কৃষককে কুপিয়ে হত্যা
নড়াইলে কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ
নড়াইলের লোহাগড়ায় খাজা মোল্যা (৪৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। বুধবার (১৪ মে) উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গায় এ ঘটনা ঘটে।
নিহত খাজা মোল্যা ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা পার ঈশাখালি গ্রামের লবা মোল্যার ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার সকালে কৃষক খাজা মোল্যা নিজ বাড়ি থেকে চা পানের উদ্দেশে কুমারডাঙ্গা বাজারে যান। সেখানে দুর্বৃত্তরা ধারাল অস্ত্রসহ খাজা মোল্যাকে ঘিরে ফেলে।
আরও পড়ুন: চাঁপাইয়ে বজ্রপাতে ছেলের মৃত্যু, আহত মা
পরে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে জখম করে। উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।’
২০৫ দিন আগে
তিস্তা ব্যারাজ দোয়ানীতে কৃষককে কুপিয়ে হত্যা
লালমনিরহাটের হাতীবান্ধায় এক কৃষককে কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে। রবিবার দিবাগত রাতে উপজেলার তিস্তা ব্যারাজের পাশে দোয়ানী এলাকায় এই হত্যার ঘটনা ঘটে।
নিহত আব্দুল মালেক (৪২) গড্ডিমারী ইউনিয়নের ২নং ওয়ার্ডের দোয়ানী এলাকার আব্দুল বারেকের ছেলে।
আরও পড়ুন:শাহরাস্তিতে নারীকে কুপিয়ে হত্যা
লালমনিরহাট সিনিয়ন সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) তাপস সরকার জানান, আব্দুল মালেক বাড়ির সামনে একটু অন্ধকারে একা বসেছিলেন। এ সময় পেছন থেকে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
হত্যাকাণ্ডের কারণ জানতে আব্দুল মালেকের পরিবারের সাথে কথা বলে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: কিশোরগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
১৫৩০ দিন আগে