সড়ক দুর্ঘটনা
যশোরের মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত, আহত বাবা-মা
যশোরের মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় হোসনা ইন (ইফফা) নামে ১৩ বছরের এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার মা ও বাবা।
বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার বিজয়রামপুর খৈয়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, কেশবপুর থেকে প্রাইভেটকারে যশোর শহরে আসার পথে একটি অজ্ঞাতপরিচয় কভার্ডভ্যান পেছন দিক থেকে ধাক্কা দিলে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। এতে গাড়িতে থাকা নড়াইলের সদর উপজেলার ভওয়াখালীর ইফফা, তার বাবা গিয়াস আহমেদ সোহেল ও মা স্বপনীল ইসলাম গুরুতর আহত হন।
পড়ুন: কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত ১১টা ১৫ মিনিটে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা–নিরীক্ষা শেষে রাত ১১টা ৫৫ মিনিটে ইফফাকে মৃত ঘোষণা করেন। আহত মায়ের চিকিৎসা চলছে। পিতা স্বপনীল ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাভার্ডভ্যানটি আটকে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। এ ঘটনায় থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
১০৫ দিন আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত, আহত ৫
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-দিনাজপুর মহাসড়কে ট্রাকের ধাক্কায় শিশুসহ ৩ জন অটোরিকশা যাত্রী নিহত এবং ৫ জন আহত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের জাঙ্গালপাড়া গ্রামের সিরাজুল ইসলামের পুত্র ও পিয়ারাপুর মাদ্রাসার শিক্ষক জাহিদুল ইসলাম (৫৫) একই ইউনিয়নের চাপড়াপাড়া গ্রামের গনী মন্ডলের পুত্র নুরুন্নবী মন্ডল (৫০), সবুজ মিয়ার ১৯ মাসের শিশু কন্যা সায়মা। হতাহতরা সবাই অটো রিক্সার যাত্রী।
গোবিন্দগঞ্জ থানা সূত্রে জানা যায়, ঘোড়াঘাট থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা গোবিন্দগঞ্জ উপজেলা সদরের দিকে আসছিল। পথে গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের খলসি নামক স্থানে মৌসুমি পাম্পের সামনে ঢাকাগামী একটি ট্রাক যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়।
পড়ুন: চট্টগ্রাম বন্দরে আমদানি করা স্ক্র্যাপের কনটেইনারে তেজস্ক্রিয় বস্তু শনাক্ত
দুর্ঘটনায় গুরুতর আহত ৫ জনকে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া করা হচ্ছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি আটক করা হয়েছে।
১১৫ দিন আগে
নাটোরে সড়ক দুর্ঘটনায় ৮ নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার
নাটোরের বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে আটজন নিহতের ঘটনায় ট্রাকচালক মহির উদ্দিনকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব। এরপর আগেই সড়ক নিরাপত্তা আইনে হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
নাটোর সদর উপজেলার বামনডাঙ্গা গ্রাম থেকে বুধবার (২৩ জুলাই) রাত ১০টার দিকে ওই চালককে আটক করা হয়।
মহির নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামের সোনা মিয়ার ছেলে। সড়ক দুর্ঘটনায় নিহত জাহিদ হোসেনের আত্মীয় নজরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত ট্রাকচালকের নামে বড়াইগ্রাম থানায় সড়ক নিরাপত্তা আইন-২০১৮-তে একটি মামলা করেন।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজ আল অসাদ জানান, বড়াইগ্রামের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইড়মারি ব্রিজ এলাকায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে মাইক্রোবাসের সাতজন যাত্রী ও চালকসহ মোট আটজন নিহত হন। মাইক্রোবাসটি কুষ্টিয়া থেকে সিরাজগঞ্জে যাচ্ছিল।
আরও পড়ুন: নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৮
