ওসমানী বিমানবন্দর
ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা বিস্ফোরণে নিহত ১
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের (বিমানে উঠার সিঁড়ি) চাকা বিস্ফোরিত হয়ে রোমান আহমদ (২৮) নামে এক টেকনিশিয়ান নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে বিমানবন্দরের অভ্যন্তরে এই ঘটনা ঘটে।
রোমান আহমদ টেকনিশিয়ান হিসেবে সানরাইজ কোম্পানির তত্বাবধানে আউট সোর্সিংয়ে ওসমানী বিমানবন্দরে কাজ করতেন বলে জানা গেছে।
আহতদের দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রোমানের অবস্থা আশঙ্কাজনক থাকায় তার ইনসেন্টিভ কেয়ার ইউনিটের প্রয়োজন পড়ে। তবে ওসমানী হাসপাতালে শয্যা খালি না থাকায় তাকে দ্রুত রাগীব রাবেয়া হাসপাতালের আইসিইতে নেওয়া হয়। বিকাল সাড়ে ৩টার দিকে সেখানে তার মৃত্যু হয়।
নিহত রোমান আহমদ সিলেট সদর উপজেলার সাহেবের বাজার এলাকার লুছাই গ্রামের মো. মছর মিয়ার ছেলে। আহত এনামুল (২৫) একই এলাকার মহালদিগ গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পড়ুন: রুপগঞ্জে স্টিল মিলে ভাট্টি বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ
তিনি বলেন, ৫-৬ জন মিলে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজের সিঁড়ির চাকা মেরামত করছিলেন। এমন সময় চাকা ফেটে (বিস্ফোরিত) গিয়ে দুইজন গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে গুরুতর অবস্থায় রোমানকে নগরীর রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেওয়ার পর তিনি মারা যান বলে জানান। আহত আরেকজন ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন।
তিনি আরও বলেন, ‘এটি রুটিন মাফিক কাজ। এই কাজের জন্য সানরাইজ নামক কোম্পানি চুক্তিবদ্ধ একটি প্রতিষ্ঠান হিসেবে লোকবল দিয়ে কাজ করায়। হঠাৎ কি কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে দুর্ঘটনায় বিমানবন্দর কিংবা বিমানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অবশ্য ঘটনাটি নিতান্তই দুঃখজনক।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, ‘দুর্ঘটনায় কোনো বিমান বা স্থাপনার ক্ষতি হয়নি। ২ জন আহত হন। এরমধ্যে ১ জন হাসপাতালে মারা গেছেন।’
১২৭ দিন আগে
ওসমানী বিমানবন্দর থেকে ১.৫ কেজি স্বর্ণসহ এক যাত্রী আটক
সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আলিম উদ্দিন নামে এক যাত্রীর কাছ থেকে ১.৫ কেজি তরল স্বর্ণ (লিকুইড গোল্ড) জব্দসহ ওই যাত্রীকে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস কর্তৃপক্ষ।
তার বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলার গোহোরা এলাকায়।
কাস্টমসের সহকারী কমিশনার ইনজামাম উল বলেন, ‘শুক্রবার সকাল ১০টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটে দুবাই থেকে সিলেটে নামেন আলিম উদ্দিন নামের ওই যাত্রী।’
আরও পড়ুন: টানা দুইদিন বাড়ার পর কমল স্বর্ণের দাম
‘পরে তাকে সন্দেহ হলে কাস্টমস কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। পরবর্তীতে তার ট্রাউজার ও আন্ডারগার্মেন্টসের ভেতরে পেস্ট আকারে রাখা লিকুইড স্বর্ণ উদ্ধার করা হয়।’
