রুশ হামলা
পূর্ব ইউক্রেনের সর্বশেষ মুক্ত শহরে রুশ হামলা জোরদার
তুমুল লড়াই চলা পূর্ব ইউক্রেন সম্পূর্ণ দখলের লক্ষ্যে অগ্রগতি নিশ্চিত করেছে রাশিয়া। সিভিয়ারোডোনেটস্ক এবং কাছাকাছি লাইসিচানস্ক শহরগুলো দখল করার প্রচেষ্টা জোরদার করেছে রুশ বাহিনী। যেটি লুহানস্কে ইউক্রেনের নিয়ন্ত্রণাধীন সর্বশেষ প্রধান এলাকা।
শনিবার বিষয়টি নিশ্চিত করে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশকে নিষেধাজ্ঞার দেয়া এবং ইউক্রেনের প্রতিরক্ষাকে সমর্থন করে অস্ত্র সরবরাহ করা ইউরোপীয় দেশগুলোকে সর্তক করেছেন।
রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, এই সপ্তাহে তারা ইউক্রেণের ছোট শহর লাইমান দখল করেছে।
আরও পড়ুন: ব্রাজিলে প্রবল বর্ষণে ৩৭ মৃত্যু
তবে ইউক্রেনের কর্মকর্তারা এ ব্যাপারে ভিন্ন ভিন্ন মতামত দিয়েছেন। শুক্রবার, ডোনেটস্কের গভর্নর পাভলো কিরিলেঙ্কো বলেছেন, রাশিয়ান সৈন্যরা শহরটির বেশিরভাগ নিয়ন্ত্রণ করছে এবং এই অঞ্চলের আরেকটি শহর বাখমুতের দিকে তাদের আক্রমণ চালানোর চেষ্টা করছে।
তবে দেশটির উপ-প্রতিরক্ষা মন্ত্রী হানা মালিয়ার মস্কোর দাবির বিরোধিতা করে বলেছেন, লাইমানে লড়াই এখনও চলছে।
শনিবারের এক ভিডিও ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির পূর্বের পরিস্থিতিকে ‘খুব জটিল’ উল্লেখ করে বলেছেন, ‘রুশ সেনাবাহিনী কিছু ফলাফল চাপিয়ে দেয়ার চেষ্টা করছে।
আরও পড়ুন: নাইজেরিয়ায় পদদলিত হয়ে শিশুসহ নিহত ৩১
তবে ডোনেস্ক ও লুহানস্কে রাশিয়ার সাম্প্রতিক অগ্রগতি পুতিনকে আরও উৎসাহিত করতে পারে। তারা ইউক্রেণের ছোট ছোট শহরগুলো নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
এদিকে ক্রেমলিন জানিয়েছে, পুতিন ফ্রান্স ও জার্মানির নেতাদের সঙ্গে শনিবার ৮০ মিনিটের একটি ফোন কল করেছেন যেখানে তিনি ইউক্রেনে পশ্চিমা অস্ত্রের ক্রমাগত সরবারহের বিষয়ে সতর্ক করেছেন এবং পশ্চিমা নিষেধাজ্ঞাকে বিশ্বব্যাপী খাদ্য সরবরাহ সংকটের জন্য দায়ী করেছেন।
জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ অবিলম্বে যুদ্ধবিরতি এবং রাশিয়ান সৈন্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। যুদ্ধ শেষ করার বিষয়ে তারা পুতিনকে জেলেনস্কির সঙ্গে সরাসরি আলোচনায় বসতে আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ফেরিডুবি, নিখোঁজ ২৫
প্রতিদিন ইউক্রেনে ফিরছেন ৩০ হাজার মানুষ: জাতিসংঘ
ইউক্রেনে রুশ হামলা শুরুর পর থেকে দেশ ত্যাগ করা আট লাখ ৭০ হাজারের বেশি ইউক্রেনীয় নাগরিক দেশে ফিরে এসেছেন বলে জানিয়েছে জাতিসংঘ।
রাষ্ট্রীয় বর্ডার গার্ড সার্ভিসের বরাত দিয়ে জাতিসংঘের সাহায্য সমন্বয় অফিস ওসিএইচএ জানিয়েছে, প্রতিদিন ৩০ হাজার মানুষ ইউক্রেনে ফিরে আসছেন।
ওসিএইচএ বলছে, ‘এই পরিসংখ্যান ইঙ্গিত দেয় ইউক্রেনে প্রত্যাবাসন বাড়তে পারে। এর ফলে মানবিক সাড়াদানের ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি হবে। কেননা সম্প্রদায়ের সঙ্গে পুনরায় একীভূত হতে কিংবা তাদের বাড়ি ফেরা টেকসই না হলে উপযুক্ত হোস্ট সম্প্রদায় খুঁজে পেতে সহায়তার প্রয়োজন হবে।’
আরও পড়ুন: যুদ্ধজাহাজ ‘মস্কোভা’ ডুবে গেছে, স্বীকার করল রাশিয়া
