শিক্ষার্থীর আত্মহত্যা
ঢাবিতে জগন্নাথ হলের ছাদ থেকে লাফিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের সঞ্জু বড়াইক নামে এক শিক্ষার্থী হলের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (১৪ জুলাই) ভোর সাড়ে ৫টায় তিনি জগন্নাথ হলের ১০ তলা বিশিষ্ট রবীন্দ্র ভবনের ছাদ থেকে নিচে লাফ দেন বলে জানিয়েছেন তার হলের সহপাঠীরা।
নিহত সঞ্জু ঢাবির নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের এবং জগন্নাথ হলের আবাসিক ছাত্র। তার বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায়। তার বাবা-মা চা–শ্রমিক।
জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল বলেন, ‘সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী, ভোর ৪টা ১ মিনিটে সঞ্জু হলের পূর্ব পাশের গেট দিয়ে হলে প্রবেশ করেন। তারপর রবীন্দ্র ভবনের লিফটে করে ছাদে যান। এরপর ৫টা ৩৬ মিনিটে তিনি ভবনের পশ্চিম পাশে, পুকুরপাড়ের রাস্তার দিকে লাফ দেন। পরে হলের প্রহরীরা রিকশায় করে তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান এবং চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
প্রাধ্যক্ষ আরও জানান, সঞ্জু গত কয়েক দিন ধরে প্রেমঘটিত কারণে কিছুটা মানসিক কষ্টে ছিলেন এবং গত দুই দিন হলে ছিলেন না। তিনি বকশীবাজার এলাকায় সরল নামের এক বাল্যবন্ধুর কাছে ছিলেন।
আরও পড়ুন: ছয় বন্ধুর পাঁচজন পেল জিপিএ ৫, আরেকজনের আত্মহত্যা
দেবাশীষ পাল আরও জানান, সরল জানিয়েছেন গতরাতে তারা একসঙ্গে ঘুমিয়েছিলেন। কিন্তু সকালে সরল কল পেয়ে ঘুম থেকে উঠে দেখেন, সঞ্জু তার পাশে নেই এবং পরে আত্মহত্যার খবর পান।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মুনসুর বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। তিনি জানান, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
তার সহপাঠীরা জানান, আত্মহত্যার আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে সঞ্জু লেখেন—‘আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি দিনের পর দিন কাউকে ডিস্টার্ব করে গেছি। উল্টো মানুষকে দোষারোপ করা আমার একদম ঠিক হয়নি। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমি দিনের পর দিন অন্যায় করেছি। নিজের দোষ ঢেকে অপরজনকে দোষ দেওয়া আমার ঠিক হয়নি। আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। আমার কারণে কারও কোনো ক্ষতি হয়ে থাকলে, সে দায় একান্তই আমার। আমি ক্ষমা চাচ্ছি।’
১৪৪ দিন আগে
ল্যাপটপ কিনে না দেয়ায় ৯ম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা!
বাবার কাছে ল্যাপটপ চেয়ে না পেয়ে অভিমানে নবম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
১৮৮১ দিন আগে
এসএসসিতে অকৃতকার্য: ফরিদপুরে ২ শিক্ষার্থীর আত্মহত্যা!
এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সোমবার রাতে দুই শিক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।
২০১১ দিন আগে
১০০ টাকার জন্য দশম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা
পঞ্চগড়ে বাবার সাথে অভিমান করে সোমবার লক্ষ্মী রাণী (১৬) নামে এক শিক্ষার্থী ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
২১৪৫ দিন আগে
জেএসসিতে ফেল করায় কিশোরীর আত্মহত্যা, কিশোরের আত্মহত্যা চেষ্টা
২০১৯ সালের জেএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় মাগুরা জেলার মোহাম্মাদপুর উপজেলায় সুমাইয়া (১৩) নামে এক কিশোরী বুধবার দুপুরে আত্মহত্যা করেছে। অপরদিকে, পিএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আত্মহত্যার চেষ্টা করেছে একই উপজেলার রাকিব (১২) নামে আরেক শিক্ষার্থী।
২১৬৪ দিন আগে