ইউপি চেয়ারম্যান
যশোরে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার
যশোরের শার্শা উপজেলার ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের সাত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৪ মে) রাত সাড়ে ৮টার দিকে ঝিকরগাছা উপজেলার হাজিরালী এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান (৬০), ইউপি সদস্য মহিউদ্দিন আলম (৪০), শার্শা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি ও ইউপি সদস্য আবদুল খালেক (৫৪), বাহাদুরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মুকুল হোসেন (৪৪), শার্শা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য কাজী আক্তারুজ্জামান (৫৪), শার্শা সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি হায়দার আলী (৩৭) ও শার্শা উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য সাহেব আলী (৫৫)।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ডাকাতির সরঞ্জামসহ গ্রেপ্তার ৬
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, ‘গত ৫ আগস্টের পর থেকে গ্রেপ্তার ব্যক্তিরা আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে ঝিকরগাছা, শার্শা ও বেনাপোল থানায় নাশকতার একাধিক মামলা আছে। সোমবার দুপুরে সাত নেতাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।
২১৪ দিন আগে
চাঁদা না দেওয়ায় পিস্তল ঠেকিয়ে ইউপি চেয়ারম্যানকে মারধরের অভিযোগ
কুমিল্লা সদর দক্ষিণ থানার একটি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের মাথায় পিস্তল ঠেকিয়ে মারধর করার অভিযোগ উঠেছে রুবেল মজুমদার নামের এক ব্যক্তির বিরুদ্ধে। বুধবার (৫ মার্চ) বিজয়পুর বাজারির বারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পরপর রুবেল মজুমদারের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন প্যানেল চেয়ারম্যান আবু তাহের।
আবু তাহের বারপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
ভুক্তভোগী অভিযোগ করেন, বারপাড়া ইউনিয়ন পরিষদ ভবনের ভিতরে টিসিবি কার্ডের মালামাল বিতরণ করছিলেন। এসময় বিএনপি নেতা পরিচয় দেওয়া রুবেল মজুমদার এসে তাকে নগদ অর্থ দেওয়ার দাবি করেন। টাকা না দিলে মালামাল বিতরণের কাজ করতে দেবেন না বলে হুমকি দেয়। এক পর্যায়ে পিস্তল দিয়ে তার মাথায় আঘাত ও কিল, ঘুষি দিয়ে আহত করে।
আরও পড়ুন: পতেঙ্গায় মব তৈরি করে পুলিশকে মারধরের ঘটনায় জড়িত সবাই আটক
অভিযুক্ত রুবেল মজুমদার বলেন, প্যানেল চেয়ারম্যানের মাথায় পিস্তল ঠেকানোর বিষয়টি সঠিক নয়। আওয়ামী লীগের লোকজনকে টিসিবির পণ্য দেওয়াকে কেন্দ্র করে তার সঙ্গে বাক-বিতণ্ডা হয়েছে।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম বলেন, পরিষদে ঢুকে প্যানেল চেয়ারম্যানকে মারধর করার ঘটনাটি দুঃখজনক। দোষী ব্যক্তির বিরুদ্ধে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আইনগত ব্যবস্থা নিতে বলেছি।
২৭৫ দিন আগে
শেরপুরে ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বিল্লাল হোসেন চৌধুরী নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার নয়াবিল ইউনিয়নের মানুপাড়া গ্রামে বিল্লাল হোসেনের শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া অপরজনকে নালিতাবাড়ী শহর থেকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার বিল্লাল হোসেন চৌধুরী নালিতাবাড়ী উপজেলার ২ নম্বর নন্নী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক। অপরজন গোলকিপার রবিন সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা বাক্কারের সহযোগী হিসেবে পরিচিত।
আরও পড়ুন: কুষ্টিয়ায় হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
