রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল
ঠাকুরগাঁওয়ে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
ঠাকুরগাঁও সদর উপজেলায় বরুনাগাঁও গ্রামে ছেলের লাঠির (কাঠের চেলা) আঘাতে বাবার মৃত্যু হয়েছে।
নিহত নূর ইসলাম (৬৫) ওই এলকার মৃত সিদ্দিক আলীর ছেলে।
এ ঘটনায় নূর ইসলামের ছেলে হাসিবুল ইসলামকে (৩২) আটক করা হয়েছে।
আরও পড়ুন: পলাশবাড়িতে বড় ভাইয়ের অস্ত্রের আঘাতে ছোট ভাই ‘খুন’
জানা যায়, সোমবার সকালে নূর ইসলামকে তার ছেলে হাসিবুল ইসলাম একটি কাঠের চেলা দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় এলাকার লোকজন নূর ইসলামকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রংপুর নিয়ে যাওয়ার পথেই নূর ইসলামের মৃত্যু হয়।
সদর থানার পুলিশ পরিদর্শক আতিকুল ইসলাম পরিবারের লোকজনের বরাত দিয়ে বলেন, আগের দিন বাবা ও ছেলের মধ্যে ঝগড়া হয়। এই ঝগড়াকে কেন্দ্র করেই সম্ভবত এই হত্যাকাণ্ড হতে পারে। তারপরও আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্তে ঘটনার মূল রহস্য বেরিয়ে আসবে।
আরও পড়ুন: সাতক্ষীরায় একই পরিবারের ৪ জনকে খুনের মামলায় চার্জশিট দাখিল
তিনি আরও বলেন, এ ঘটনায় ছেলে হাসিবুল ইসলাম হাসুকে গ্রেপ্তার করা হয়েছে ও নিহত নুর ইসলামের লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে তালাকপ্রাপ্ত স্বামীর হাতে গৃহবধূ খুন
সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
১৭২৮ দিন আগে
লালমনিরহাটে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় জমিসংক্রান্ত বিরোধে বড় ভাইয়ের কুড়ালের আঘাতে আক্কাস আলী (৪২) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুইজন আহত রয়েছেন।
মঙ্গলবার রাত ৯টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে সন্ধ্যায় উপজেলার চলবলা ইউনিয়নের কিসমত দুহুলী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আক্কাস আলী উপজেলার চলবলা ইউনিয়নের কিসামত দুহুলী গ্রামের মৃত আব্দুল সালামের ছেলে।
আরও পড়ুন: মোবাইলে গেমস খেলাকে কেন্দ্র করে যশোরে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন !
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ছোট ভাই আক্কাস আলীর সাথে জমিজমা বিষয়ে বিরোধ চলছিল বড় ভাই সোলেমান মিয়ার। মঙ্গলবার দুপুরে জমি নিয়ে কথা কাটাকাটি হয়। পরে স্থানীয়রা তাদের সরিয়ে দেয়। পরে আবারও সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কথা কাটাকাটি শুরু হলে এক পর্যায়ে উত্তেজিত হয়ে কুড়াল দিয়ে মাথায় আঘাত করে বড় ভাই সোলেমান মিয়া। পরে মাথায় আঘাতের কারণে গুরুতর আহত অবস্থায় আক্কাসকে প্রথমে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৯টায় মৃত্যু হয়। এ ঘটনায় মৃত আক্কাস আলীর ছেলে ও এক প্রতিবেশী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আরও পড়ুন: হবিগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।’
আরও পড়ুন:কুমিল্লায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
১৭৬২ দিন আগে
বিরামপুরে চোলাই মদ পানে ৪ জনের মৃত্যু
দিনাজপুরের বিরামপুর উপজেলার মাহমুদপুরে চোলাই মদ পান করে বুধবার ভোরে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়েছেন আরও একজন।
২০৬৩ দিন আগে
করোনা: দাফনে চেয়ারম্যানের হুমকি, মরদেহ ভাসানো হলো নদীতে
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সন্দেহে লালমনিরহাটে এক পোশাক শ্রমিকের মরদেহ তিস্তা নদী ভাসিয়ে দেয়ার দুদিন পর উদ্ধার করেছে পুলিশ।
২০৬৫ দিন আগে
লকডাউনে নীলফামারী জেলা, মোট শনাক্ত ৬ জন
নীলফামারী জেলায় কুমিল্লা ও ঢাকা ফেরত আরও দুজনের মধ্যে নতুন করে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।
২১০৫ দিন আগে
জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে চীনা নারী রংপুর হাসপাতালে ভর্তি
করোনাভাইরাসের কেন্দ্রস্থল চীনের এক নারী জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে রবিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
২১৬৪ দিন আগে
চীন ফেরত যুবক জ্বর নিয়ে রংপুর হাসপাতালে ভর্তি
করোনাভাইরাসের কেন্দ্রস্থল চীন থেকে ফেরা এক যুবক জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে শনিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।
২১৭২ দিন আগে
শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ ২ জনের রমেকে মৃত্যু
শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ দুই নারী বৃহস্পতিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
২২০২ দিন আগে