তিনি আরও বলেন, ‘জব্দকরা স্বর্ণের পরিমাণ প্রাথমিকভাবে প্রায় ১ মশমিক ৫ কেজি বলে ধারণা করা হচ্ছে। আইন অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া চলমান রয়েছে।’
২২৪ দিন আগে
ওসমানী বিমানবন্দরে ৮টি স্বর্ণের বার জব্দ
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমানের একটি ফ্লাইট থেকে ৮টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে দুবাই থেকে ছেড়ে আসা ফ্লাইটের একটি বিমান থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।
বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগের সহকারী কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা ইনজামাম উল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিমানের ভেতর যাত্রীবিহীন সিট থেকে ৮টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার পরিমাণ ৯২৮ গ্রাম এবং বর্তমান বাজার মূল্য আনুমানিক ১ কোটি টাকা। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: ১৮টি স্বর্ণের বার পাচারকালে ভারতীয় নাগরিক আটক
এর আগে ৬ ফেব্রুয়ারি প্রায় ২১ কোটি টাকার স্বর্ণসহ দুজনকে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা।
দুবাইয়ের শারজাহ এয়ারপোর্ট থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২৫২–এর দুজন যাত্রীর লাগেজ তল্লাশি করে ওই স্বর্ণ পাওয়া যায়।
২৯৪ দিন আগে
গ্রেপ্তারের ৩ ঘন্টার মধ্যে ছাড়া পেলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মুক্তাদির
সিলেটে গ্রেপ্তারের তিন ঘন্টার মধ্যে ছাড়া পেলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
মুক্তাদিরের আইনজীবীরা থানায় মুক্তাদিরের জামিনের কাগজপত্র প্রদর্শন করলে শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় তাকে ছেড়ে দেওয়া হয়।
এরআগে শনিবার বিকাল ৩টার দিকে সিলেট ওসমানী বিমানবন্দরের সামনে থেকে মুক্তাদিরকে গ্রেপ্তার করে সিলেট কোতোয়ালি থানা পুলিশ।
আরও পড়ুন: খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার মুক্তাদির কারাগারে
মুক্তাদিরকে থানা থেকেই ছেড়ে দেওয়ার তথ্য নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস বলেন, ‘যে মামলায় তাকে গ্রেপ্তার করা হয় তাতে মুক্তাদির জামিনে ছিলেন। আজ গ্রেপ্তারের পর তার আইনজীবীরা থানায় রি-কল দেখালে সন্ধ্যার দিকে পুলিশ তাকে ছেড়ে দেয়।’
সুদীপ বলেন, পুরনো একটি নাশকতার মামলায় মুক্তাদিরের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিলো। সে মামলায় বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়েছিলো।
জানা যায়, গ্রেপ্তারের পর মুক্তাদিরকে কোতোয়ালি থানাতেই রাখা হয়। সেখানে দলীয় নেতাকর্মীরা ভিড় করেন। ইফতারের আগ মূহূর্তে ছাড়া পান মুক্তাদির।
বিএনপি সূত্রে জানা যায়, শনিবার বিকালে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা দাবিতে সিলেটেও অবস্থান কর্মসূচির আয়োজন করে বিএনপি। এই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্যই শনিবার সিলেটে আসেন মুক্তাদির। বিমানবন্দর থেকে বের হওয়ার পরই তাকে গ্রেপ্তার করা হয়।
