঁড়িয়ে দেয় পুলিশ। সেলগুলো থেকে একটি এয়ার গান, দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা উদ্ধার করা হয়। এ সময় সুমন বাহিনীর তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয়রা জানিয়েছেন, এসব টর্চার সেলে বিনা অপরাধে মানুষকে এনে বেঁধে শারীরিক নির্যাতনের পর আদায় করা হতো মোটা অংকের টাকা। রাতভর চলতো মাদকের আড্ডা। ধারালো অস্ত্রের আঘাতে খুঁচিয়ে খুঁচিয়ে করা হতো নির্যাতন।
আরও পড়ুন: নাটোরে পদ্মার চরে সন্ত্রাসীদের অস্ত্র মহড়া, গুলিবর্ষণ
সুমন বাহিনীর মোটরসাইকেলযোগে দলবেঁধে চলাচল ছিল বলেও জানান তারা।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, গ্রেপ্তার সুমন শেখদের কয়েকটি টর্চার সেলের সন্ধান পেয়ে সেগুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে। টর্চার সেলগুলো থেকে একটি এয়ার গান ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এয়ার গানটিকে বন্দুক হিসেবে দেখিয়ে মানুষকে দেখানো হতো।
পুলিশের গাড়িতে হামলা চালিয়ে সম্প্রতি ছিনিয়ে নেওয়া শীর্ষ সন্ত্রাসী সুমনকে গত রোববার (৩১ আগস্ট) ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
৯৩ দিন আগে
গাজীপুরে নার্সিং কলেজ শিক্ষার্থীদের ক্লাস বর্জন করে সড়ক অবরোধ, মানববন্ধন
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে সড়ক অবরোধ, মানববন্ধন করেছে। পরে তারা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে নার্সিং কলেজের নারী শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ, শিক্ষার্থীদের হুমকি ও নানা অনিয়মের সঙ্গে জড়িতের অভিযোগে ইন্সট্রাক্টর মো. জামাল উদ্দিন ভূঁইয়া, মো. তাজুল ইসলাম ও মো. মোখলেছুর রহমানের বদলির দাবিতে তারা এসব কর্মসূচি পালন করেছে।
জেলা প্রশাসক কার্যালয়ের সামনের রাজবাড়ী সড়কে মানববন্ধন করে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। পরে তারা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়।
আরও পড়ুন: গাজীপুরে সাংবাদিক হত্যার বিচার দাবিতে ফরিদপুরে বিক্ষোভ ও মানববন্ধন
এ সময় গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোতাসিম বিল্লাহ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে শিক্ষার্থীরা তাদের দাবিনামা সম্বলিত স্মারকলিপি জমা দেয়।
কর্মসূচি চলাকালে কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ফারিহা আলম, মোসাম্মৎ শারমিন আক্তার,মেহেদী হাসান চয়ন, হৃদয় খান, লুৎফুন নাহার লিজা, তুহিন মোর্শেদ, রাফিউল আলম সরকার প্রমুখ বক্তব্য দেন।
১০৫ দিন আগে
গাজীপুর বনলতা এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ
বিভিন্ন দাবিতে গাজীপুরে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা ট্রেন আটকে রেখে বিক্ষোভ করেছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীরা। এতে প্রায় ৪০ মিনিট উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ ছিল।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীরা জয়দেবপুর শিমুলতলী সড়কের পশ্চিম বুরুশিয়া এলাকায় বিক্ষোভ করেন। বিক্ষোভের একপর্যায়ে তারা পাশেই রেললাইনে অবস্থান নেন। এরপর বেলা ১১টার দিকে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা বনলতা এক্সপ্রেস ট্রেনটি আটকে দেন। পরবর্তীতে দুপুর সোয়া ১২টার দিকে ট্রেনটি ছেড়ে দেন শিক্ষার্থীরা।
আরও পড়ুন: রেললাইনে বসে মাদক সেবন, ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ল যুবক
শিক্ষার্থীদের দাবি, গত ১৩ আগস্ট ও আগামীকাল ১৫ আগস্টের ঢাকা মেট্রোরেলের সেকশন ইঞ্জিনিয়ার পদের পরীক্ষায় বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরে রিট করায় পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর প্রতিবাদে তারা আন্দোলনে নেমেছেন।
এ বিষয়ে জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল হোসেন বলেন, ‘শিক্ষার্থীরা বিক্ষোভ করে একপর্যায়ে বনলতা ট্রেনটি আটকে দেয়। প্রায় ৪০ মিনিট পর তারা ট্রেনটি ছেড়ে দিলে রুট স্বাভাবিক হয়েছে।’