শনিবার (৪ জানুয়ারি) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, গ্রেপ্তার বিল্লাল হোসেন চৌধুরীর বিরুদ্ধে গত বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেরপুরে ছাত্র হত্যা ও মিরপুরে গার্মেন্টসকর্মী নালিতাবাড়ীর আসিফ হত্যার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পৃথক মামলা রয়েছে।
এ ছাড়া রবিনের বিরুদ্ধে জুলাই-আগস্টে অভ্যুত্থান চলাকালে নালিতাবাড়ী শহরের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুরসহ নাশকতার অভিযোগে মামলা রয়েছে বলে জানান ওসি সোহেল রানা।
আরও পড়ুন: ফরিদপুরে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
৩৩৫ দিন আগে
মৌলভীবাজার অগ্নিকাণ্ডে দুই নারীর মৃত্যু
মৌলভীবাজার শহরতলীর মোস্তফাপুর গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা শেখ রুমেল আহমেদের বাড়িতে অগ্নিকাণ্ডে দুই নারীর মৃত্যু হয়েছে।
এ সময় ঘরের ভেতর ঘুমিয়ে থাকা রুমেল আহমেদের মা মেহেরুন্নেসা (৬৫) ও চাচি ফুলেছা বেগম (৬০) মারা যান।
শনিবার (৭ ডিসেম্ভর) দিনগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: ময়মনসিংহে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও ১ জনের মৃত্যু
ফায়ার সার্ভিস স্টেশন অফিসার যীশু তালুকদার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা রাতে ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় মেহেরুন্নেসা ও ফুলেছা বেগমকে একটি কক্ষে আগুনের ধোঁয়ায় অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখেন তারা। পরে তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, ডুপলেক্স বাড়িটি বিভিন্ন জাতের বোর্ড দিয়ে ডেকোরেশন করা ছিল। বৈঠক খানায় আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আরও পড়ুন: অগ্নিকাণ্ডের ঝুঁকিতে নারায়ণগঞ্জের বাণিজ্যিক কেন্দ্র নয়ামাটি
৩৬২ দিন আগে
ছাতক যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিল্লাল গ্রেপ্তার
ছাতক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. মশিহুর রহমান সোহেল জানান, বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট নগরীর কোতোয়ালি মডেল থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, বিল্লাল আহমদকে শাহ পরান (রহ.) থানায় হস্তান্তর করা হবে।
র্যাব আরও জানায়, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ সিলেটের শাহপরান (রহ.) থানায় গত ২৫ সেপ্টেম্বর দায়ের করা একটি মামলার এজাহার নামীয় আসামি।
বিল্লাল আহমদ (৪৪) উত্তর খুরমা ইউনিয়নের আমের তল গ্রামের মৃত খয়রুল ইসলামের পুত্র এবং ছাতক-দোয়ারা নির্বাচনি এলাকার সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের চাচাতো ভাই।
৪২৭ দিন আগে
কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা
কুষ্টিয়ার দৌলতপুরে এক ইউপি চেয়ারম্যানকে নিজ পরিষদে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদে (ইউপি) এ ঘটনা ঘটে।
নিহত ইউপি চেয়ারম্যানের নঈম উদ্দিন ওরফে সেন্টু (৫০) উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রতিদিনের মতো সকালে ইউনিয়ন পরিষদের কর্যালয়ের নিজ কক্ষে বসে পরিষদের কাজ করছিলেন চেয়ারম্যান নঈম উদ্দিন। বেলা সাড়ে ১১টার দিকে চেয়ারের পেছনে থাকা জানালা দিয়ে দুর্বৃত্তরা তাকে কয়েক রাউন্ড গুলি করে। গুলির শব্দে স্থানীয়রা ছুটে এলে তাদেরও লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। ঘটনার পর স্থানীয়রা চেয়ারম্যানের কক্ষে তালা মেরে রাখে।
আরও পড়ুন: নরসিংদীতে পোল্ট্রি ফিড ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চেয়ারম্যানের লোকজন ইউনিয়ন পরিষদে এলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশকে ঘটনাস্থলে যেতে বেগ পেতে হয়। সাংবাদিকরা ছবি নিতে গেলে তাদের ওপর চড়াও হয় একটি পক্ষ। এ সংবাদ লেখা পর্যন্ত চেয়ারম্যানের লাশ ইউনিয়ন পরিষদের ভেতরেই ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানিয়েছেন, বিএনপির রাজনীতি করলেও দলে তিনি নিষ্ক্রিয় ছিলেন। আওয়ামী লীগ নেতাদের সঙ্গে হাত মিলিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন এবং তিনবার ইউপি চেয়ারম্যান ছিলেন। বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তার সখ্য ছিল।
দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, ‘চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টু এক সময় উপজেলা বিএনপির সহসভাপতি ছিলেন। দীর্ঘদিন তিনি নিরপেক্ষ ছিলেন। রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না।’
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ বলেন, ‘চেয়ারম্যান নিজ কক্ষের চেয়ারেই বসে ছিলেন। তাকে পেছন থেকে জানালা দিয়ে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।’
আরও পড়ুন: পাকিস্তানে ৭ শ্রমিককে গুলি করে হত্যা
৪৩১ দিন আগে
ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ককটেলসহ ভিজিডি ও টিসিবির পণ্য জব্দ
চাঁদপুরের ফরিদগঞ্জের রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ খাঁনের বাড়ি থেকে ককটেলসহ ভিজিডি ও টিসিবির পণ্য জব্দ করা হয়।
শুক্রবার (১০ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী এগুলো জব্দ করে।
আরও পড়ুন: যশোরে মাথায় গুলি করে প্রবাসীকে হত্যা
চেয়ারম্যানের বাড়ি থেকে জব্দ করা হয়- ৫০টি ককটেল, সরকারি ২২০টি কম্বল, ভিজিডির বরাদ্দ দেওয়া ৯০০ কেজি চাল, টিসিবির ১ হাজার ২০০ কেজি চাল, ৮০ কেজি ডাল, ৭২ লিটার সয়াবিন তেল ও ৫ কেজি চিনি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.আর.এম. জাহিদ হাসান ইউএনবিকে বলেন, ‘চেয়ারম্যান শরীফ খানের বাড়ি থেকে জব্দ মালামাল ইউনিয়ন পরিষদের সচিবের হেফাজতে দেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা পক্রিয়াধীন।’
ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন, স্থানীয় বাজারের ব্যবসায়ী আব্দুল কাদিরসহ স্থানীয় বাসিন্দারা বলেন, চেয়ারম্যান শরীফ খান সরকারি মালামাল সঠিকভাবে বণ্টন না করে নিজেই আত্মসাৎ করেছেন। সরকারি চাল তার মাছের খামারে ব্যবহার করেন এবং ডাল, তেল ও চিনি চেয়ারম্যানের নিজের হোটেলে ব্যবহার করেন। তার অন্যায়ের প্রতিবাদ করলে তার সন্ত্রাসী বাহিনী হামলা-মারধর করে।
অভিযানে উপস্থিত ছিলেন- সেনাবাহিনীর সদস্য (সাজের্ন্ট) সাঈদ হোসেন, স্থানীয় ইউপি সচিব রাবেয়া বসরি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন স্থানীয় সমন্বয়ক মো. হাসান, আব্দুল্লাহ আল নোমান।
এদিকে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান শরীফ খান পলাতক রয়েছেন। মুঠোফোনে চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
আরও পড়ুন: হিন্দু সম্প্রদায়ের সুরক্ষার দাবিতে শাহবাগে বিক্ষোভ চলছে
যশোরে টাইলস মিস্ত্রির গলাকাটা লাশ উদ্ধার
৪৮২ দিন আগে
রাজনগরে দুই পক্ষের সংঘর্ষে ইউপি চেয়ারম্যান নিহত
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজুল ইসলাম ছানা নিহত হয়েছেন।
শুক্রবার (৯ আগস্ট) বেলা ১১টার দিকে মধুর দোকান এলাকায় সালিশ চলাকালে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: আখাউড়ায় কল্লা শহীদ (র.) মাজারের ওরশ স্থগিত
এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। তাৎক্ষণিক আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, সংঘর্ষ চলাকালে চেয়ারম্যান সানা গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সিরাজগঞ্জ জেলা কারাগারে হাজতির ‘আত্মহত্যা’
হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে শাহবাগে সমাবেশ
৪৮৩ দিন আগে
ঝিনাইদহে ধর্ষণ মামলায় ইউপি চেয়ারম্যানের যাবজ্জীবন
ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি খন্দকার ফারুকুজ্জামান ফরিদকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫ লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেয় আদালত।