তিনি জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক মহির উদ্দিন গা ঢাকা দিয়েছিলেন। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে আটক করে বনপাড়া হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বুধবার সকাল ১০টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর থেকে সিরাজগঞ্জের এনায়েতপুরে অসুস্থ এক আত্মীয়কে দেখতে যাচ্ছিলেন নিহতরা। পথে সিরামপুর এলাকার তরমুজ পাম্পের সামনে থেকে অন্য একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।
পরে আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে আরও একজন নারী মারা যান। গুরুতর আহত অবস্থায় চালক সাহাব উদ্দিন ও সীমা খাতুনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তাদেরও মৃত্যু হয়।
নিহতদের মধ্যে মাইক্রোবাস চালকসহ ছয়জনের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামে। অপর দুইজনের বাড়ি পার্শ্ববর্তী মেহেরপুর জেলার গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে।
নিহতরা হলেন— জাহিদুল ইসলাম ফরাজী (৫৮), তার স্ত্রী সেলিনা বেগম (৫২), বোন রোসনায়ারা আক্তার ইতি (৪৮), চাচাতো বোন আয়োয়ারা বেগম (৫২), চাচাতো ভাবি আমেনা খাতুন আনু (৫০), মাইক্রোবাসের চালক সাহাব হোসেন রুবেল (৩৫) এবং জাহিদুল ইসলামের শাশুড়ি মেহেরপুর জেলার গাংনী উপজেলার আঞ্জুমানয়ারা খাতুন (৭৪) ও শ্যালিকা সীমা খাতুন (৩৫)।
১৩৪ দিন আগে
সমাবেশে আসার পথে সড়ক দুর্ঘটনা, ফরিদপুরে দুই জামায়াত নেতা নিহত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকায় অনুষ্ঠিতব্য মহাসমাবেশে যোগ দিতে আসার পথে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দলটির দুই নেতা নিহত হয়েছেন।
এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৮ থেকে ৯ জন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শনিবার (১৯ জুলাই) ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে ঢাকা–খুলনা মহাসড়কের ভাঙ্গা গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— খুলনার দাকোপ উপজেলার বাসিন্দা মাওলানা আবু সাঈদ (৫৫) এবং একই উপজেলার মোহাম্মদ আমানত শেখ (৫৫)।
আরও পড়ুন: গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২, আহত ১
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশফাক হোসেন।
তিনি জানান, বাংলাদেশ জামাত ইসলামীর মহাসমাবেশে অংশ নিতে দলটির নেতা-কর্মীদের নিয়ে খুলনা থেকে ছেড়ে আসা একটি মিনিবাস ভাঙ্গা গোলচত্বর মহাসড়কের ওপর যাত্রাবিরতি দেয়। এ সময় খুলনা থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেসের একটি বাস দাঁড়িয়ে থাকা মিন ক্লাসিক নামের ওই বাসটিকে পেছন থেকে ধাক্কা দিলে সেটির সামনে দাঁড়িয়ে থাকা দুজন কর্মী বাসের চাপে ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন। এ সময় সেখানে থাকা আরও ৮ থেকে ৯ জন সমর্থক আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ, ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিত নিয়ন্ত্রণ করে। বর্তমানে মিনি বাস ও লাশদুটি ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের অধীনে রয়েছে বলে জানান ওসি।
১৩৯ দিন আগে
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় সরফরাজ খান সোনা (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে রনি রেস্তোরাঁর সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সরফরাজ খান সোনা মেহেরপুর শহরের পুরাতন পোস্ট অফিস পাড়ার বাসিন্দা এবং শামসুল আলম খানের ছেলে।
আরও পড়ুন: রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি দ্রুতগামী ট্রাক সরফরাজকে চাপা দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘাতক ট্রাক ও চালককে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
১৪২ দিন আগে