ইউক্রেনের এক কোটি ২০ লাখ মানুষের সহযোগিতার প্রয়োজন। তাদের মধ্যে ২১ লাখ মানুষের কাছে মানবিক সহযোগিতা পৌঁছেছে। এছাড়া জাতিসংঘ ইউক্রেনের জন্য এক দশমিক এক বিলিয়ন মার্কিন ডলারের যে আবেদন করেছে তার মধ্যে ৬৪ শতাংশ অর্থায়ন হয়েছে।
এদিকে ওসিএইচএ আরও জানিয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি থেকে প্রায় দেড় লাখ শিশুসহ সাত লাখ ৮৩ হাজারের বেশি মানুষ ইউক্রেন থেকে রাশিয়ায় প্রবেশ করেছেন।
জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের সর্বশেষ তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে চার দশমিক সাত মিলিয়নেরও বেশি মানুষ মানুষ ইউক্রেন ত্যাগ করেছেন এবং আরও সাত মিলিয়ন মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন।
ইউক্রেনের রাজধানী ও লভিভের উপকণ্ঠে রুশ হামলা
ক্রেমলিনের চলমান হামলার তদন্তে বিশ্ব নেতাদের চাপের মুখে শুক্রবার আবারও ইউক্রেনের শহরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা ও গোলাবর্ষণ করেছে রুশ বাহিনী।
লভিভের উপকণ্ঠে সকালের এই হামলাটি ছিল শহরের কেন্দ্রে এখন পর্যন্ত সবচেয়ে নিকটস্থ হামলা।
বিস্ফোরণের পর ঘণ্টার পর ঘণ্টা কালো ধোঁয়া উড়েছিল শহরটিতে।
আরও পড়ুন: ৯ রুশ সৈন্যের বিনিময়ে মুক্তি পেলেন মেলিটোপোলের মেয়র
শহরটির আঞ্চলিক গভর্নর ম্যাকসিম কোজিটস্কি বলেছেন, কেন্দ্র থেকে মাত্র ছয় কিলোমিটার (চার মাইল) দূরে শহরের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে সামরিক বিমান মেরামতের একটি স্থানকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। হামলায় একজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল ৬টা নাগাদ পরপর একাধিক বিস্ফোরণ ঘটে।
ক্ষেপণাস্ত্রগুলো কৃষ্ণ সাগর থেকে উৎক্ষেপণ করা হয়েছিল, তবে ইউক্রেনের বিমান বাহিনীর পশ্চিমী কমান্ড বলছে, তারা ভলিতে ছয়টি ক্ষেপণাস্ত্রের মধ্যে দুটি গুলি করেছে।
লভিভের মেয়র আন্দ্রি সাদোভি বলেছেন, একটি বাস মেরামতের স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন: ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: ভিডিও লিঙ্কে আলোচনা চালিয়ে যাচ্ছে দুই পক্ষ
প্রসূতি হাসপাতালে রুশ হামলায় গর্ভবতী নারী ও শিশুর মৃত্যু
ইউক্রেনের মারিউপল শহরে প্রসূতি হাসপাতালে রাশিয়ার বোমা হামলায় এক গর্ভবতী নারী ও তার শিশু মারা গেছে বলে নিশ্চিত করেছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
বুধবার এপি সাংবাদিকদের তোলা ভিডিও ও ছবিতে হাসপাতালে হামলার পর ওই নারীর রক্তাক্ত তলপেটের আঘাত দেখা গেছে। উদ্ধারকারীরা তাকে মারিউপোলের ধ্বংসস্তূপের মধ্য থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের ১৯তম দিনে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
আরও পড়ুন: রাশিয়ার সাথে আলোচনা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি জেলেনস্কি
চিকিৎসকরা মা ও সন্তান দুজনকে সুস্থ রাখার চেষ্টা করলেও শিশুর মৃত্যু হয়। সংবাদটি শোনার পর সন্তান হারানো মা চিৎকার করে বলছিলেন ‘এখন আমাকে মেরে ফেল।’
সার্জন তৈমুর মারিন জানান, পেলভিস ক্ষতিগ্রস্ত ও নিতম্ব বিচ্ছিন্ন অবস্থায় ওই নারীকে হাসপাতালে আনা হয়েছিলে। চিকিৎসকরা সিজারিয়ান সেকশনের মাধ্যমে তার ডেলিভারি করেছিলেন। তবে তখন শিশুটির বেঁচে থাকার কোনও লক্ষণ দেখা যায়নি।
