দোষ স্বীকার
প্রহসনের নির্বাচনের জন্য দোষ স্বীকার সাবেক সিইসি নূরুল হুদার
প্রহসনের নির্বাচন ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে শেরেবাংলা নগর থানার মামলায় আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
মঙ্গলবার (১ জুলাই) দুই দফায় চারদিন করে আটদিনের রিমান্ড শেষে নূরুল হুদাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার।
এরপর নূরুল হুদা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মতি হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন এ তদন্ত কর্মকর্তা।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন।
এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
নূরুল হুদার পক্ষে অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম সজিব এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আজকে রিমান্ড শেষে নূরুল হুদাকে আদালতে হাজির করে পুলিশ। আমরা তার জামিনের দরখাস্ত নিয়ে সংশ্লিষ্ট আদালতে উপস্থিত হয়। এরপর আদালতে এসে জানতে পারি তিনি দোষ স্বীকার করে জবানবন্দি দিচ্ছেন।
পড়ুন: সাবেক সিইসি নুরুল হুদাকে জুতাপেটার মামলায় হানিফসহ ৩ জনের জামিন
গত ২২ জুন সন্ধ্যায় রাজধানীর উত্তরার ৫ নম্বর সেক্টরে নূরুল হুদার বাড়িতে গিয়ে ‘স্থানীয় জনতা’ তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
পরদিন প্রভাব খাটিয়ে প্রহসনের নির্বাচন করার অভিযোগে দায়ের করা মামলায় তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। চারদিনের রিমান্ড শেষে একই মামলায় গত ২৭ জুন আবারও চারদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার সিএমএম আদালত।
একই মামলায় গত ২৯ জুন তিনদিনের রিমান্ড শেষে সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালকে কারাগারে পাঠানো হয়।
গত ২২ জুন দশম থেকে দ্বাদশ সংসদ নির্বাচন পরিচালনা করা তিন সিইসি যথাক্রমে কাজী রকিবউদ্দীন আহমদ, নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালসহ ২৪ জনের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে প্রহসনের নির্বাচন করার অভিযোগে শেরেবাংলানগর থানায় মামলা করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহ উদ্দিন খান।
পরবর্তীতে গত ২৫ জুন এ মামলায় নতুন করে রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও অর্থ আত্মসাতের ধারা যুক্ত করা হয়।
সাবেক সচিব নূরুল হুদা ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি সিইসি হিসেবে শপথ নিয়েছিলেন। তিনি ছিলেন দেশের দ্বাদশ সিইসি। তার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কমিশনের অধীনে ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনসহ স্থানীয় পর্যায়ের সব ভোট হয়।
১৫৭ দিন আগে
খালেদাকে অপরাধ স্বীকার করে, ক্ষমা চেয়ে বিদেশে যেতে হবে: আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি পেতে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে আগে তাঁর দুর্নীতির অপরাধ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হবে।
বুধবার সংসদ অধিবেশনে ২০২১-২০২২ অর্থবছরের জাতীয় বাজেটের ছাঁটাই প্রস্তাবের ওপর বক্তব্য দেয়ার সময় মন্ত্রী এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, খালেদা বিদেশে যেতে চাইলে নিজের অপরাধ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া ছাড়া আর কোন বিকল্প নেই।
আরও পড়ুন: হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া
আনিসুল হক চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে জানান, তাঁর (খালেদা জিয়া) জন্য এই একটি মাত্র আইনি পথ খোলা আছে। কেউ যদি অন্য কোনও আইনি উপায় দেখাতে পারেন, তবে তিনি তাঁর আইন পেশা ছেড়ে দেবেন।
এ সময় আইনমন্ত্রী বিএনপির দুই সংসদ সদস্যের অভিযোগের জবাব দেন। তাঁরা অভিযোগ করেন, রাজনৈতিক কারণে সরকার উন্নততর চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেশ ছাড়তে দিচ্ছে না।
আরও পড়ুন: খালেদা জিয়া গুরুতর অসুস্থ: ফখরুল
সংসদে ছাঁটাই প্রস্তাব নিয়ে আলোচনায় বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ ও মোশারফ হোসেইন দাবি করেন, সরকার উন্নত চিকিৎসার জন্য খালেদাকে বিদেশে যাওয়ার অনুমতি দেবে।
আইনমন্ত্রী বলেন, খালেদার পরিবারের সদস্যরা তাকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য আবেদন করেছিলেন। তবে তাদের আবেদনে তাঁরা আইনের কোনও বিধানের কথা উল্লেখ করেননি।
এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, সরকার দণ্ডবিধির ৪০১ এর আওতায় আগের আবেদন বিবেচনা করে তাঁর দুর্নীতির সাজা স্থগিত করেছে এবং তাকে দুটি শর্তে মুক্তি দিয়েছে।
দুটি শর্তের একটি হলো, তিনি দেশে তাঁর নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিতে পারবেন। তাঁরা (খালেদা জিয়ার পরিবার) এটি মেনে নিয়েছিল। তাঁরা বেগম জিয়াকে কারাগার থেকে বাড়িতে নিয়ে গেছেন।
আরও পড়ুন: হৃদযন্ত্র, কিডনির সমস্যায় জ্বরে ভুগছেন খালেদা জিয়া: ফখরুল
খালেদাকে বিদেশে পাঠানোর জন্য বিএনপি নেতাদের বারবার আবেদনের প্রতি ইঙ্গিত করে আইনমন্ত্রী বলেন, একবার আবেদন নিষ্পত্তি হয়ে গেলে তা পুনর্বিবেচনা করা যায় না। তাঁরা আবেদন করেছেন এবং কিছু শর্তে তাকে মুক্তি দেয়া হয়েছে। এখন তাঁরা বলছেন, তাকে বিদেশে যেতে হবে। সেই অনুযায়ী আবেদন করতে হবে। আগের আবেদন চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে। এ নিয়ে আর কেউ কিছু করতে পারে না। এই আবেদনটি ৪০১ ধারায় নিষ্পত্তি হয়েছে।
১৬১৯ দিন আগে