গুলিস্তান জিরো পয়েন্টে সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত
রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে সড়ক দুর্ঘটনায় মো. শাহাবুল (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত শাহাবুল একটি ট্রাকের সহকারী (হেলপার) হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে তার পরিবার।
মঙ্গলবার (১৫ জুলাই) ভোর পৌনে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অচেতন অবস্থায় নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শাহাবুল তিনি রংপুরের পীরগাছা উপজেলার সোনাইঘাট ননসা গ্রামের রশিদ মিয়ার ছেলে।
আরও পড়ুন: রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শাহাবুলের ভাই শামীম জানান, ‘গতরাত সাড়ে ৩টার দিকে আমরা ট্রাকে মাল নিয়ে রংপুর যাচ্ছিলাম। গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় গিয়ে গাড়ি হঠাৎ বন্ধ হয়ে যায়। শাহাবুল গাড়ি থেকে নেমে পেছনে যাচ্ছিল, সেই সময় পেছন থেকে একটি অজ্ঞাত যানবাহনের ধাক্কায় সে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, সে মারা গেছে।’
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘লাশটি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।’
১৪৩ দিন আগে
শরীয়তপুর সড়ক দুর্ঘটনা নিহত ১, আহত ৩
শরীয়তপুরের ডামুড্যায় ভ্যান ও পিকআপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে আশরাফ আলী দর্জি (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন মারাক্তক ভাবে আহত হয়েছেন।
শনিবার (২৮ জুন) বেলা ১২টায় পূর্ব-তামুড্যা উপজেলার দুই নম্বর ব্রিজ এলাকায় এই ঘটনাটি ঘটে।
নিহত আশরাফ আলী দর্জি গোসাইরহাট উপজেলার গরিবের চর এলাকার মৃত মাহিম আলীর ছেলে। তিনি কুকুরের কামড়ের ভ্যাকসিন দিতে এসে দুর্ঘটনার শিকার হন।
আহতরা হলেন- আশরাফ আলী স্ত্রী রেণুজা বেগম (৫৫), মেয়ে স্বপ্না (৩৫)ও ভ্যানচালক মাসুদ (৪০)।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নিহত আশরাফ আলী দর্জিকে বাড়ির পাশেই সকালে কুকুর কামড় দেয়। সেই ভ্যাকসিন দেওয়ার জন্য ডামুড্যা উপজেলা হাসপাতালে নিয়ে আসা হচ্ছিল। পথে দুই নাম্বার ব্রিজের উপর উল্টো দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানে তাদের ভ্যানের উপর উঠিয়ে দেয়। এসময় স্থানীয়রা সবাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এনে ভর্তি করেন। আহতদের আনার পথেই আহত আশরাফ আলীর মৃত্যু হয়।
আশরাফ আলী মেয়ে স্বপ্না বলেন, বাবাকে সকালে কুকুরে কামড় দেওয়ার কারণে আমরা ভ্যাকসিন দেওয়ার জন্য হাসপাতালে আসছিলাম। উল্টো দিক থেকে আসা পিকআপ আমাদের ভ্যানের উপরে উঠিয়ে দেয়। এ সময় আমার বাবা গুরুতর আহত হয়।
তাৎক্ষণিক সবাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। হাসপাতালে নিয়ে আসার পর আমার বাবার মৃত্যু হয়। তবে ঘটনায় ঘাতক পিকআপভ্যান ও ঘাতক চালককে আটক করা যায়নি।
পড়ুন: ময়মনসিংহে তিন যানের সংঘর্ষে ২ জন নিহত
ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরের মেডিক্যাল অফিসার ডা. অভিজিৎ নাগ (অভি) বলেন, সড়ক দুর্ঘটনায় আহত আশরাফ আলীকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়। আমরা তার স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পাঠিয়েছি। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান মানিক বলেন, এই ঘটনার মামলায় প্রক্রিয়াধীন রয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
১৬০ দিন আগে
যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
যশোরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দুইজন।
বৃহস্পতিবার (২৬ জুন) ভোর ৪টার দিকে যশোর সদর উপজেলার নতুনহাট এলাকায় যশোর-বেনাপোল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— যশোর জেলার মাসুদুর রহমান মিলন (৪০) ও যশোর উপশহর সারথী মিল এলাকার লিটন হোসেনের স্ত্রী জুই (৩০)।
