সাবিলা নূর
সাবিলা নূরের প্রথম সিরিজ ‘মারকিউলিস’
টিভি নাটকের অনেক তারকা এখন ওটিটি প্ল্যাটফর্মের নিয়মিত মুখ। বিশেষ করে বলা যায় ওয়েব সিরিজগুলো এখন তাদের দখলে। তবে ছোটপর্দার জনপ্রিয় মুখ হলেও এখন পর্যন্ত ওয়েব সিরিজে দেখা মেলেনি সাবিলা নূরের। সেই জায়গাটাও এবার পূরণ হতে যাচ্ছে।
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘মারকিউলিস’ দিয়ে ওয়েব সিরিজে অভিষেক হচ্ছে সাবিলা নূরের।
আবু শাহেদ ইমনের পরিচালনায় এই সিরিজে অভিনয় করেছেন-সাবিলা নূর, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, রওনক হাসান, গিয়াস উদ্দিন সেলিম, ইরেশ যাকের, রাশেদ মামুন অপু, শরীফ সিরাজ, সাবেরী আলম, আইশা খান, নাজিবা বাশার, পৌষালী অথৈ, মিলি বাশার, নাফিস আহমেদ, আফিয়া তাবাসসুম বর্ণ, মাজনুন মিজান, অশোক বেপারীসহ আরও অনেকেই। শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে সিরিজটি।
আরও পড়ুন: আফরান নিশোর প্রথম সিনেমার মহরত
৯৯৯ দিন আগে
ভালোবাসা দিবসে শর্টফিল্ম সিরিজ ‘কে কখন কিভাবে’
পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে শর্টফিল্ম সিরিজ ‘কে কখন কিভাবে’ নির্মাণ করেছেন নাট্য নির্মাতা শাফায়েত মনসুর রানা। এটি ভিন্ন ভিন্ন তিনটি গল্প নিয়ে নির্মিত হয়েছে। মাছরাঙা টেলিভিশনে আজ রাত সাড়ে ১০টায় এ সিরিজটি প্রচার হবে।
নির্মাতা জানান, প্রতিটি গল্প একেকটি মুহূর্তের। ভালোবাসার অনেক রঙ থাকে। যেমন অভিমান, সন্দেহ, ব্রেকআপ-প্রিয়জনের এই রঙগুলোর বিভিন্ন মুহূর্তের তীব্র বহিঃপ্রকাশ ঘটবে গল্পগুলোতে।
‘হট প্যাটিস’, ‘ব্ল্যাক বক্স’, ‘অপ্রকাশিত’ নামের শর্টফিল্মগুলোতে অভিনয় করেছেন সালমান মুক্তাদির, সাবিলা নূর, ইরফান সাজ্জাদ, তাসনিয়া ফারিন, ইয়াশ রোহান ও সামিরা খান মাহি।
আরও পড়ুন: চলচ্চিত্র শিল্পী সমিতি: নিপুণ-জায়েদের দ্বন্দ্ব হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ
১৩৯০ দিন আগে