খন্দকার আব্দুল মুক্তাদির গত সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপির নেতৃত্বাধিন ঐক্যফ্রন্টের প্রার্থী ছিলেন।
আরও পড়ুন: সিলেটে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার মুক্তাদির গ্রেপ্তার
নেতাকর্মীদের পুলিশি হয়রানির অভিযোগ বিএনপি প্রার্থী মুক্তাদিরের
৯৭২ দিন আগে
সাড়ে ৩ ঘণ্টা পর ওসমানী বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক
উড্ডয়নের সময় বিমানের চাকা ফেটে যাওয়ার ঘটনার সাড়ে তিন ঘণ্টা পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা শুরু হয়েছে।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টার পর বিমানবন্দরটিতে পুনরায় স্বাভাবিকভাবে বিমান চলাচল শুরু হয়।
আরও পড়ুন: ঘন কুয়াশা: ঢাকা বিমানবন্দরের আন্তর্জাতিক ফ্লাইট গেল হায়দরাবাদে, ৭টি বিলম্বিত
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চাকা ফেটে রানওয়েতে উড়োজাহাজ আটকে থাকার কারণে ওসমানীতে ফ্লাইট ওঠানামা বন্ধ হয়ে গিয়েছিল। চাকা মেরামত করে ওই উড়োজাহাজ রানওয়ে থেকে সরানো হয়। এরপর ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়।
এর আগে দুপুর ১টার দিকে রানওয়ে দিয়ে উড্ডয়নের সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানের চাকা ফেটে যায়। এতে শতাধিক যাত্রী নিয়ে রওয়ানা হওয়া বিমানটি অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায়। এসময় পুরো উড়োজাহাজে ঝাঁকুনি শুরু হয়।
এরপর থেকে বিমানবন্দরটিতে বিমান ওঠানামা সাময়িক বন্ধ ছিল। এতে আতংকিত হয়ে পড়েন উড়োজাহাজটির ১৪৮ যাত্রী। তবে এতে যাত্রীদের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, বর্তমানে ইঞ্জিনিয়ারিং সেকশনের সংশ্লিষ্টরা চাকা ফেটে যাওয়া বিমানটি মেরামতে কাজ করছেন। তবে যাত্রীদের ঢাকায় আনার জন্য বিকল্প একটি বড় এয়ারক্রাফট আনা হচ্ছে। বিলম্ব হলেও বিকল্প উপায়ে বিকালের মধ্যেই তাদের ঢাকায় নেয়া হবে।
জানা যায়, দুপুরে বিমানের বোয়িং-৭৩৭ উড়োজাহাজটি ১৪৮ জন যাত্রী নিয়ে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্য ১২টা ৫৫ মিনিটে উড্ডয়নের কথা ছিল। তবে উড়োজাহাজটি রানওয়েতে যাত্রা শুরুর পরপরই বিকট শব্দে এর পেছনের চাকা ফেটে যায়। ওই সময় পুরো উড়োজাহাজে তীব্র ঝাঁকুনির সৃষ্টি হয়। এমন ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। কেউ কেউ চিৎকারও শুরু করেন।
মোস্তাক হায়তা নামে এক যাত্রী জানিয়েছেন, ঝাঁকুনি শুরু হলে পাইলট বিমানের গতি কিছুটা মন্থর করেন। এরপর আবার উড্ডয়নের চেষ্টা করেন। তখন ফের ঝাঁকুনি শুরু হয়। পরে তারা খোঁজ নিয়ে জানতে পারেন পেছনের চাকা ফেটে গেছে।
তিনি বলেন, এ ঘটনার পর প্রায় ৪০ মিনিট আমরা বিমানের ভেতরে আটকে ছিলাম। পরে আমাদের বিমানবন্দরের লাউঞ্জে আনা হয়।
দুর্ঘটনার কারণে যাত্রীদের কোন ক্ষতি হয়নি জানিয়ে হাফিজ আহমদ বলেন, আটকে পড়া যাত্রীদের বিমান কর্তৃপক্ষ বিকল্প ফ্লাইটে ঢাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানান।
আরও পড়ুন: আকাশ কুয়াশাচ্ছন্ন থাকায় ঢাকার ৩টি ফ্লাইট নামলো সিলেটে
ঘন কুয়াশা: ঢাকা বিমানবন্দর থেকে ৮টি আন্তর্জাতিক ফ্লাইট ঘুরে গেছে, ৭টি বিলম্বিত
