অন্ত্যেষ্টিক্রিয়া
পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
রোমান ক্যাথলিক খ্রিস্টানদের সদ্যপ্রয়াত ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে বিশ্বনেতাদের পাশাপাশি যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শনিবার (২৬ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১০টায় ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারের বাসিলিকা গির্জার সামনের চত্বরে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া শুরু হয়। অনুষ্ঠানে ড. ইউনূসের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কিসহ বিশ্বনেতারা যোগ দিয়েছেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পোপ ফ্রান্সিস ছিলেন অধ্যাপক ইউনূসের কাজের একজন বড় ভক্ত। তিনি বারবার ইউনূসের সামাজিক ব্যবসা ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে নেওয়া উদ্যোগের প্রশংসা করেছেন।
বিশেষ করে, অধ্যাপক ইউনূসের ‘তিন শূন্য’ নীতি, যেখানে পৃথিবীতে কোনো দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ থাকবে না, তা পোপ ফ্রান্সিস গভীরভাবে সমর্থন করতেন। এই লক্ষ্য বাস্তবায়নে ড. ইউনূসের সঙ্গে যৌথভাবে ভ্যাটিকানে ‘তিন শূন্য উদ্যোগ’ চালু করেন পোপ।
আরও পড়ুন: রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
এর আগে, পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে এবং তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে গতকাল (শুক্রবার) ইতালির রোম পৌঁছান অধ্যাপক ইউনূস। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি রোমে পৌঁছায়। সেখানে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান।
এরপর গতকালই বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া ৭টার দিকে সেন্ট পিটার্স স্কয়ারে পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শেষ শ্রদ্ধা জানান তিনি।
শনিবার পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান উপলক্ষে বিশ্বনেতাদের পাশাপাশি যোগ দিয়েছেন ক্যাথলিক ধর্মানুসারী থেকে শুরু করে শোকাহত হাজারো মানুষ।
ভ্যাটিকানের তথ্য অনুসারে, সেন্ট পিটার্স স্কয়ারের চারপাশে প্রায় ২ লাখ মানুষ জড়ো হয়েছেন। অন্ত্যেষ্টিক্রিয়ায় অন্তত ১৬২টি প্রতিনিধি দল উপস্থিত রয়েছে, যার মধ্যে প্রায় ৫০ জন রাষ্ট্রপ্রধান ও ১০ জন ক্ষমতাসীন রাজা রয়েছেন। আরও উপস্থিত রয়েছেন ২০০ জনেরও বেশি কার্ডিনাল এবং প্রায় ৪ হাজার ধর্মযাজক।
বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকার পর গত সোমবার (২১ এপ্রিল) ৮৮ বছর বয়সে পোপ ফ্রান্সিসের মৃত্যু হয়।
আরও পড়ুন: পোপ ফ্রান্সিস মারা গেছেন
বুধবার (২৩ এপ্রিল) সকালে তার মরদেহ সেন্ট পিটার্স বাসিলিকায় আনা হয়। ভক্তরা যাতে এই ধর্মগুরুকে শেষবারের মতো দেখতে পারেন, সে লক্ষ্যে ওইদিন সারা রাত খোলা রাখা হয়েছিল বাসিলিকা।
শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় জনসাধারণের জন্য প্রদর্শন শেষ হয়। এই তিন দিনে আড়াই লাখের বেশি মানুষ পোপ ফ্রান্সিসকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে ভ্যাটিকান।
এদিকে, অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান শেষে আগামীকাল (রবিবার) স্থানীয় সময় সকাল ৮টার দিকে (বাংলাদেশ সময় দুপুর ১২টা) ড. ইউনূস রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে রওনা হবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। এরপর সোমবার ভোরে তিনি ঢাকায় পৌঁছাবেন বলে আশা প্রকাশ করেছেন উপ-প্রেস সচিব।
আরও পড়ুন: ব্যর্থ প্রেমিক থেকে যেভাবে পোপ ফ্রান্সিস হয়ে ওঠেন হোর্গে বারগোগ্লিও
২২৩ দিন আগে
শিনজো আবের অন্ত্যেষ্টিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রীর যোগদান
জাপানের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত শিনজো আবে’র অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়ে বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
মঙ্গলবার দুপুরে জাপানের টোকিও-এর নিপ্পন বুদোকানে অনুষ্ঠিত জাপানের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত শিনজো আবে’র রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন অংশগ্রহণ করেন।
