সৈয়দ মোয়াজ্জেম আলী
ভারতের সর্বোচ্চ সম্মাননা পেলেন সৈয়দ মোয়াজ্জেম আলী ও এনামুল হক
সাবেক রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলী এবং প্রত্নতত্ত্ববিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. এনামুল হককে ‘পদ্ম পুরস্কার’ প্রদান করেছে ভারত সরকার।
সোমবার নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এ পুরস্কার প্রদান করেন এবং সৈয়দ মোয়াজ্জেম আলীর পক্ষে তার স্ত্রী তূহফা জামান এ পুরস্কার গ্রহণ করেন।
ভারতে নিযুক্ত সাবেক হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী ‘পাবলিক অ্যাফেয়ার্স’ এর জন্য মরণোত্তর হিসেবে ‘পদ্ম ভূষণ’ পুরস্কার লাভ করেন। এছাড়া প্রত্নতত্ত্ববিদ্যার জন্য ড. এনামুল হককে ‘পদ্মশ্রী’ পুরস্কার প্রদান করেন ভারতের রাষ্ট্রপতি।
‘পদ্ম ভূষণ’ ও ‘পদ্মশ্রী’ যথাক্রমে ভারতের তৃতীয় ও চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার।
সোমবারের অনুষ্ঠানে ভারতীয় উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর উপস্থিত ছিলেন।
এক টুইট বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যারা এ পুরস্কার পেয়েছেন তাদের অভিনন্দন জানান।
করোনার কারণে বিলম্বিত হওয়া এই অনুষ্ঠানে আরও ১১৫ জনের বেশি গুণী ব্যক্তিত্বকে এ পুরস্কার প্রদান করা হয়।
আরও পড়ুন: ভারতে চিকিৎসার সুযোগ পাচ্ছেন ১০০ বীর মুক্তিযোদ্ধা, দরখাস্ত আহ্বান
ডিসেম্বরে দুটি মেগা ইভেন্টে একসাথে কাজ করবে বাংলাদেশ- ভারত
১৪৮৭ দিন আগে
ভারতের মরণোত্তর ‘পদ্মভূষণ’ পুরস্কার পেলেন মোয়াজ্জেম আলী
ঢাকা, ২৬ জানুয়ারি (ইউএনবি)- সাবেক পররাষ্ট্রসচিব ও ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার প্রয়াত সৈয়দ মোয়াজ্জেম আলীকে পাবলিক অ্যাফেয়ার্সে অসাধারণ অবদান রাখায় মরণোত্তর ‘পদ্মভূষণ’ পুরস্কারে ভূষিত করেছে ভারত সরকার। যা ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার।
২১৪০ দিন আগে
সাবেক পররাষ্ট্র সচিব সৈয়দ মোয়াজ্জেম আলী মারা গেছেন
সাবেক পররাষ্ট্র সচিব সৈয়দ মোয়াজ্জেম আলী (৭৫) মারা গেছেন।
২১৬৭ দিন আগে