জয়পুরহাট
জয়পুরহাটে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর
জয়পুরহাটের কালাইয়ে ঈদের নামাজ শেষে খাওয়া-দাওয়া করে মোটরসাইকেল নিয়ে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক এসএসসি পরীক্ষার্থীর।
শনিবার (২২ এপ্রিল) আনুমানিক সকাল ১০টার দিকে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মহেশপুর বুড়িপুকুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
নিহত বিপ্লব হোসেন (১৯) কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, বিপ্লব হোসেন ঈদের নামাজ সেরে খাওয়া-দাওয়ার পর বন্ধুদের সঙ্গে দেখা করতে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে দ্রুত বের হয়ে যায়। পথিমধ্যে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মহেশপুর বুড়িপুকুর নামক স্থানে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের পাশের তিনটি গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ৩ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৯
শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪
জয়পুরহাটে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
জয়পুরহাটের আক্কেলপুরের রায়কালী গ্রামের কৃষক মোয়াজ্জেম হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও একবছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাটের জেলা ও দায়রা জজ মো. নূর ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার আক্কেলপুর উপজেলার রায়কালী খাঁ পাড়া গ্রামের আকরাম সাখিদার, মুক্তার হোসেন, এনজার হোসেন ও এনামুল হক।
এ মামলায় পাঁচজন অভিযুক্ত হলেও বিচার চলাকালীন সময়ে হাবেজ উদ্দীন নামে এক আসামির মৃত্যু হওয়ায় তাকে এ মামলার অভিযোগ থেকে বাদ দেওয়া হয়।
আরও পড়ুন: জয়পুরহাটে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে ২০০৭ সালের ১৭ অক্টোবর সকাল সোয়া ১০টার দিকে আসামিদের অতর্কিত হামলায় কৃষক মোয়াজ্জেমসহ ওই গ্রামের কয়েকজন আহত হন। পরে চিকিৎসা নিতে গেলে চিকিৎসক মোয়াজ্জেমকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ওইদিনই নিহতের বাবা মোসলেম উদ্দিন আক্কেলপুর থানায় পাঁজজনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলায় ওই বছরের ৩০ নভেম্বর ৫ জনকে অভিযুক্ত করে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানির পর আদালত বৃহস্পতিবার এ রায় দেন।
সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল পিপি এবং আসামি পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নন্দকিশোর আগরওয়ালা।
আরও পড়ুন: জয়পুরহাটে সেনা সদস্যকে লাঠিপেটা, ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২
জয়পুরহাটে কিডনি কেনাবেচা চক্রের ৯ সদস্য আটক
জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে নিহত ২
জয়পুরহাটের পৃথক দুটি স্থানে আন্তঃনগর একই ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধাসহ দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সাড়ে নয়টার মধ্যে সদর উপজেলার তেঘর এবং পাঁচবিবি উপজেলার বাগজানা রেললাইনের ওপর এ দুর্ঘটনা দুটি ঘটে।
নিহত দুর্গা রানী (৭১) জয়পুরহাট পৌর শহরের চিত্রা পাড়া মহল্লার বাসিন্দা। তবে পাঁচবিবির বাগজানাতে মারা যাওয়া ব্যক্তির (৪৬)পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকায় অজ্ঞাত এক ব্যক্তি রেললাইন পার হচ্ছিলেন। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপরদিকে, জয়পুরহাট সদরের তেঘর এলাকায় দুর্গা রানী নামে এক বৃদ্ধা ওই একই ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জানান, খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
আরও পড়ুন: দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু
গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত
মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
জয়পুরহাটে প্রতিবেশীকে হত্যার দায়ে ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড
জয়পুরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীকে হত্যা মামলায় একই পরিবারের পাঁচজনসহ ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুরুল ইসলাম আসামীদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার দেবরাইল গ্রামের আহাম্মদ আলী (৭৪),তার স্ত্রী মিনা বেগম (৬২), তাদের তিন ছেলে আলতাব হোসেন (৪৫), মোন্তাজ আলী (৪১) ও এন্তাজ আলী (৩৫) এবং প্রতিবেশী আব্দুস সাত্তারের ছেলে আনোয়ার হোসেন (৪৩)।
জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌসুলি (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: জয়পুরহাটে অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডাদেশ
মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ১১ এপ্রিল জয়পুরহাট সদর উপজেলার দেবরাইল গ্রামের আজিজুল তার বাবা ও ভাইদের নিয়ে সাংসারিক আলোচনা করছিলেন। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ওই সময় প্রতিপক্ষ প্রতিবেশীরা (আসামিরা) সেখানে উপস্থিত হয়ে বাবা ও ভাইসহ আজিজুলকে মারপিট করে আহত করে। পরে তাদের উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ১৭ এপ্রিল আজিজুলের ভাই মিজানুর রহমান মিঠু সদর থানায় মামলা করেন।
