মুসল্লির মৃত্যু
রংপুর বিভাগীয় ইজতেমায় ২ মুসল্লির মৃত্যু, অসুস্থ আরও ৯
রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিন বার্ধক্য ও ঠান্ডাজনিত কারণে এখন পর্যন্ত দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও অন্তত ৯ জন অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমার মাঠের ৬ নম্বর হালকার জিম্মাদার আবুল হোসেন।
মারা যাওয়া মুসল্লিরা হলেন— রংপুর জেলার পীরগঞ্জ থানার সাঈদুর রহমান এবং টাঙ্গাইল জেলার তারা মিয়া। তারা মিয়া ৪০ দিনের চিল্লায় রংপুর এসে ইজতেমায় অংশ নিয়েছিলেন। ইজতেমা ময়দানেই বাদ জোহর মরহুমদের জানাজা অনুষ্ঠিত হয়।
আজ দুপুরে আবুল হোসেন বলেন, ইজতেমার মাঠে বার্ধক্য ও ঠান্ডাজনিত কারণে আজ দুপুর পর্যন্ত দুইজন মুসল্লির মৃত্যু হয়েছে। বাদ জোহর ময়দানেই জানাজা শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
রংপুর মেট্রোপলিটন পশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, ইজতেমার মাঠে শ্বাসকষ্টজনিত কারণে দুজন মুসল্লির মৃত্যু হয়েছে। তাদের দুজনের মৃত্যুই স্বাভাবিক। এখন পর্যন্ত মাঠে আরও ৯ জন অসুস্থ হয়ে পড়েছে। তাদের বিভিন্নভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রংপুর নগরীর ৪ নম্বর ওয়ার্ডের আমাশু কুকরুল এলাকায় কয়েক লাখ মুসল্লি নিয়ে শুরু হয়েছে রংপুর বিভাগীয় ইজতেমা।
৩৯ দিন আগে
নামাজে সেজদারত অবস্থায় মুসল্লির মৃত্যু
চাঁদপুরের হাজীগজ্ঞে এক মসজিদে নামাজে সেজদারত অবস্থায় একজন মুসল্লি হঠাৎ মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার হাজীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড টোরাগড় গ্রামের কাজী বাড়ি জামে মসজিদে মাগরিবের ওয়াক্তের সময় এই ঘটনা ঘটে।
মৃত মো. জাহাঙ্গীর হোসেন (৫৫) উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউপির মালিগাঁও গ্রামের মুকছুদ আলীর ছেলে ও পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক।
আরও পড়ুন: বিশ্ব ইজতেমায় আরও ২ মুসল্লির মৃত্যু
মসজিদের মুসল্লিরা জানান, মাগরিবের নামাজের আযান শুনে মো. জাহাঙ্গীর হোসেন তার অটোরিকশাটি সড়কের একপাশে রেখে মসজিদে ঢুকেন। অটোরিকশার যাত্রীরাও তার সাথে নামাজ পড়তে জামায়াতে শরীক হন। কিন্তু নামাজের শেষ রাকাতে সেজদায় গিয়ে এরপর তিনি আর উঠে বসেননি। ইমাম ও মুসল্লিরা সালাম ফিরিয়ে নামাজ শেষ করলেও জাহাঙ্গীর সেজদাতেই ছিলেন।
মসজিদের ইমাম মাওলানা মাহবুবুর রহমান বলেন, সালাম ফেরানোর পরও ওই মুসল্লি সেজদারত অবস্থায়ই ছিলেন। ওই অবস্থায় উদ্বিগ্ন মুসল্লিরা তাকে একটু নাড়া দিলে তিনি এক পাশে ঢলে পড়েন। সবাই তখন তার চোখ- মুখ দেখে বুঝতে পারেন তিনি জ্ঞান হারিয়ে ফেলে অসুস্থ হয়ে পড়েন। আসলে সেজদারত অবস্থায়ই তিনি মারা গেছেন। পরে স্থানীয় এক চিকিৎসক এসে পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: বিশ্ব ইজতেমা ময়দানে আরও ২ মুসল্লির মৃত্যু
স্থানীয় কাউন্সিলর কাজী কবির হোসেন বলেন, মাগরিবের ফরজ তিন রাকাত নামাজ পড়াকালীন সময়ে সেজদারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই মুসল্লি। পরে এই খবর জেনে পরিবারের লোকজন এসে লাশ নিয়ে যায়।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্শকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
১৫৬৪ দিন আগে
বিশ্ব ইজতেমায় আরও ২ মুসল্লির মৃত্যু
টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দানে শুক্রবার রাতে আরও দুই মুসল্লি মারা গেছেন।
২১৯৩ দিন আগে
বিশ্ব ইজতেমায় জুমার নামাজে মানুষের ঢল, উত্তরা থেকে জামাত পরিচালনা
অধিক মুসল্লির অংশগ্রহণের কারণে গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে শুরু হওয়া বিশ্ব ইজতেমার প্রথম পর্বের জুমার জামাত উত্তরা থেকে পরিচালনা করা হয়েছে।
২২০১ দিন আগে
বিশ্ব ইজতেমা ময়দানে ২ মুসল্লির মৃত্যু
টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দানে দুই মুসল্লির মৃত্যু হয়েছে।
২২০১ দিন আগে