মারিন জানান, জ্ঞান ফেরার ৩০ মিনিটের মধ্যে ওই নারীরও মৃত্যু হয়।
আরও পড়ুন: ইউক্রেনে রুশ হামলায় মার্কিন সাংবাদিক নিহত
ইউক্রেনে রুশ হামলায় মার্কিন সাংবাদিক নিহত
ইউক্রেনে রাশিয়ার সেনাবাহিনীর হামলায় এক মার্কিন ভিডিও সাংবাদিক নিহত এবং আরেক সাংবাদিক আহত হয়েছেন বলে জানিয়েছে কিয়েভ অঞ্চলের পুলিশ।
নিহত ওই মার্কিন সাংবাদিকের নাম ব্রেন্ট রেনাড (৫০)।
রবিবার ইউক্রেনীয় পুলিশ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানায়, রুশ সেনারা রাজধানীর কাছে ইরপিনে ব্রেন্ট রেনাড ও আরেক সাংবাদিকের গাড়িতে গুলি চালায়। আহত সাংবাদিককে কিয়েভের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
আরও পড়ুন: ইউক্রেনের সামরিক ঘাঁটিতে রুশ বিমান হামলায় নিহত ৩৫
নিউইয়র্ক টাইমসের এক মুখপাত্র বলেছেন, ৫০ বছর বয়সী রেনাড একজন ‘প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতা যিনি কয়েক বছর নিউইয়র্ক টাইমসে এ অবদান রেখেছেন। তবে মৃত্যুকালে তিনি সংবাদপত্রটির জন্য কাজ করছিলেন না।’
ইউক্রেনীয় পুলিশ বলছে, ‘অবশ্যই সাংবাদিকতা পেশা ঝুঁকিপূর্ণ। তা সত্ত্বেও মার্কিন নাগরিক ব্রেন্ট রেনাড তার জীবন দিয়ে হামলাকারীর প্রতারণা, নিষ্ঠুরতা ও নির্মমতা তুলে ধরার চেষ্টা করেছেন।’
এ বিষয়ে জিজ্ঞেস করা হলে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান সিবিএস নিউজকে বলেছেন, মার্কিন সরকার ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে আলাপ করবে যে এটি কীভাবে ঘটেছে এবং তারপরে ‘যথাযথ পরিণতি কার্যকর করবে’।
আরও পড়ুন: রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে ৮৫ শিশু নিহত: ইউক্রেন
ইউক্রেনীয় বন্দরে আটকা পড়েছেন ২৯ বাংলাদেশি নাবিক
ইউক্রেনে রুশ হামলার মধ্যে দেশটির অলভিয়া সমুদ্রবন্দরে একটি জাহাজসহ ২৯ জন বাংলাদেশি নাবিক আটকা পড়েছেন।
নাবিকদের নিয়ে আটকা পড়া জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’ বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন।
বাংলাদেশ শিপিং করপোরেশনের ওয়েবসাইট অনুযায়ী, গত ২২ ফেব্রুয়ারি থেকে জাহাজটি ইউক্রেনে অবস্থান করছে।
রবিবার দুপুরে এক ফোনালাপে জাহাজে থাকা বাংলাদেশি নাবিক ওমর ফারুক তুহিন ইউএনবিকে বলেন, রুশ আক্রমণের আগে জাহাজটি ওই বন্দরে পৌঁছায়।
আরও পড়ুন: রাশিয়ার সঙ্গে বেলারুশে আলোচনা নয়: ইউক্রেন
তুহিন বলেন, ‘ইউক্রেন যুদ্ধ শুরুর পর অলভিয়া বন্দরের সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে। তারা এখন আতঙ্কের মধ্যে জাহাজে অবস্থান করছেন।’
এদিকে শনিবার রাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, ‘ইউক্রেন থেকে প্রায় ২০০ বাংলাদেশি পোল্যান্ড ও রোমানিয়ায় গিয়েছেন।’
তিনি ইউএনবিকে বলেন, ‘আমরা প্রায় ৭০০ বাংলাদেশির সঙ্গে যোগাযোগ করছি।’
আরও পড়ুন: ২ লাখের বেশি মানুষ ইউক্রেন ত্যাগ করেছেন: জাতিসংঘ
কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনের সীমান্তবর্তী দেশ পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি ও মলদোভায় বাংলাদেশি নাগরিকদের সরিয়ে নেয়ার কাজে সহায়তার জন্য সরকারের প্রচেষ্টা চলছে।