মঙ্গলবার(২৮ মে) ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. মিজানুর রহমান এই রায় দেন।
আরও পড়ুন: রংপুরে বন্ধুকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
এসময় খন্দকার ফারুকুজ্জামান ফরিদ আদালতে উপস্থিত ছিলেন। ফরিদ নরহরিদ্রা গ্রামের খোন্দকার আমিরুজ্জামানের ছেলে।
তিনি বর্তমানে ঝিনাইদহ শহরের ধোপাঘাটা ব্রীজ পাড়ায় বসবাস করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বজলুর রহমান ও আসামি পক্ষে আইনজীবী নেকবার আলী মামলাটি পরিচালনা করেন।
আদালতের রায় সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৫ এপ্রিল খন্দকার ফারুকুজ্জামান ফরিদের নিজ গ্রাম সদর উপজেলার নৃসিংহপুরে এক নারীকে মাদকদ্রব্য সেবন করিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় ১৯ এপ্রিল ওই নারী ঝিনাইদহ সদর থানায় মামলা দায়ের করেন। ধর্ষণ মামলা থেকে বাঁচতে ওই নারীকে বিয়ে করে আবার একই টেবিলে বসে তালাকও দেন ফরিদ।
এদিকে ধর্ষণ মামলার পর ফারুকুজ্জামান ফরিদ উচ্চ আদালত থেকে জামিন নিয়ে হরিশংকরপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে থাকেন।
২০২২ সালের ১৬ এপ্রিল খন্দকার ফারুকুজ্জামান ফরিদকে সাময়িক বহিষ্কার করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
ঝিনাইদহের আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য ডিএনএ টেস্ট করার জন্য ঢাকায় পাঠায়। ডিএনএ টেস্টে ফরিদ অভিযুক্ত প্রমাণিত হন। এ কারণে ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগ তাকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পদ থেকে সাময়িক বহিষ্কার করে।
আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ এর ৯(১) ধারায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এই মামলায় ফরিদের গাড়িচালক হুদা বাকড়ী গ্রামের ইউনুস মুন্সির ছেলে নজরুল ইসলামের বিরুদ্ধে দোষ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়।
আরও পড়ুন: জয়পুরহাটে হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন
নড়াইলে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড
৫৫৬ দিন আগে
সিরাজগঞ্জে ভোট কেনার অভিযোগে ইউপি চেয়ারম্যান আটক
দোয়াত কলম প্রতীকের জন্য টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে ভোটকেন্দ্র থেকে নগদ ৯৪ হাজার টাকা জব্দসহ জহুরুল ইসলাম নামে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ।
বুধবার (৮ মে) ভোট গ্রহণ চলাকালে দুপুর ১২টার দিকে বেলকুচি উপজেলার তামাই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাহির থেকে তাকে আটক করা হয়।
আরও পড়ুন: বঙ্গোপসাগরের চট্টগ্রাম উপকূলে লবণবাহী ৪ ট্রলারডুবি
আটক জহুরুল ইসলাম বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি ওই উপজেলার চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম সরকারের (প্রতীক-দোয়াত কলম) সমর্থক হয়ে কাজ করছেন।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলহাজ উদ্দিন বলেন, চেয়ারম্যান জহুরুল ইসলাম তামাই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাহিরে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম সরকারের দোয়াত কলম প্রতীকের জন্য টাকা দিয়ে ভোট কিনছেন। এমন খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে ৯৪ হাজার টাকাসহ তাকে হাতেনাতে আটক করে।
এ ব্যাপারে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান বলেন, আটক জহুরুল ইসলামকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: চট্টগ্রামে স্বাস্থ্য সহকারী পদে মৌখিক পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ৩
ভোটকেন্দ্রে প্রকাশ্যে টাকা বিতরণ, ভিডিও ভাইরাল
৫৭৬ দিন আগে