ধাক্কা
চট্টগ্রামে পিকআপের ধাক্কায় ছাত্রলীগ নেতা নিহত
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে।
রবিবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের গার্লস স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতাবস্থায় তাকে হাসপাতালে নিলে রাত ১টায় তার মৃত্যু হয়।
নিহত ওবাইদুল হক জাহেদ (২৫) একই ইউনিয়নের সাপলেজাপাড়া এলাকার আমিনুল হকের ছেলে এবং উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক ছিলেন।
আরও পড়ুন: বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে কুকি চিনের সংঘর্ষ, নিহত ১
জানা গেছে, ছাত্রলীগ নেতা জাহেদ পদুয়া দশমাইল বাজার থেকে কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সড়কের গার্লস স্কুলের সামনে এলে একটি দ্রুতগামী গাছভর্তি পিকআপ তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল ইসলাম বলেন, পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে জাহেদ মারা গেছেন।
খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল থেকে পিকআপটি জব্দ করেছে। চালক ও সহকারী পলাতক রয়েছে। এ ঘটনায় জাহেদের পরিবার থেকে মামলা না করার কথা জানিয়েছেন বলেও জানান ওসি।
আরও পড়ুন: পাকিস্তানে যাত্রীবাহী বাসে আগুন, নিহত ৪০
ফতুল্লা লঞ্চঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারের চালক নিহত
নারায়ণগঞ্জের ফতুল্লার লঞ্চঘাটে বুড়িগঙ্গা নদীতে পটুয়াখালীগামী এমভি প্রিন্স কামাল-১ নামক একটি লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা চালক নিহত হয় বলে জানা যায়।
শুক্রবার রাত আটটার দিকে বুড়িগঙ্গা নদীর ফতুল্লা লঞ্চঘাট এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত ট্রলারচালক মনির কেরানীগঞ্জ থানার কান্দাপাড়ার আলী আকবর ফকিরের পুত্র বলে জানা গেছে। নিহত মনির নিজেই ট্রলারের চালক ও মালিক।
সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ফতুল্লা মডেল থানা পুলিশ, নৌ-ফাঁড়ি পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট।
আরও পড়ুন: ভোর থেকেই নারায়ণগঞ্জের লঞ্চ বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
ফতুল্লা লঞ্চঘাটের ইজারাদার কতৃপক্ষের একজন প্রিতম জানায়, দ্রুত গতিতে লঞ্চটি ফতুল্লা খেয়া ঘাটে থাকা যাত্রীদের জন্য অপেক্ষামান বেশ কয়েকটি ট্রলারকে ধাক্কা দেয়। তারা তা দেখতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে ডুবে যাওয়া ট্রলারের নীচ থেকে মনির নামক একজনকে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা মনিরকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা বিসিকস্থ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সুমন জানান, তিনি এসে জানতে পারেন যে এমভি প্রিন্স কামাল-১ নামক পটুয়াখালীগামী একটি যাত্রীবাহী লঞ্চ ফতুল্লা খেয়াঘাটে থাকা ট্রলারের উপর সজোরে ধাক্কা দেয়। এতে ট্রলারে থাকা মনির নামক এক ব্যক্তি লঞ্চ ও ট্রলারের নীচে তলিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাগলা নৌ-ফাঁড়ির উপপরিদর্শক ইয়ার আলী জানান, ট্রলার দুর্ঘটনায় মনির নামক একজন মারা গেছে। লঞ্চটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
পুলিশ লঞ্চের সারেংকে (কর্ণধার) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
আরও পড়ুন: বিএনপি’র সমাবেশ শেষ, বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু
বরিশাল-ঢাকা রুটের লঞ্চ চলাচল বন্ধ
সাতক্ষীরায় মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় শিশুর মৃত্যু
সাতক্ষীরার কলারোয়ায় বাবার সঙ্গে ঘুরতে বেরিয়ে মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুমতাহিনা ওই এলাকার আলমগীর হোসেনের মেয়ে।
আরও পড়ুন: পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় অবসরপ্রাপ্ত গ্রাম পুলিশের মৃত্যু
প্রত্যক্ষদর্শীরা জানান, আলমগীর হোসেন তার মেয়ে মুমতাহিনাকে নিয়ে মোটরসাইকেও করে গয়ড়া কলেজ মোড় এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে দ্রুতগতির একটি মাটিবাহী ট্রাক্টর তাদের ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলটি ট্রাক্টরের নিচে চাপা পড়ে এবং মুমতাহিনা ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।তবে তার বাবা আলমগীর হোসেন অল্প আঘাত পেয়ে অক্ষত আছেন।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুদ্দিন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাক্টরটি জব্দ করা গেলেও এর চালক পালিয়ে যায়। ট্রাক্টরটি পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।
