ব্ল্যাক লেডি
আবারও জয়া আহসানের হাতে ‘ব্ল্যাক লেডি’
এদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে জয়া আহসানের প্রতিদ্বন্দ্বী তিনি নিজেই। ক্যারিয়ারে ‘চিত্রনায়িকা’ পরিচিতি তাকে সময়ের পরিক্রমায় আরও সমৃদ্ধ করেছে। ভারতের পশ্চিমবঙ্গে এখন শুধু জনপ্রিয় তারকাই নন, টলিউডের আস্থার নাম জয়া আহসান।অভিনয়ের স্বীকৃতি হিসেবে ভারতের বেশ কয়েকটি সম্মানজনক পুরস্কার উঠেছে তার হাতে। যেই তালিকায় বাদ পড়েনি ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড’-ও । জয়া আহসানকে নিয়ে নতুন খবর এই পুরস্কারটি ঘিরেই। তৃতীয়বারের মতো ‘ব্ল্যাক লেডি’ উঠলো তার হাতে। আর সেটিও সেরা অভিনেত্রীর স্বীকৃতি হিসেবে।
আরও পড়ুন: ওয়েব দুনিয়ায় আফসানা মিমির অভিষেক
১৩৫৮ দিন আগে