ওয়ারশের বাংলাদেশ দূতাবাসের একটি দল পোল্যান্ড-ইউক্রেন সীমান্তের কাছে কাজ করছে। তারা পোল্যান্ডে প্রবেশে ইচ্ছুক এমন বাংলাদেশি নাগরিকদের সহায়তা করছেন। দেশ দুটির মধ্যে ৫০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে।
পুতিনের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা যুক্তরাষ্ট্র ও ইউরোপের
ইউক্রেনে রুশ হামলার পরিপ্রেক্ষিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে সরাসরি লক্ষ্য করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্ররা।
হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি বলেছেন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের এ পদক্ষেপ ‘পুতিনের কার্যক্রমের বিরুদ্ধে বিরোধীদের শক্তি সম্পর্কে একটি স্পষ্ট বার্তা।’
হোয়াইট হাউসের এক ব্রিফিংয়ে সাকি সাংবাদিকদের বলেন, ‘একজন নেতা যখন একটি সার্বভৌম দেশ আক্রমণের মাঝখানে সেখানে কূটনীতি উপযুক্ত না। তবে এর মানে এই না আমরা চিরতরে কূটনীতি বাতিল করেছি।’
আরও পড়ুন: ইউক্রেন সংকট: সহিংসতায় এক লাখ মানুষ বাস্তুচ্যুত
তিনি বলেন, যুক্তরাষ্ট্র পুতিন ও তার পররাষ্ট্রমন্ত্রী লাভরভের ওপর ব্যক্তিগত নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে।
ইউরোপীয় ইউনিয়ন পুতিনের সম্পদ জব্দের বিষয় এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তার দেশও পুতিন ও লাভরভের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে এমন বিষয়ে জানানোর কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্র এমন সিদ্ধান্তের কথা জানালো।
সাকি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র রুশ ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের ওপরও নতুনভাবে নিষেধাজ্ঞা আরোপ করবে।
আরও পড়ুন: ইউক্রেন নিয়ে চীনা ও রুশ প্রেসিডেন্টের মতবিনিময়
রুশ আক্রমণে হুমকির মুখে ইউক্রেনের রাজধানী
ইউক্রেনের রাজধানী কিয়েভে শুক্রবার ভোরে বিস্ফোরণ এবং অন্যান্য শহরে গুলি বর্ষণের শব্দ শোনা গেছে।
এদিকে ইউক্রেনে রুশ হামলার পরিপ্রেক্ষিতে পশ্চিমা নেতারা জরুরি বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট আরও আন্তর্জাতিক সহযোগিতার আবেদন জানিয়েছেন।
শুক্রবার সেনাবাহিনী বলেছে, এক দল রুশ গোয়েন্দা ও নাশকতাকারীকে কিয়েভের উপকণ্ঠের এক জেলায় দেখা গেছে। পুলিশ শহরের কেন্দ্রস্থলে একটি পাতাল রেল স্টেশন থেকে নাগরিকদের বের হতে নিষেধ করেছে। কেননা ওই এলাকায় গোলাগুলি হয়েছে।
আরও পড়ুন: রুশ ব্যাংক ও জ্বালানি খাতের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে একমত ইইউ
এছাড়া শহরের অন্য দিকে সেতুতে সৈন্যরা প্রতিরক্ষামূলক অবস্থান নিয়েছে এবং সাঁজোয়া যান সড়কে টহল দিচ্ছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এটিই বৃহত্তম স্থল যুদ্ধ। বার বার আক্রমণের পরিকল্পনার কথা অস্বীকার করলেও পুতিন ইউক্রেনে হামলা চালান।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা মিত্রদের আরোপিত নিষেধাজ্ঞার চেয়ে আরও কঠোর নিষেধাজ্ঞা এবং প্রতিরক্ষা সহায়তার জন্য বিশ্ব নেতাদের কাছে আবেদন জানিয়েছেন।