হাসপাতালে ২২দিন চিকিৎসা নেয়ার পর আহত আজিজুল মারা যান। ওই মামলায় দীর্ঘ শুনানি শেষে আদালত বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন।
মামলায় অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল (পিপি) ও গকুল চন্দ্র মণ্ডল বাদী পক্ষের এবং আ্যাডভোকেট আকতার বানু আসামিপক্ষের আইনজীবী ছিলেন।
আরও পড়ুন: জয়পুরহাটের ক্ষেতলালে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
জয়পুরহাটের ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দাদা ও নাতির মৃত্যু
জয়পুরহাটে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
জয়পুরহাটের আক্কেলপুরে এক ব্যক্তির বিরুদ্ধে স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে উপজেলার গুদুম্বা-পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত সিরাজুল ইসলাম ওই গ্রামের বাসিন্দা। নিহত স্ত্রীর নাম পান্না বেগম (৩১)।
আরও পড়ুন: ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের হামলায় শিক্ষার্থী খুনের অভিযোগ
জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার বলেন, পারিবারিক কলহেএবং সন্তান না হওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হয়। কথা কাটাকাটির জেরে মঙ্গলবার রাতে স্বামী সিরাজুল ইসলাম স্ত্রী পান্না বেগমকে জবাই করে হত্যা করে লাশ মেঝেতে ফেলে রেখে অন্য মুসল্লিদের সঙ্গে শবে বরাতের নামাজ পড়তে গ্রামের মসজিদে যান। এক ঘন্টা পরে তিনি মসজিদ থেকে ফিরে এসে তার স্ত্রীর রক্তাক্ত লাশ দেখে অবাক হওয়ার ভান করে চিৎকার শুরু করেন।
তিনি বলেন, এ ব্যাপারে পান্না বেগমের বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে আক্কেলপুর থানায় একটি মামলা করেছেন।
তিনি আরও বলেন, এ ঘটনায় পুলিশ মঙ্গলবার রাতে সিরাজুল ইসলামসহ তিনজনকে গ্রেপ্তার করলে পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন।
আরও পড়ুন: তাহিরপুরে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
ময়মনসিংহে চাচার হাতে ভাতিজা খুনের অভিযোগ
জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, আহত ২
জয়পুরহাটের কালাইয়ে মোটরসাইকেল ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন এবং সাইকেল চালকসহ দুই জন আহত হয়েছেন।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জয়পুরহাট-বগুড়া মহাসড়কের ঠুসিগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহফুজার রহমান (৪১) উপজেলার পুনট ইউনিয়নের মাদাই গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে ।
আহতরা হলেন- নিহত মাহফুজারের ভাগ্নে আরিফুল (২৪) ও সাইকেল চালক মুকুল হোসেন।
আরও পড়ুন: নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর মুকুল হোসেনের অবস্থার অবনতি হলে তাকে শনিবার রাতেই সেখান থেকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মইনুদ্দিন এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল সন্ধ্যায় কালাই উপজেলার পুনট এলাকা থেকে দুজন মোটরসাইকেলে সদরের দিকে যাবার সময় ঠুসিগাড়ী এলাকায় একটি সাইকেলের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করিয়ে দেয়।
আরও পড়ুন: চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৮
জয়পুরহাটে বিরোধের জেরে শিশু হত্যা: ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড
জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০০৮ সালে আট বছরের এক শিশুকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের জজ মো. নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
এছাড়াও আদালত আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন। যা অনাদায়ে তাদের আরও দুই বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ক্ষেতলাল উপজেলার মোবারকের ছেলে বাবলু, ইংরাজ মণ্ডলের ছেলে আমিনুল ইসলাম লালু, আব্দুল কাদেরের ছেলে আব্দুল হামিদ ও ফিদা মিয়ার ছেলে কাজল।
আরও পড়ুন: ফরিদপুরে হত্যা মামলা: ৫ জনের যাবজ্জীবন ও অর্থদণ্ড
মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালের ৩ মে ক্ষেতলাল উপজেলার সূর্যবান গ্রামের নির্মাণ শ্রমিক ওবায়দুর রহমান ও তার স্ত্রী তাদের ছেলে তানভীরকে তার দাদী ও বোনের সঙ্গে বাড়িতে রেখে কাজে যান।
বাবার সঙ্গে দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আসামিরা তানভীরকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ বাড়ির পাশে একটি পুকুরে ফেলে দেয়।
পরিবারের পক্ষ থেকে জানানোর পর পুকুর থেকে তানভীরের লাশ উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে পরে ক্ষেতলাল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
আরও পড়ুন: সুনামগঞ্জে ধর্ষণ মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
খুলনায় বাড়ির মালিককে হত্যা: ভাড়াটিয়ার যাবজ্জীবন কারাদণ্ড
জয়পুরহাটে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
জয়পুরহাট সদরে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার ভাদসা ইউনিয়নের বড় মাঝিপাডা গ্রামে
এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
নিহত মোস্তাকিম হোসেন (২০) একই গ্রামের আব্দুল হামিদের ছেলে।
স্ত্রী রিয়া পারভীন (১৮) নওগাঁর ধামুরহাট উপজেলার মানপুর গ্রামের বাবু সরদারের মেয়ে।
আরও পড়ুন: বাড়িতে মায়ের লাশ রেখে এসএসসি পরীক্ষা দিলো সুমাইয়া!