অন্ত্যষ্টিক্রিয়ার এ অনুষ্ঠানে স্মারক বক্তব্য প্রদান করেন জাপানের প্রধানমন্ত্রী এবং অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজক কমিটির সভাপতি ফুমিও কিশিদাসহ জাপানের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত বিদেশি অতিথিরা শ্রদ্ধাবেদীতে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে শিনজো আবের প্রতি শ্রদ্ধা জানান।
বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে প্রয়াত শিনজো আবে’র প্রতি শ্রদ্ধা জানান।
আরও পড়ুন: গণতন্ত্রের জন্য শাওনের আত্মত্যাগ স্মরণে বিএনপির শ্রদ্ধা নিবেদন
১১৬৪ দিন আগে
যথাযোগ্য মর্যাদায় প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতকে বিদায় জানাল ভারত
ভারতের প্রথম প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী এবং হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যাওয়া সশস্ত্র বাহিনীর ১১ জন সদস্যকে যথাযোগ্য মর্যাদায় বিদায় জানানো হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানী দিল্লিতে ৬৩ বছর বয়সী চিফ অফ ডিফেন্স স্টাফ এবং তাঁর স্ত্রী মধুলিকাকে পূর্ণ সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।
এসময় দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা লাইন ধরে দাড়িয়ে ছিলেন। এসময় ভারতীয় প্রতিরক্ষা কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ, ভুটান, নেপাল ও শ্রীলঙ্কার শীর্ষ সামরিক কমান্ডাররা মৃতের আত্মার শ্রদ্ধা জানাতে ব্রার স্কয়ারে অবস্থিত শ্মশানে উপস্থিত হয়েছিলেন।
আরও পড়ুন: ভারতের প্রতিরক্ষা প্রধানের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
জেনারেল রাওয়াত এবং তাঁর স্ত্রীর মৃতদেহ একই চিতাতে পাশাপাশি রাখা হয়েছিল, এরপর হিন্দু রীতি অনুসারে তাদের দুই কন্যা কৃত্তিকা এবং তারিন তাদের মুখাগ্নি করেন। এসময় প্রায় ৮০০ ভারতীয় প্রতিরক্ষা কর্মী অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দেশটির সকল টেলিভিশন চ্যানেলে এই অন্ত্যেষ্টিক্রিয়া সরাসরি সম্প্রচার করা হয়েছিল।
বৃহস্পতিবার রাতে বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে করে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ১৩ জনের লাশ দিল্লিতে আনা হয়। বিমানটি পালাম বিমানবন্দরে অবতরণের পর; ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং শীর্ষ সামরিক কর্মকর্তারা একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
বুধবার দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে এক হেলিকপ্টার দুর্ঘটনায় জেনারেল বিপিন রাওয়াত তাঁর স্ত্রীসহ ১৩ যাত্রী নিহত হন। এসময় গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
জেনারেল রাওয়াত,দেশটির একজন চার তারকাপ্রাপ্ত জেনারেল। বুধবার দুপুরে ওয়েলিংটনের ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজে বক্তৃতা দিতে যাওয়ার পথে তাদের বহনকারী এমআই ১৭ ভি৫ চপারটি তামিলনাড়ুর কুনুর জেলার নীলগিরির পাহাড়ী এলাকায় বিধ্বস্ত হয় এবং আগুন ধরে যায়।দুর্ভাগ্যজনক হেলিকপ্টারটিতে থাকা ১৪ জনের মধ্যে ১৩ জন ঘঠনাস্থলেই প্রাণ হারান।
আরও পড়ুন: হেলিকপ্টার বিধ্বস্ত: ভারতের সেনা সর্বাধিনায়কসহ ১৩ জন নিহত
দুর্ঘটনার একমাত্র জীবিত ব্যক্তি সিনিয়র এয়ার ফোর্স অফিসার গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং কে বৃহস্পতিবার সন্ধ্যায় ওয়েলিংটনের একটি হাসপাতাল থেকে পাশের রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে একটি অত্যাধুনিক সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।
ভারত সরকার বৃহস্পতিবার একটি ত্রি-মাত্রিক তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। অর্থাৎ, সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যের সমন্বয়ে এই দুর্ঘটনার বিষয়ে তদন্ত পরিচালিত হবে।
এবিষয়ে ভারতীয় সংসদে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, “তদন্তের নেতৃত্ব দেবেন এয়ার মার্শাল মানবেন্দ্র সিং (এয়ার অফিসার কমান্ডিং-ইন-চিফ ট্রেনিং কমান্ড”।
আরও পড়ুন: হেলিকপ্টার বিধ্বস্ত: ভারতের সেনা সর্বাধিনায়কের মৃত্যুর আশঙ্কা
১৪৫৫ দিন আগে