তিনি আরও জানান, নিহত শিশুটির পরিবার যদি চান তাহলে ময়নাতদন্ত করা হবে।
আরও পড়ুন: কালুখালীতে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু
সিরাজগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
সিলেটে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত
সিলেটে প্রাইভেটকারের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।রবিবার সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দর থানার লাক্কাতুরা বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সিমসন ডে চৌধুরী (৩৩) লাক্কাতুরা চা-বাগান এলাকার রাজাবাড়ী উড়িয়াপাড়ার আলেসন ডে চৌধুরীর ছেলে।
আরও পড়ুন: যশোরে বাসের ধাক্কায় নারীসহ ২ পথচারী নিহত
পুলিশ জানায়, আম্বরখানা থেকে কোম্পানীগঞ্জগামী একটি প্রাইভেটকার সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দর থানার লাক্কাতোরা বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা পথচারী সিমসন ডে চৌধুরীকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
পরে প্রাইভেটকারের চালকসহ আশপাশে লোকজন তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরে দুপুর ১২টার দিকে তিনি মারা যান।
সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা জানায়, দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার জব্দ করে থানায় নেয়া হয়েছে। এছাড়া চালকও পুলিশ হেফাজতে আছে।
পুলিশ আরও জানায়, এ বিষয়ে অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত
নরসিংদীতে কাভার্ড ভ্যানের চাপায় ৪ পথচারী নিহত
যাত্রাবাড়ীতে ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২
রাজধানীর যাত্রাবাড়ীতে একটি থেমে থাকা ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় দুইজন নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন।
শুক্রবার (১৩ জানুয়ারি) ভোরে শনির আখড়ার দনিয়া কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: সিলেটে অটোরিকশার ধাক্কায় যুবক নিহত
নিহতরা হলেন- নারায়ণগঞ্জের অটোরিকশা চালক মমিন মিয়া (৩৭) ও মুন্সীগঞ্জের মাছ ব্যবসায়ী পলাশ (৫০)।
আহতরা হলেন-মাছ ব্যবসায়ী শাহ আলী (৩৬) ও সুমন (৪০)। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সালমান রহমান জানান, দনিয়া কলেজের সামনে থেমে থাকা একটি ট্রাককে সিএনজি অটোরিকশাটি পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ দুজন মারা যান। এ ঘটনায় গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেয়া হয়েছে।
এছাড়া পুলিশ ট্রাকটি জব্দ করতে ব্যর্থ হয়েছে বলে জানান এসআই।
আরও পড়ুন: কুড়িগ্রামে অটোরিকশার ধাক্কায় পিঠা বিক্রেতার মৃত্যু
চাঁদপুরে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় নারী নিহত
চাঁদপুরে পিকআপের ধাক্কায় শিশুর মৃত্যু
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ইটবোঝাই পিকআপের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় পিকআপসহ চালককে আটক করা হয়।
সোমবার বিকালে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরনাইয়া এলাকার হাজী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দ্বীন মোহাম্মদ (৪) বেরনাইয়া হাজী বাড়ির শরিফুল ইসলামের ছেলে।
আটক সোহরাব একই উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়িনের উঘারিয়া গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: চাঁদপুরে ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার চিতোষী-মুদাফফরগঞ্জ সড়কে চিতোষী বাজার থেকে দ্রুত বেগে আসা ইটবোঝাই একটি পিকআপ শিশুটিকে হঠাৎ ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা শিশুটিকে দ্রুত উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিলে কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় বিক্ষুব্ধ স্থানীয় এলাকাবাসী পিকআপ ও সোহরাব হোসেনকে আটক করতে সক্ষম হয়।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি)মোহাম্মদ শহীদ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপটি আটক করেছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।
আরও পড়ুন: খুলনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
গাইবান্ধায় ভাপা পিঠা আনতে গিয়ে শিশুর মৃত্যু
সিলেটে বাসের ধাক্কায় ঢাবি ছাত্রের মৃত্যু
