সুন্দরবনে অবমুক্ত
বাগেরহাটে খড়ের গাদা থেকে অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত
বাগেরহাটের শরণখোলায় খড়ের গাদার নিচ থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকালে সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়ন থেকে অজগরটি উদ্ধার করা হয়।
অজগরটি শরণখোলা গ্রামের ফিরোজ মিস্ত্রির বাড়ির মুরগীর খোপের মুরগী খাওয়ার পর খড়ের গাদার নিচে লুকিয়েছিল। ওয়াইল্ড টিম ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যরা ওই অজগরটি উদ্ধার করে। পরে অজগরটি সুন্দরবনে অবমুক্ত করা হয়।
অবমুক্ত অজগরটি ১২ ফুট লম্বা এবং ওজন ১৫ কেজি।
পড়ুন: লালমনিরহাটে ৮ ফুট লম্বা অজগর উদ্ধার
ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড ফ্যাসিলেটেটর মো. আলম হাওলাদার জানান, সুন্দরবন থেকে লোকালয়ে এসে অজগরটি একটি বাড়ির মুরগির খোপে ঢুকে কয়েকটি মুরগী খেয়ে ফেলে। পরে খড়ের গাদায় লুকিয়ে থাকার চেষ্টা করে। খবর পেয়ে অজগরটি উদ্ধার করে সুন্দরবন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. খলিলুর রহমান জানান, স্বেচ্ছাসেবকরা উদ্ধার করে অজগরটি আমাদেরকে কাছে দিয়েছেন। পরে আমরা শরণখোলা রেঞ্জ অফিসের দক্ষিণ পাশে ধাবড়ি এলাকার বনে অজগরটিকে অবমুক্ত করেছি।
১৩৪ দিন আগে
বাগেরহাটে চিত্রা হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত
বাগেরহাটের মোংলা থেকে একটি চিত্রা হরিণ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে মোংলা ইপিজেড এলাকা থেকে হরিণটি উদ্ধার করে বন বিভাগ। পরে তারা হরিণটিকে সুন্দরবনে অবমুক্ত করে।
উদ্ধারকৃত হরিণটির বয়স আনুমানিক ৫ বছর, ওজন ২৫ কেজি বলে জানায় বন বিভাগ।
আরও পড়ুন: শরণখোলায় ২ হরিণের চামড়া উদ্ধার
সুন্দরবন পূর্ব বিভাগের করমজল বন্যপ্রাণি প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তারা ইপিজেড এলাকা থেকে ওই হরিণটি উদ্ধার করে। হরিণটির পা, পেট ও গলার কাছে সামান্য ক্ষতচিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে হরিণটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: বাগেরহাটে হরিণের ৫ চামড়াসহ পাচারকারি আটক
তিনি জানান, হরিণটি প্রায় আট মাস আগে সুন্দরবন ছেড়ে ঢাংমারী খাল পাড়ি দিয়ে খুলনার দাকোপ উপজেলার বানিয়াশান্তা এলাকায় ঢুকে পড়ে। ওই এলাকায় কয়েকমাস ধরে হরিণটি বিচরণ করেছিল। এরপর পশুর নদী পাড়ি দিয়ে মোংলা এলাকায় আসার পর হরিণটিকে উদ্ধার করা হয়।
১৩৬১ দিন আগে