জেলে পল্লী
বিদ্যাদেবী সরস্বতী পূজা: কক্সবাজার জেলে পল্লীতে খুশির আমেজ
একদল জেলে নৌকা থেকে জাল ফেলে সাগর থেকে মাছ ধরছে, দুজনে জাল কাঁধে নিয়ে নৌকায় যাচ্ছে, কেউ মাছ ( ভার) বহন করে ঘরে ফিরছে, মাছ পেয়ে ছোট ছেলে মেয়েরা খুশি, জেলেদের সারি সারি কুটির, জেলেদের বউরা উঁকি দিচ্ছে। পুরো জেলে পল্লীতে খুশির আমেজ বইছে।
কারণ, জেলে পল্লীর কাছেই সাগর তলে বিদ্যাদেবী সরস্বতী এসেছেন। নতুন পোশাক না থাকলেও যার যেমন পোশাক আছে তা পরে সবাই সরস্বতী দেবীর কাছে যাচ্ছে আর পূজোয় প্রার্থনা করছে। দেবী সরস্বতী সাগর তলে প্রবালের ওপর বসে আছেন। এটি বাস্তব না হলেও বিদ্যাদেবী সরস্বতী পূজায় এমন দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে কক্সবাজারের ঐতিহ্যবাহী মন্দির ঘোনারপাড়া কৃষ্ণানন্দধাম প্রাঙ্গণে।
সরেজমিনে এমন দৃশ্যে আরও দেখা যায়, পানির নিচে প্রবালের ওপর বসে আছে সরস্বতী দেবী। উপরে নিচে চারিদিকে নীল জলরাশি। মন্দির প্রাঙ্গণ দেখে মনে হবে এটি সাগর, সাগর পাড় আর সাগর পাড়ের কোনো জেলে পল্লী।
১৪০০ দিন আগে