সিভিল ডিফেন্স
পুরান ঢাকার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর চকবাজার এলাকায় শনিবার রাতে একটি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের গুদাম পরিদর্শক (মিডিয়া সেল) আনোয়ারুল ইসলাম জানান, শনিবার রাত ১১টা ৪৪ মিনিটের দিকে ইমামগঞ্জের একটি হার্ডওয়্যার মার্কেটে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে লালবাগ, সদরঘাট ও পলাশী ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে শনিবার দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। কোনো আহত বা হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: গাজীপুরের কোনাবাড়ীতে আগুনে পুড়ে দম্পতির মৃত্যু
পুরান ঢাকার জুতার গুদামের আগুন নিয়ন্ত্রণে
ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে ২ তেলবাহী ট্রাকের আগুন নিয়ন্ত্রণে
১০৮৩ দিন আগে
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন ডিজি দায়িত্ব নিচ্ছেন
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স (এফএসসিডি) অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।
বুধবার বিকালে ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসেনের স্থলাভিষিক্ত হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে এ উপলক্ষ্যে ‘বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান’-এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদায়ী ও নবনিযুক্ত মহাপরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এফএসসিডি সদর দপ্তরের মিডিয়া সেলের ইনচার্জ উপ-সহকারী পরিচালক মো. শাহজাহান সিকদার।
অনুষ্ঠানে সকল বিভাগের বিভাগীয় উপ-পরিচালক, প্রশিক্ষণ কমপ্লেক্সের অধ্যক্ষ এবং মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: পহেলা বৈশাখ উদযাপনকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে র্যাব সতর্ক অবস্থানে আছে: ডিজি
অবৈধ ইটভাটা ধ্বংসের নির্দেশ বাস্তবায়ন হয়নি, পরিবেশের ডিজিসহ ৫ ডিসিকে হাইকোর্টে তলব
১২৮৯ দিন আগে
নগরীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
নগরীর বিজয় নগর এলাকায় ১৫ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) শাহজাহান শিকদার জানান, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে আকরাম টাওয়ারের ১২ তলায় আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা।
আরও পড়ুন: নাটোরে চলন্ত পিকনিক বাসে আগুন
১৩৪১ দিন আগে
ইসলামপুরে বহুতল ভবনে আগুন
রাজধানীর ইসলামপুর এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) মো.শাহজাহান শিকদার জানান, দুপুর ২টা ১০ মিনিটের দিকে ইসলামপুরে রয়েল টাওয়ারে আগুন লাগে এবং দ্রুত ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুপুর ২টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি জানা যায় নি।
আরও পড়ুন: সদরঘাটে লঞ্চের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীতে ‘গ্যাস লিকেজ’ থেকে আগুন, একই পরিবারের ৪ জন দগ্ধ
১৩৪৮ দিন আগে