১০৩৬ দিন আগে
ঘূর্ণিঝড় সিত্রাং: ওসমানী বিমানবন্দরে ৮ ফ্লাইটের জরুরি অবতরণ
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সোমবার রাতে আটটি ফ্লাইটের যাত্রীদের নিয়ে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বিভিন্ন এয়ারলাইন্সের বিমান।
এরমধ্যে সাতটি ফ্লাইট আন্তর্জাতিক রুটের আর অপরটি অভ্যন্তরীণ। তবে মঙ্গলবার সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গতকাল সোমবার সন্ধ্যার পর থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট উড্ডয়ন বন্ধ হয়ে যায়। সবমিলিয়ে তিনটি ফ্লাইটের নিয়মিত উড্ডয়ন বাতিল করা হয়।
তবে ফ্লাইট উড্ডয়ন বন্ধ থাকলেও অবতরণ বন্ধ রাখা সম্ভব হয়নি। ঢাকা, চট্টগ্রামসহ দেশের অন্যান্য বিমানবন্দরগুলোর পরিস্থিতি ওসমানী বিমানবন্দরের চেয়ে বিপজ্জনক ছিল।
আরও পড়ুন: বন্যা: ৬ দিন পর সিলেট ওসমানী বিমানবন্দরে ফ্লাইট উঠা-নামা শুরু
ফলে বিশ্বের বিভিন্ন স্থান থেকে আসা ফ্লাইটগুলো ওসমানীতে এসে জরুরি অবতরণ করে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন,‘ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে ওসমানী থেকে ফ্লাইট উঠানামা বন্ধ ছিল। কিন্তু রাত সাড়ে ৯টা থেকে ১টা পর্যন্ত আটটি ফ্লাইট ওসমানীতে জরুরি অবতরণ করেছে। আমরা যাত্রীদের থাকার জন্য নিরাপদ ব্যবস্থা করেছি।
তিনি জানান, এদের মধ্যে অভ্যন্তরীণ ফ্লাইট একটি ও বাকি সাতটি আন্তর্জাতিক ফ্লাইট ছিল। অভ্যন্তরীণ ফ্লাইটটি সৈয়দপুর থেকে উড্ডয়ন করেছিল যা ঢাকায় অবতরণ করার কথা ছিল। কিন্তু আবহাওয়া অনুকূল না থাকায় সিলেটে অবতরণ করে।
এছাড়াও, আন্তর্জাতিক ফ্লাইটের মধ্যে আসা বিমানগুলোর মধ্যে সিঙ্গাপুর থেকে দুইটা, টরেন্টো থেকে একটা, ব্যাংকক থেকে একটা, কলকাতা থেকে একটা, চেন্নাই থেকে একটা, দুবাই থেকে একটা সহ মোট সাতটি আন্তর্জাতিক ফ্লাইট সিলেট বিমানবন্দরে অবতরণ করে। এ সকল বিমানের মধ্যে ইউএস বাংলার পাঁচটি উড়োজাহাজ ও বাংলাদেশ বিমানের তিনটি উড়োজাহাজ রয়েছে।
তিনি আরও বলেন, ‘আজ সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ফ্লাইটগুলো শিডিউল অনুসারে গন্তব্যে যাচ্ছে।’
প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে বাংলাদেশ বিমানের সিলেট-ঢাকা রোডের রাত সাড়ে ৯টা ও ১০টা ১০ মিনিটের ফ্লাইট বাতিল করা হয়। তবে রাত সাড়ে ৯টা থেকে একটা পর্যন্ত একএক করে আটটি ফ্লাইট ইমার্জেন্সি ল্যান্ডিং করে ওসমানীতে।
আরও পড়ুন: বন্যা পরিস্থিতির অবনতিতে ওসমানী বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা বন্ধ
শিগগিরই ওসমানী বিমানবন্দর থেকে বিভিন্ন দেশে সরাসরি ফ্লাইট চালু হবে
১১৩৭ দিন আগে
বন্যা: ৬ দিন পর সিলেট ওসমানী বিমানবন্দরে ফ্লাইট উঠা-নামা শুরু
বন্যার পানি নেমে যাওয়ায় ছয়দিন পর সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট উঠা-নামা শুরু করেছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। রানওয়ে থেকে পানি নেমে যাওয়ায় বৃহস্পতিবার ভোর থেকে ফ্লাইট ওঠানামা শুরু হয়।