আরও পড়ুন: রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা দিল বাইডেন, জার্মানিতে সৈন্য মোতায়েন
তিনি বলেন, ‘যদি এখন আপনি আমাদের সহযোগিতা না করেন, যদি ইউক্রেনকে শক্তিশালী সহযোগিতা দিতে ব্যর্থ হন তাহলে আগামীকাল এই যুদ্ধ আপনার দরজায় কড়া নাড়বে।’
তিনি বলেন, রাশয়ার প্রথম লক্ষ্য তিনি। তবে তিনি রাজধানী কিয়েভেই থাকবেন।
২০ বছর বয়সী লুসি ভাশাকা বলেন, ‘আমরা সবাই ভীত এবং আতঙ্কিত। আমরা জানি না এরপর কী হবে। কয়েকদিনের মধ্যে কী ঘটতে চলেছে।’
আরও পড়ুন: পুতিন-মোদি ফোনালাপ: ইউক্রেনে সামরিক অভিযান বন্ধের আহ্বান
জেলেনস্কি বলেছেন, ১০ জন সামরিক কর্মকর্তাসহ ১৩৪ জন ‘নায়ক’ নিহত হয়েছেন এবং তার এক উপদেষ্টা বলেছেন, প্রায় ৪০০ রুশ বাহিনী মারা গেছে। তবে মস্কো কোনো হতাহতের সংখ্যা দেয়নি। তবে এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেনে হামলা চালায়। রাশিয়ার সশস্ত্র বাহিনী ট্যাঙ্ক ও ভারী সরঞ্জামসহ সব দিক থেকে প্রতিবেশী দেশটিতে প্রবেশ করেছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ইউক্রেনের প্রধান প্রধান শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলা ও বিস্ফোরণের কথা জানিয়েছে।
রুশ হামলা বন্ধে ভারতের হস্তক্ষেপ চায় ইউক্রেন
ইউক্রেনের ওপর রাশিয়ার হামলা চালানোর পরিপ্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ কামনা করেছে ইউক্রেন। এরপর বৃহস্পতিবার নয়াদিল্লি সব পক্ষকে সংযত থাকার পরামর্শ দিয়েছে।
দিল্লিতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ইগোর পোলিখা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘মোদিজি অন্যতম ক্ষমতাধর ও সম্মানিত বিশ্ব নেতা। রাশিয়ার সঙ্গে আপনার বিশেষ সুবিধাজনক ও কৌশলগত সম্পর্ক রয়েছে। মোদিজি পুতিনের সঙ্গে কথা বললে আমরা আশাবাদী তিনি সাড়া দেবেন।’
তিনি বলেন, ‘রাশিয়ার সঙ্গে ভারতের যে বিশেষ সুবিধাজনক সম্পর্ক রয়েছে তার পরিপ্রেক্ষিতে ভারতের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়া উচিত। শুধু আমাদের নিরাপত্তার জন্য নয়, আপনার নিজের নাগরিকের নিরাপত্তার জন্যও আমাদের ভারতের হস্তক্ষেপ প্রয়োজন।’
আরও পড়ুন: বেলারুশ থেকে হামলা চালাচ্ছে রাশিয়া: ইউক্রেন
এদিকে ইউক্রেনে আটকে পড়া ভারতীয় নাগরিকদের শান্ত ও যে যেখানে আছে সেখানে অবস্থান নেয়ার পরামর্শ দিয়েছে কিয়েভে অবস্থিত ভারতীয় দূতাবাস।
ভারতীয় দূতাবাস এক পরামর্শ বার্তায় বলেছে, ‘ইউক্রেনের বর্তমান পরিস্থিতি খুবই অনিশ্চিত। দয়া করে শান্ত থাকুন এবং যেখানে আছেন নিরাপদে থাকুন। আপনার বাড়ি, হোস্টেল, বাসস্থান বা ট্রানজিটে থাকুন।’
প্রায় ১৫ হাজারের মতো ভারতীয় নাগরিক ইউক্রেনে আটকে পড়েছেন।
আরও পড়ুন: ইউক্রেনের বিমান ঘাঁটি ধ্বংসের দাবি রাশিয়ার
এর আগেও ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধান চেয়েছিল ভারত।
বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেনে হামলা চালিয়েছে। রাশিয়ার সশস্ত্র বাহিনী ট্যাঙ্ক ও ভারী সরঞ্জামসহ সব দিক থেকে প্রতিবেশী দেশটিতে প্রবেশ করেছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ইউক্রেনের প্রধান প্রধান শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলা ও বিস্ফোরণের কথা জানিয়েছে।