ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স
নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ড: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
রাজধানীর নিউমার্কেটের পাশের নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে সোমবার সকালে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. ওয়াহিদুল ইসলামের নেতৃত্বে কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আরও পড়ুন: ঈদের আগে মার্কেটে অগ্নিকাণ্ড রহস্যজনক: বিএনপি
কমিটির অন্য সদস্যরা হলেন- উপ-পরিচালক (পরিকল্পনা), পলাশী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বাবুল চক্রবর্তী, গুদাম পরিদর্শক গোলাম মোস্তফা ও উপ-সহকারী পরিচালক ফয়সালুর রহমান।
এর আগে, শনিবার নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হওয়ার প্রায় ২৭ ঘণ্টা পর রবিবার সকালে তা নিভিয়ে ফেলা হয়।
এছাড়া ঈদের কেনাকাটার এই ব্যস্ত মৌসুমে বেশ কিছু দোকানপাট পুড়ে গেছে।
বাংলাদেশ সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনীর মোট ২৮টি ফায়ার ফাইটিং ইউনিট এবং দল আগুন নেভাতে অংশ নেয়।
এদিকে অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করার সময় প্রচণ্ড ধোঁয়ায় দমকলকর্মীসহ প্রায় ৩২ জন অসুস্থ হয়ে পড়েন।
আরও পড়ুন: মার্কেটে অগ্নিকাণ্ডের পেছনে সরকার হাত রয়েছে: ফখরুল
প্রতিটি অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করা হচ্ছে: আইজিপি
১০০৮ দিন আগে
মিরপুরে আবাসিক ভবনে আগুন, দগ্ধ ৩
রাজধানীর মিরপুর এলাকায় বুধবার একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে দুই নারীসহ তিনজন দগ্ধ হয়েছেন।তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, বিকেল ৫টার দিকে মিরপুর-১ এর একটি আবাসিক ভবনে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে বলেও জানান তিনি।
আরও পড়ুন: রাজধানীর খিলগাঁও ও পোস্তগোলায় অগ্নিকাণ্ড
নারায়ণগঞ্জে রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ড, দগ্ধ ৮
১৩৮৪ দিন আগে
পোস্তগোলায় পোশাক কারখানার অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে
রাজধানীর পোস্তগোলার শ্যামপুরে লাল মসজিদের পাশে একটি পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান সিকদার জানান, শনিবার রাত পৌনে ১২টার দিকে কারখানার সাততলা ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়।
তিনি বলেন, ১৩ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে। আটটি ইউনিট রাত ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার নাজমা বেগম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
আরও পড়ুন: পোস্তগোলায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড
নিউইয়র্কে ভবনে অগ্নিকাণ্ডে ৯ শিশুসহ নিহত ১৯
১৪৬৪ দিন আগে
পোস্তগোলায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড
ঢাকার পোস্তগোলার শ্যামপুরে লাল মসজিদের পাশে একটি পোশাক কারখানায় শনিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান সিকদার ইউএনবিকে জানান, রাত পৌনে ১২টার দিকে একটি সাততলা ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়।
তিনি বলেন, ১৩ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
শাহজাহান বলেন, ‘তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া অগ্নিকাণ্ডের কারণও জানা যায়নি।’
আরও পড়ুন: নিউইয়র্কে ভবনে অগ্নিকাণ্ডে ৯ শিশুসহ নিহত ১৯
কাপ্তানবাজারে অগ্নিকাণ্ডে যুবকের মৃত্যু
১৪৬৪ দিন আগে
মগবাজারে বিস্ফোরণ: পুলিশের তদন্ত কমিটি
রাজধানীর মগবাজারের ওয়ারলেস গেইট এলাকায় বিস্ফোরণের কারণ অনুসন্ধানে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ।
সোমবার (২৮ জুন) পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের অতিরিক্ত পুলিশ কমিশনারকে সভাপতি করে ৭ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আরও পড়ুন: মগবাজার বিস্ফোরণ তদন্তে দ্রুত ইতি টানতে নারাজ আইজিপি
বিজ্ঞপ্তিতে বিস্ফোরণের কারণ অনুসন্ধান করার পাশাপাশি বিস্ফোরণ নিয়ন্ত্রণে সুপারিশমালা দিতে বলা হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স গঠিত কমিটির সাথে সমন্বয় করে কাজ করার কথা বলা হয়েছে।
এর আগে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন জানিয়েছেন, মগবাজার ওয়্যারলেস গেইট এলাকায় বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তারা পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন।
দুই কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আরও পড়ুন: মগবাজারে ট্রেনে কাটা পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
১৬৬৬ দিন আগে