বিমানবন্দর সূত্র জানায়, বৃহস্পতিবার ওসমানী বিমানবন্দর থেকে সিলেট-লন্ডন রুটে দুটি ফ্লাইট আসা যাওয়া করেছে। ম্যানচেস্টারের উদ্দেশে একটি ফ্লাইট ছেড়ে গেছে। এছাড়া সিলেট-ঢাকা রুটে একাধিক ফ্লাইট আসা ও যাওয়া করেছে।
আরও পড়ুন: বন্যায় নিহতের সংখ্যা ৪২ জনে পৌঁছেছে: স্বাস্থ্য অধিদপ্তর
বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ জানান, বৃহস্পতিবার থেকে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম চলছে। কোনো সমস্যা নেই।
আরও পড়ুন:কুশিয়ারায় পানি বাড়ায় সিলেটের ৬ উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি
গত ১৭ জুন বন্যায় রানওয়েতে পানি উঠে যাওয়ায় বন্দরের ফ্লাইট কার্যক্রম তিনদিনের জন্য বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। তিনদিন পর গত ২০ জুন ওসমানী বিমানবন্দর পরির্দশনে আসেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। পরিদর্শন শেষে তিনি জানান, রানওয়ে থেকে পানি নেমে গেলেও এপ্রোচ লাইট তলিয়ে থাকায় এই বিমানবন্দরের কার্যক্রম আরও কয়েকদিন বন্ধ থাকবে।
১২৬১ দিন আগে
ওসমানী বিমানবন্দর চালু হচ্ছে বৃহস্পতিবার
বন্যার পানিতে তলিয়ে গিয়েছিল সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। দু’দিন পর বন্যার পানি নেমে গেলেও এপ্রোচ লাইট তলিয়ে থাকার কারণে গত ছয় দিন ধরে বন্ধ ছিল ওসমানী বিমানবন্দরে ফ্লাইট উঠানামা।
তবে বৃহস্পতিবার থেকে ফের চালু হচ্ছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। তথ্যটি নিশ্চিত করেছেন বিমানবন্দরের স্টেশন ম্যানেজার আব্দুস সাত্তার।
জানা যায়, রানওয়েতে পানি উঠে পড়ায় গত শুক্রবার (১৭ জুন) দুপুরের পর থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেয়া হয়। পরিবর্তন করা হয় লন্ডন ফ্লাইটের শিডিউল। দু’দিন পর গত রবিবার রানওয়ের পানি নেমে গেলেও বিমান অবতরণের কাজে ব্যবহৃত এপ্রোচ লাইটগুলো তলিয়ে থাকায় বিমানবন্দর চালু করা সম্ভব হয়নি।
একটি সূত্র জানিয়েছে, পানি নেমে যাওয়ার পরও এপ্রোচ লাইটগুলো জ্বলছে না। এ অবস্থায়ও বিমানযাত্রীদের কথা বিবেচনায় বিমানবন্দর চালু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে রাতের ফ্লাইটগুলোর ব্যাপারে বিভিন্ন এয়ারলাইন্স এখনও পুরোপুরি সিদ্ধান্ত নিতে পারেনি, দিনের ফ্লাইটগুলো শিডিউল অনুযায়ী উঠা-নামা করবে।
আরও পড়ুন: বন্যা পরিস্থিতির অবনতিতে ওসমানী বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা বন্ধ
১২৬২ দিন আগে
বন্যা পরিস্থিতির অবনতিতে ওসমানী বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা বন্ধ
সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর তিনদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিমানবন্দরটিতে আজ (শুক্রবার) থেকে তিনদিন কোন ধরণের ফ্লাইট ওঠা-নামা করবে না।
হাফিজ আহমদ বলেন, বিমানবন্দরের রানওয়ের কাছাকাছি বন্যার পানি চলে এসেছে। এছাড়া সিলেটজুড়ে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় তিনদিনের জন্য বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। সার্বিক পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি বলেন, আজ সকাল থেকে দুপুর পর্যন্ত প্রতিদিনের মতোই আমাদের ফ্লাইটগুলো বিমানবন্দরে অবতরণ ও বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছে। কিন্তু রানওয়ের কাছাকাছি বন্যার পানি চলে আসায় এখন থেকে আর কোনো ফ্লাইটের অবতরণ কিংবা উড্ডয়ন সম্ভব হচ্ছে না।