সিলেটে বাসের ধাক্কায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এসময় আরও একজন গুরুতর আহত হয়েছেন। রবিবার (৮ জানুয়ারি) রাতে সিলেট ক্যান্টনমেন্ট এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মো. মাহির শাহরিয়ারের বাড়ি গাজীপুরের রাজেন্দ্রপুরে। তিনি ঢাবির ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী।
আরও পড়ুন: কুড়িগ্রামে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ জনের, আহত ৫
মাহিরের বন্ধুরা জানান, রবিবার মোটরসাইকেলে করে মাহির ও আরেকজন সিলেট যাচ্ছিলেন। পথিমধ্যে একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। বাসের ধাক্কা খেয়ে মোটরসাইকেলটি ছিটকে রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা খায়। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাইকের পেছনে যিনি ছিলেন তার অবস্থাও আশঙ্কাজনক।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুল রহমান।
আরও পড়ুন: রাজশাহীতে মাইক্রোবাসের ধাক্কায় কিশোর নিহত
ঝিনাইদহে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত
চাঁদপুরে ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সিমেন্টবোঝাই ট্রলির ধাক্কায় আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার হানিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাকিব হানিরপাড় গ্রামের ইটভাটা শ্রমিক নাজিরের ছেলে এবং হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
আরও পড়ুন: রোলার স্কেটিং করতে গিয়ে ট্রলির ধাক্কায় কিশোর নিহত
রাকিবের বাবা নাজির জানায়, শিশুটি জুম্মার নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়ার জন্য রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলো। হঠাৎ বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা ট্রলি ধাক্কা দিলে তার মাথায় ও হাতে আঘাত পেয়ে গুরুত্বর আহত হয়।
পরে স্থানীয়দের সহায়তায় আহত রাকিবের পরিবার উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন শিশুর মৃত্যু নিশ্চিত করে বলেন, পরিবারের অভিযোগ থাকলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: ট্রলির ধাক্কায় পাঁচ বছরের শিশু নিহত
নড়াইলে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ভৈরবে এগারোসিন্ধুর ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় বগি লাইনচ্যুত, আহত ১৫
কিশোরগঞ্জের ভৈরবে এগারোসিন্ধুর ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে তিন বগির দরজা-জানালার গ্লাস ভেঙে গেছে। এ সময় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা যায়।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের ৩নং প্লাটফর্মে এ দুর্ঘটনা ঘটে।
সংশ্লিষ্টরা জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী আন্তঃনগর এগারোসিন্ধুর ট্রেন ভৈরব স্টেশনে পৌঁছায়।
আরও পড়ুন: বগি লাইনচ্যুত: গাজীপুরে ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
এ সময় ভৈরব থেকে কিশোরগঞ্জ অভিমুখী ট্রেনের ইঞ্জিন পাল্টানোর সময়ে ইঞ্জিনের ধাক্কায় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।
এ সময় ইঞ্জিনের ধাক্কায় বগিতে বসা ১৫ জন যাত্রী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
এ ঘটনায় ট্রেনের ইঞ্জিনের হুক ভেঙে বগিটি লাইনচ্যুত ও তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব বগির দরজা-জানালা, গ্লাস, উঠার সিঁড়ি ভেঙে গেছে।
খুলনায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত
খুলনার দাকোপে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার আনুমানিক বেলা ১১ টার দিকে উপজেলার চালনা পৌরসভার পারচালনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধা পারুল বিশ্বাস (৬০) একই এলাকার ৭নং ওয়ার্ডের বাসিন্দা এবং পাঁচ সন্তানের জননী।
আরও পড়ুন: ইজিবাইকের ধাক্কায় চুয়াডাঙ্গায় বৃদ্ধা নিহত
নিহতের পরিবার সুত্রে জানা যায়, পারুল বিশ্বাস মঙ্গলবার সকালে বাড়ির সামনে রাস্তার ওপর ধান শুকাতে থাকা অবস্থায় একটি দ্রুতগামী মোটরসাইকেল চালক তাকে চাপা দেয়।
এতে পারুল বিশ্বাস গুরুতরভাবে আহত হয়।
দাকোপ হাসপাতালের চিকিৎসক এম এ বেলায়েত বলেন, স্হানীয়রা মুমূর্ষু আবস্হায় তাঁকে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে মৃত্যু হয়।
আরও পড়ুন: রাজধানীতে বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত, আহত নাতনি
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টারের ধাক্কায় বৃদ্ধা নিহত