ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত
নাটোরে ৭ ঘণ্টার ব্যবধানে দুটি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত
নাটোরের লালপুরে ৭ ঘণ্টার ব্যবধানে ১৫ কিলোমিটারের মধ্যে দুটি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুতির ঘটনা ঘটেছে।
শুক্রবার (১১ এপ্রিল) দিবাগত রাত ৪টার দিকে লালপুর উপজেলার আঙ্গারিপাড়া এলাকায় ঈশ্বরদী বাইপাস স্টেশনের কাছে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়। আব্দুলপুর স্টেশন মাস্টার জিয়াউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় মহানগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত
তিনি বলেন, ভোর ৬টার দিকে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে ইঞ্জিনটি লাইনে উঠালে ট্রেনটি গন্তব্যে ছেড়ে যায়।
এর আগে একই দিন রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী থেকে রাজশাহীগামী রাজশাহী এক্সপ্রেস একই উপজেলার বাওড়া সেতু এলাকায় পৌঁছালে ইঞ্জিন লাইনচ্যুত হয়। এর ফলে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ করে ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়। সকালে উদ্ধারকারী ট্রেন গিয়ে দুপুর ১টার দিকে ইঞ্জিনটি অপসারণ করেছিল।
২৩৭ দিন আগে
গাজীপুরে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত
গাজীপুরে ঢাকাগামী একটি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে উত্তরবঙ্গ ও উত্তরাঞ্চলের সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ধীরাশ্রম রেলওয়ে স্টেশনের পাশে কমিউটার এক্সপ্রেস ট্রেনের একটি চাকা লাইনচ্যুত হয়ে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন: ১১ আগস্ট থেকে খুলনার ৫টি ট্রেন চলবে
ধীরাশ্রম রেলওয়ে স্টেশন মাস্টার হেলাল উদ্দিন জানান, জামালপুর থেকে ছেড়ে আসা কমিউটার এক্সপ্রেস ট্রেন বেলা সাড়ে ১১ টার দিকে ধীরাশ্রম স্টেশনে ঢোকার আগ মুহূর্তে ট্রেনটির ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে করে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-রাজশাহী-খুলনার সাথে ট্রেন চলাচল ব্যাহত হয়।
ঘটনাস্থলের দুদিকে চাঁপাই এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস, একতা এক্সপ্রেস এই তিনটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে আছে।
আরও পড়ুন: আজ থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু
তিনি জানান, ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার তৎপরতা শেষ হলে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হবে।
১৫৭৬ দিন আগে