মাদককারবারি
জামালপুরে গাঁজাচাষিসহ ৪ মাদককারবারি গ্রেপ্তার
জামালপুরে এক গাঁজাচাষিসহ চার মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ এপ্রিল) জামালপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের আটক করে।
এসময় ৪ গ্রাম হেরোইন ও দেড় কেজি ওজনের গাঁজা গাছ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বুধবার সকাল ৯টার দিকে ইসলামপুর উপজেলার গুঠাইল বাজারের উত্তরপাড়া এলাকায় অভিযান চালায় ডিবি। এসময় চার গ্রাম হেরোইন উদ্ধার ও গুঠাইল উত্তর পাড়া এলাকার মৃত মুসার পুত্র শাকিল মিয়া (৩৭), গিলাবাড়ী উত্তর পাড়া এলাকার মৃত মনসুর শেখ ওরফে ফকির আলীর ছেলে আছর উদ্দিন ওরফে আলম শেখ (২৯), একই এলাকার মৃত ফকির আলীর ছেলে চুন্নু মিয়াকে (৪০) আটক করা হয়।
আরও পড়ুন: সরাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
অপরদিকে গত রাতে মেলান্দহ উপজেলার ভাঙ্গনীডাঙ্গা গ্রামের একটি ভুট্টার জমি হতে দেড় কেজি ওজনের ২টি গাঁজা গাছসহ সাইফুল ইসলাম (৪৮) নামে এক গাঁজাচাষিকে আটক করে ডিবি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি গাঁজা চাষ ও ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার করেছে আটক ব্যক্তিরা।
জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুস সাকিব ২টি ঘটনায় ৪ জন মাদক ব্যবসায়ীকে আটকের সত্যতা স্বীকার করে বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।
২৪০ দিন আগে
টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
টেকনাফে র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া পাহাড়ি এলাকায় এ 'বন্দুকযুদ্ধে'র ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ২০ হাজার ইয়াবা, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে র্যাব।
র্যাবের দাবি নিহত কেফায়েত উল্লাহ ও কোরবান আলী চিহ্নিত ডাকাত ও মাদককারবারি। তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার (ল এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, শুক্রবার ভোরের দিকে মাদক ও অস্ত্র নিয়ে একটি ডাকাত দল দমদমিয়া পাহাড়ে অবস্থান করছে এমন খবরে অভিযানে যায় র্যাব। আভিযানিক দলের অবস্থান টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গুলি চালাতে থাকে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল থেকে কেফায়েত উল্লাহ ও কোরবান আলীর লাশ পাওয়া যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ২০ হাজার ইয়াবা, দুটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে টেকনাফ থানার পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১: ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার
মৌলভীবাজারে র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
১৪৭০ দিন আগে