পড়ুন: সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার শঙ্কা
এদিকে, সিলেটের কুমারগাওয়ের বিদ্যুতের গ্রিড লাইনের সাব স্টেশনে বন্যার পানি ঢুকে পড়ায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সেনাবাহিনী, সিলেট সিটি করপোরেশন ও বিদ্যুৎ বিভাগ।
শুক্রবার (১৭ জুন) দুপুর থেকে কুমারগাও বিদ্যুৎ উপকেন্দ্রের চারপাশে বালির বস্তা দিয়ে বাঁধ নির্মাণের কাজ শুরু করে সেনাবাহিনী। এছাড়া সিলেট সিটি করপোরেশনের সাকার মেশিন দিয়ে বিদ্যুৎ কেন্দ্রে ঢুকে পড়া পানি শুকানোর চেষ্টা করা হচ্ছে।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, পানি যেভাবে বাড়ছে তাতে কুমারগাও সাব স্টেশন তলিয়ে যাওয়ার ঝুঁকি দেখা দিয়েছে। এটি তলিয়ে গেলে পুরো সিলেট বিদ্যুৎহীন হয়ে পড়বে। এতে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়বে। তাই আমরা এই কেন্দ্রটি চালু রাখতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। যাতে অন্তত নগরের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকে।
তিনি বলেন, সিটি করপোরেশন, সেনাবাহিনী ও বিদ্যুৎ বিভাগ একসাথে মিলে এই কেন্দ্র সচল রাখার চেষ্টা করছি।
বিদ্যুৎ বিভাগের সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী মো. আব্দুল কাদির শুক্রবার দুপুরে বলেন, গত বুধবার রাতেই কুমারগাও বিদ্যুৎ উপকেন্দ্রে পানি ঢুকে পড়েছে। আর চার ইঞ্চি পানি বাড়লেই এই কেন্দ্র বন্ধ করে দিতে হবে। ইতোধ্যে সুনামগঞ্জ, ছাতক, কোম্পানীগঞ্জসহ কয়েকটি এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে। কুমারগাও উপকেন্দ্র বন্ধ হয়ে গেলে পুরো সিলেট বিদ্যুৎহীন হয়ে যাবে।
পড়ুন: বন্যা পরিস্থিতির অবনতিতে এসএসসি পরীক্ষা স্থগিত
১২৬৭ দিন আগে
ওসমানী বিমানবন্দরে ৭ কোটি টাকার স্বর্ণসহ ৪ যাত্রী আটক
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার সকালে দুবাই থেকে আসা চার যাত্রীর কাছ থেকে ১১ কেজি ২২০ গ্রাম স্বর্ণ উদ্ধার হয়েছে। এ সময় ওই চার জনকে আটক করে কাস্টমসের কর্মকর্তারা। উদ্ধার হওয়া স্বর্ণের মূল্য প্রায় সাত কোটি টাকা।
আরও পড়ুন: ওসমানী বিমানবন্দরের নতুন টার্মিনাল নির্মাণে চুক্তি
আটকরা হলেন- সিলেটের কানাইঘাট উপজেলার কায়স্থ গ্রামের আব্দুল আহাদের ছেলে মকবুল আলী, কেউরিয়া হাওরের মনতাজ আলীর ছেলে বশির উদ্দিন ও বাঁশবাড়ি এলাকার নাজিম উদ্দিনের ছেলে সুলতান মাহমুদ ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শেখ মো. জাহিদ।
আরও পড়ুন: ওসমানী বিমানবন্দরে নতুন টার্মিনাল, শাহজালালে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমসের উপকমিশনার মো. আল আমিন জানান, সকাল ৯টার দিকে দুবাই থেকে আসা ফ্লাইট বিজি ২৪৮ ওসমানীতে অবতরণ করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে চার যাত্রীর লাগেজ তল্লাশি করে ১১ কেজি ২২০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে।
১৪৩৯ দিন আগে