তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড
নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জে গ্যাস সরবরাহ ব্যাহত
সিদ্ধিরগঞ্জ-আরএমএস ও গোদনাইল টিবিএসে কয়েকটি বাল্বে লিকেজ পাওয়া যাওয়ায় নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডের কর্মকর্তাদের এই এলাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করার জন্য তাত্ক্ষণিক পদক্ষেপ নেয়ার নির্দেশনা দিয়েছেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১
মঙ্গলবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুটি জেলায় গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় দুঃখ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, বাল্ব প্রতিস্থাপনের কাজ সম্পন্ন করে শিগগরই গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।
আরও পড়ুন: বিশ্বনাথে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ নারীর মৃত্যু
সিদ্ধিরগঞ্জ-গোদনাইল আরএমএস ও গোদনাইল টিবিএসে কয়েকটি বাল্বে লিকেজ পাওয়া যাওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়।
আরও পড়ুন: কলমা নদীতে গ্যাস উদ্গীরণ, সুনামগঞ্জে আতঙ্কে গ্রামবাসী
দু'টি জেলায় গ্যাস সরবরাহ শিগগরই স্বাভাবিক হয়ে উঠবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
৩ বছর আগে