বরিশাল বোর্ড
বরিশাল বোর্ডে পাসের হারে এগিয়ে পিরোজপুর
এবার এসএসসিতে বরিশাল বোর্ডে পাসের হার ৫৬ দশমিক ৩৮ শতাংশ, যার মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ১১৪ শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২ টার দিকে ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী।
এ বছরের পরীক্ষায় শিক্ষা বোর্ডের আওতাধীন বিভাগের ছয় জেলার মোট এক হাজার ৪৯১টি বিদ্যালয় থেকে ৮৪ হাজার ৭০২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এর মধ্যে ছাত্র ৩৯ হাজার ৫৪৮ জন এবং ছাত্রী ৪৫ হাজার ১৫৪ জন। আর মোট ১৯৪টি কেন্দ্রে পরীক্ষা হয়েছিল। এর মধ্যে পাস করেছে ৪৬ হাজার ৭৫৮ জন।
বিভাগে পাসের হারে এগিয়ে রয়েছে পিরোজপুর জেলা। প্রতিবারের মতো এবারও এ শিক্ষা বোর্ডে ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা পাস ও জিপিএর হারে এগিয়ে। গত বছর বোর্ডে পাসের হার ছিল ৮৯ দশমিক ১৩ শতাংশ। গত বছরের চেয়ে এবার পাশের হার ও জিপিএ-৫ এর সংখ্যা কমেছে ।
১৪৮ দিন আগে
বরিশাল বোর্ডে অনুপস্থিত ৯০৭ পরীক্ষার্থী,বহিষ্কার ৬
বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ইংরেজী (আবশ্যিক) ১ম পত্রে অনুপস্থিত ছিলেন ৯০৭ জন পরীক্ষার্থী। এছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ছয়জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার বিকালে বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ কুমার গাইনবিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: নতুন সিলেবাসে ২০২৩ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষাতিনি জানান, বিভাগের ছয় জেলায় ১৮৭ টি পরীক্ষা কেন্দ্রে সোমবার মোট ৮৭ হাজার৬৯২ জন পরীক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল। তবে এরমধ্যেঅংশগ্রহণ করেছে ৮৬ হাজার ৭৮৫ জন পরীক্ষার্থী, ফলে অনুপস্থিতির সংখ্যা ৯০৭জন। অর্থাৎ শতকরা ১ দশমিক ৩ শতাংশ পরীক্ষার্থী এদিন অনুপস্থিত ছিলেন।বোর্ড সূত্রে জানা গেছে, অনুপস্থিতদের মধ্যে বরিশাল জেলায় ২৭০ জন, পটুয়াখালীতে ১৮৫ জন, ভোলায় ১৭০ জন, পিরোজপুরে ১১৬, বরগুনায় ৯৪ জন ও ঝালকাঠিতে ৭২ জন রয়েছে।অপরদিকে বহিষ্কৃতদের মধ্যে- বরিশালে তিনজন, ভোলায় দুইজন এবং পটুয়াখালীতে একজন পরীক্ষার্থী রয়েছে।
আরও পড়ুন: এসএসসির বাংলা ১মপত্র খারাপ হওয়ায় খুলনায় পরীক্ষার্থীর আত্মহত্যা!
বাড়িতে মায়ের লাশ রেখে এসএসসি পরীক্ষা দিলো সুমাইয়া!
১১৭৩ দিন আগে
এইচএসসিতে সর্বোচ্চ পাশের হার বরিশালে
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাশের হার ৯৫ দশমিক ৭৬ শতাংশ। বোর্ডের ইতিহাসে এইচএসসিতে এবারই সর্বোচ্চ পাশের হার বরিশাল বোর্ডে।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল শিক্ষা বোর্ডের ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।
আরও পড়ুন: এইচএসসির ফলাফল: কুমিল্লা বোর্ডে পাশের হার ৯৭.৪৯ শতাংশ
তিনি বলেন, ২০২১ সালের পরীক্ষায় অংশ নেয়া ৬৬ হাজার ৭৯৬ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৬৩ হাজার ৯৬৪ জন। ছেলে ৩০ হাজার ২৮৯ জন ও মেয়ে ৩৩ হাজার ৬৭৫ জন। জিপিএ ৫ পেয়েছেন ৯ হাজার ৯৭১ জন। এর মধ্যে ছেলে ৩ হাজার ৪৮১ ও মেয়ে ৬ হাজার ৪৯০ জন।
আরও পড়ুন: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
বরিশাল বোর্ডে পরীক্ষায় ফলাফলে পাশের হারে দিক থেকে বরিশাল জেলা এগিয়ে রয়েছে। এই জেলায় পাশের হার ৯৬ দশমিক ৯৩ ভাগ। এছাড়া ঝালকাঠিতে ৯৬ দশমিক ৪০ ভাগ, বরগুনায় ৯৬ দশমিক ৩১ ভাগ, পিরোজপুরে ৯৬ দশমিক ১৫ ভাগ, ভোলায় ৯৪ দশমিক ৫৮ ও পটুয়াখালীতে ৯৩ দশমিক ৪৬ ভাগ।
১৩৯১ দিন আগে