১১২ দিন আগে
গাজীপুরে সাবেক সিভিল সার্জনের বাড়িতে ডাকাতি, আহত ৩
গাজীপুরে সাবেক সিভিল সার্জন ডা. হাফিজুর রহমান খানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
শনিবার (৯ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের বোর্ড বাজার এলাকার কলমেশ্বরে এই ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের হামলায় তিনজন আহত হয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগীদের স্বজনরা জানান, ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ দুই লাখ টাকা, প্রায় ১২ ভরি স্বর্ণালংকার, ছয়টি মোবাইল ফোন ও বিভিন্ন ঘরোয়া সামগ্রী লুট করে নিয়ে যায়। এ সময় তাদের হামলায় তিনজন আহত হন।
স্থানীয়রা জানান, গতকাল (শনিবার) দিবাগত রাত ৩টার দিকে কলমেশ্বর এলাকার ডা. হাফিজুর রহমান খানের বাড়ির সীমানাপ্রাচীর টপকে ১০ থেকে ১২ জন ডাকাতের একটি দল ভেতরে প্রবেশ করেন। তারা বাড়ির মূল দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে কেয়ারটেকার হিজবুল্লাহকে মারধর করে। পরে তাকে বেঁধে রেখে বাড়ির দ্বিতীয় তলায় প্রবেশ করেন। এরপর হাফিজুর রহমানের স্ত্রীর গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে নগদ ২ লাখ টাকা, ১২ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, ৬টি মোবাইল ও তৈজসপত্র লুট করে পালিয়ে যায়।
আরও পড়ুন: চাঁদপুরের কচুয়ায় দুটি বাড়িতে ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুট
তারা জানান, ডাকাতদের হামলায় কেয়ার টেকারসহ তিনজন আহত হয়েছেন। ডাকাতি শেষে তারা সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে ঘটনাস্থল থেকে চলে যায়।
খবর পেয়ে গাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। ঘটনাস্থল থেকে দুটি দা ও একটি ককটেল জব্দ করেছে পুলিশ।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘পুলিশ ও সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আলামত সংগ্রহ করা হয়েছে এবং দোষীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
১১৬ দিন আগে
গাজীপুরে সাংবাদিক হত্যার বিচার দাবিতে ফরিদপুরে বিক্ষোভ ও মানববন্ধন
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ফরিদপুরের কর্মরত সাংবাদিকরা।
শনিবার (৯ আগস্ট) বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেস ক্লাবের উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন করেন তারা।
প্রেস ক্লাবের সামনে মুজিব সড়কে আধা ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি থেকে সাংবাদিক হত্যা, নির্যাতন ও হামলা মামলার প্রতিবাদ এবং নিরাপত্তার দাবি জানানো হয়।
ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, শফিকুল ইসলাম মনি, আসাদুজ্জামান দুলাল, সঞ্জীব দাস, শেখ মনির হোসেন, শেখ সাইফুল ইসলাম অহিদ, মাসুদুর রহমান তরুণ, প্রমুখ।
এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সত্য ঘটনা প্রকাশ করতে গিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমকর্মীদের উপর হামলা নির্যাতন ও মামলা দেওয়া হয়। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন প্রকাশ্য দিবালোকে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আমরা এ হত্যার তীব্র নিন্দা জানাই। এবং এই ঘটনার নেপথ্যের সবাইকে যত দ্রুত সম্ভব গ্রেপ্তা করার আহ্বান জানাই সরকারের কাছে।
আরও পড়ুন: গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, আটক ৫
বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের পদে পদে হয়রানির শিকার হতে হচ্ছে এটা দুঃখজনক। বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের আমলে সাংবাদিকদের উপর নির্যাতন করা হয়েছে। আজও দেশের কোথাও না কোথাও সাংবাদিকদের নির্যাতন শিকার হতে হচ্ছে।
তারা বলেন, সাংবাদিকদের কন্ঠ রোধ করার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করা হচ্ছে। অবিলম্বে এসব কর্মকাণ্ড বন্ধ করাসহ সারা দেশের সাংবাদিকের নিরাপত্তার জন্য অন্তবর্তী সরকারের নিকট জোর দাবি জানান বক্তারা।
১১৭ দিন আগে