নিহতের বাবা আব্দুল হামিদ জানান, গত কুরবানী ঈদের দুই দিন আগে পারিবারিকভাবে মোস্তাকিমের সঙ্গে রিয়ার বিয়ে হয়। বিয়ের ক’দিন পর পারিবারিক কলহের জেরে দীর্ঘ দিন বাবার বাড়িতে গিয়ে ছিলেন রিয়া। এ ব্যাপারে দু’পক্ষের আলোচনার ভিত্তিতে মীমাংসা হলে শুক্রবার রিয়া তার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফিরে আসেন। ওই দিনই রাতে খাওয়ার পর মোস্তাকিম ও রিয়া একই ঘরে শুয়ে পরেন। আনুমানিক রাত ১টার দিকে রিয়া তার শ্বশুরবাড়ির লোকজনকে ঘুম থেকে ডেকে তুলে বলেন যে তাকে ঘুমে রেখে মোস্তাকিম ঘরের বর্গার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোস্তাকিমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠায়।
জয়পুরহাট সদর থানার থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, মোস্তাকিম এর স্ত্রী রিয়া পারভীনকে আটক নয়, নিরাপত্তা ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে দেয়া হয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় জয়পুরহাট থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। মোস্তাকিমের লাশ ময়না তদন্তের পর ভিসারা রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
আরও পড়ুন: বাগেরহাটে ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড: আরও ২ লাশ শনাক্ত
জয়পুরহাটে ধানখেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
জয়পুরহাটের আক্কেলপুরে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার তিলকপুর ইউনিয়নের কাঁনোচপাড়া গ্রামের একটি ধানখেত থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহত আশরাফুল ইসলাম (৩৬) কাঁনচপাড়া গ্রামের সামছুল হকের ছেলে এবং একজন ফ্লেক্সিলোড ব্যবসায়ী। তিলকপুর রেলস্টেশনের কাছে তার ফ্লেক্সিলোডের দোকান রয়েছে।
আরও পড়ুন: মেহেরপুরে ইবি শিক্ষার্থীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে আশরাফুল ইসলাম বাড়ির উদ্দেশে যাত্রা করেন। কিন্তু ওই রাতে দোকান বন্ধের পর একবার পরিবারের সঙ্গে তার মোবাইল ফোনে কথা হয়। এর পর তিনি রাতে আর বাড়ি ফিরে আসেনি, নিখোঁজ ছিল।
শুক্রবার সকাল ৬টার দিকে কাঁনোচপাড়া গ্রামের ফসলের মাঠে কাজ করতে যাওয়ার সময় স্থানীয় কৃষকরা একটি ধানখেতে তার লাশ পরে থাকতে দেখতে পায়। তারা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় নদী থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক সাংবাদিকদের জানান, নিহত যুবকের মাথা, মুখ থেঁতলানো ও গলায় কাপড় পেছানো রক্তাক্ত ছিল। এখনও তার হত্যার কারণ উদঘাটিত হয়নি।
তিনি আরও জানান, তবে ইট দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হতে পারে- বলে প্রাথমিক ধারণা পুলিশের। তবে পুরোপুরি তদন্ত শেষে ময়না তদন্তের রিপোর্ট হাতে পাবার পরই হত্যার প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে এখন পর্যন্ত আটকও হয়নি কেউ।
এছাড়া নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: চাঁদপুরে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
৫ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক
জয়পুরহাটে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা ও উত্তরাঞ্চলের জেলাগুলোর মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
স্টেশন মাস্টার তোফাজ্জল হোসেন বলেন, ‘শনিবার ভোর ৫টার দিকে জয়পুরহাট থেকে ঢাকাগামী ‘একতা এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি আক্কেলপুর উপজেলার তিলকপুর রেলস্টেশনে লাইনচ্যুত হয়। যার ফলে রাজধানী ও বাংলাদেশের উত্তরাঞ্চলের মধ্যে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।’
ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেনের বগি লাইন থেকে সরিয়ে নেয়ার পর সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে রেল যোগাযোগ পুনরায় চালু হয়।
ঢাকাগামী ‘নীলসাগর এক্সপ্রেস’, পঞ্চগড়গামী ‘দ্রুতযান এক্সপ্রেস’ এবং চিলাহাটিগামী ‘সীমান্ত এক্সপ্রেস’ যথাক্রমে আক্কেলপুর ও সান্তাহার রেলওয়ে স্টেশনে লাইনচ্যুত হয়ে আটকা পড়ে।
আরও পড়ুন: ট্রেন লাইনচ্যুত: ঢাকা ও উত্তরাঞ্চলের মধ্যে রেল যোগাযোগ বন্ধ
লাইনচ্যুত: ৭ ঘন্টা পর ঢাকা-সিলেট ট্রেন চলাচল শুরু