ভবনে আগুন
শেওড়াপাড়ায় বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর শেওড়াপাড়ার শামীম রোডের একটি বহুতল ভবনে আগুন লেগেছে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের সূত্র জানিয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টা ১১ মিনিটের দিকে ৪ তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে এবং দ্রুত ছড়িয়ে পড়ে।
পড়ুন: ফরিদপুরে পুলিশের জব্দ করা বাসে আগুন
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা পৌনে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
১৮১ দিন আগে
গুলশানে ভবনে আগুন
রাজধানীর গুলশান এলাকায় একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার বেলা ১১টা ৩৭ মিনিটের দিকে গুলশান ২ এর ১০৩ নম্বর সড়কের ১৩৮ নম্বর বাসার ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. রাফি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুপুর ১২টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: মতিঝিলে বিসিআইসি ভবনে আগুন
নিজের বাইকে আগুন দিলেন আরেক রাইড শেয়ারিং বাইকার
১৫৪৫ দিন আগে