আহত দুইজন হলেন— বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালি বেতাগা গ্রামের ফরিদ হোসেনের ছেলে মামুন (৩২) ও যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামের মৃত নুর ইসলামের ছেলে মাসুদ (৪৫)।
আরও পড়ুন: গাজীপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২৫
দুর্ঘটনার বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, হতাহতরা একটি প্রাইভেটকারযোগে যশোর শহর থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নতুনহাট এলাকায় পৌঁছালে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান জুই ও মিলন। এ ছাড়া, গুরুতর আহত হন মামুন ও মাসুদ নামে আরও দুইজন।
ওসি আরও জানান, স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক এবং নিহতদের লাশ মর্গে পাঠানো হয়েছে।
১৬২ দিন আগে
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
গাজীপুরের শ্রীপুরে একটি কাভার্ডভ্যানের পেছনে সিএনজি অটোরিকশার ধাক্কায় আনসার আলী (৬৫) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার (২৩ এপ্রিল) ভোরে শ্রীপুর উপজেলার মাওনা-বরমী আঞ্চলিক সড়কের উপজেলার উজিলাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনসার আলী (৬৫) রংপুরের বদরগঞ্জ উপজেলার সর্দারপাড়া গ্রামের মঈনুদ্দিনের ছেলে। তিনি দিনমজুরির কাজ করতেন। এ ঘটনায় আহতদের তাৎক্ষনিক নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি কাভার্ডভ্যান ন্যাশনাল পোল্ট্রি ফিড গেটের কাছে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এসময় কয়েকজন শ্রমিক নিয়ে বরমীগামী একটি সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ওই কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে আনসার আলী মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।
আরও পড়ুন: মতিঝিলে সড়ক দুর্ঘটনায় নিরাপত্তারক্ষী নিহত
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসক আসমা উল হোসনা জানান, একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। সম্ভবত তিনি দুর্ঘটনাস্থলেই মারা গেছেন।
অপর তিনজন আহত ব্যক্তির মধ্যে একজন গুরুতর আহত থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরে পাঠানো হয়েছে। অপর দুজনকেও চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতালে গেছে পুলিশ। নিহত আনসার আলীর লাশ উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ও ঊর্ধতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
২২৬ দিন আগে
মতিঝিলে সড়ক দুর্ঘটনায় নিরাপত্তারক্ষী নিহত
রাজধানীর মতিঝিলে বিআরটিসি বাস কাউন্টারের সামনে রাস্তা পার হওয়ার সময় ছয় নম্বর বাসের চাপায় রুহুল আমিন (৫৫) নামে এক নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১ এপ্রিল) বিকালে মতিঝিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রুহুল আমিন গাজীপুরের শ্রীপুর থানার নান্দাসাগর গ্রামের মৃত মোহের আলী শেখের ছেলে। বর্তমানে সবুজবাগের পূর্ব বাসাবো এলাকায় ভাড়া থাকতেন।
তিনি সবুজবাগ কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজের নিরাপত্তারক্ষী ছিলেন।
নিহতের ছেলে শাকিল বলেন, ‘মঙ্গলবার দুপুর ১টার দিকে কমলাপুর বিআরটিসি কাউন্টারের সামনে এই ঘটনা ঘটে। ৬ নম্বর রুটের একটি বাস রাস্তা পার হওয়ার সময় আমার বাবাকে (রুহুল আমিন) ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
পরে খবর পেয়ে মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) আবু সালে শাহীনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে দুপুর ২টা ৪০ মিনিটে ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
এসআই বলেন, ‘ঘাতক বাস চালককে আটক ও বাসটি জব্দ করা হয়েছে।’
২৪৮ দিন আগে